Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 12:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 প্রথম ও সপ্তম দিনে পবিত্র সমাবেশের আয়োজন করবে। ঐ দুই দিন খাবার তৈরী করা ছাড়া আর কোন কাজ করা চলবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আর প্রথম দিনে তোমাদের পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে এবং সপ্তম দিনেও তোমাদের পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে; সেই দু’দিন প্রত্যেক প্রাণীর খাদ্য আয়োজন করা ছাড়া অন্য কোন কাজ করবে না, কেবল সেই কাজ করতে পারবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 প্রথম দিনে পবিত্র সমাবেশ রাখবে এবং সপ্তম দিনও আরও একটি কোরো। শুধুমাত্র সবার জন্য খাবার রান্না করা ছাড়া এই দিনগুলিতে তোমরা আর কোনও কাজকর্ম কোরো না; শুধু এটুকুই করতে পারো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আর প্রথম দিনে তোমাদের পবিত্র সভা হইবে, এবং সপ্তম দিনেও তোমাদের পবিত্র সভা হইবে; সেই দুই দিন প্রত্যেক প্রাণীর খাদ্য আয়োজন ব্যতিরেকে অন্য কোন কর্ম্ম করিবে না, কেবল সেই কর্ম্ম করিতে পারিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 এই ছুটির প্রথম ও শেষ দিনে পবিত্র সমাগম অনুষ্ঠিত হবে। তোমরা এই দিনগুলোতে কোন কাজ করবে না। তোমরা এই দিনগুলিতে একমাত্র তোমাদের আহারের জন্য খাদ্য তৈরী করতে পারবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আর প্রথম দিনের তোমাদের পবিত্র সভা হবে এবং সপ্তম দিনের ও তোমাদের পবিত্র সভা হবে; সেই দুই দিন প্রত্যেক প্রাণীর খাদ্য তৈরী ছাড়া অন্য কোন কাজ করবে না, শুধুমাত্র সেই কাজ করতে পারবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 12:16
21 ক্রস রেফারেন্স  

প্রথম দিনে পুণ্য সম্মেলন হবে। এই সময় তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না,


সপ্তম দিনে পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, সেদিন তোমরা শ্রমসাধ্য কোন কাজ করবে না।


মোশি তাদের বললেন, প্রভু পরমেশ্বরের নির্দেশ হচ্ছে এই: আগামীকাল কর্মবিরতির দিন, প্রভু পরমেশ্বরের উদ্দেশে পালনীয় পবিত্র বিশ্রাম দিন। অতএব আজ তোমরা রুটি তরকারী যা দরকার তৈরী করে নাও। আজকের উদ্বৃত্ত যা থাকবে তা আগামীকালের জন্য রেখে দেবে।


সপ্তম মাসের পনেরো তারিখে আর একটি পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দিন তোমরা পরিশ্রমের কোন কাজ করবে না এবং সাতদিন প্রভু পরমেশ্বরের সম্মানে উৎসব পালন করবে।


সপ্তম মাসের প্রথম দিনে পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা বিশেষ কোন কাজ করবে না। সেই দিন তূর্যধ্বনি সহযোগে ঘোষণার দিন।


প্রথম দিন পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেদিন তোমরা শ্রমসাধ্য কোন কাজ করবে না।


সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিত্ত দিবস। সেদিন তোমাদের পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। তোমরা উপবাস করবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে।


তোমরা সেদিন পবিত্র সমাবেশ আহ্বান করবে এবং সেদিন শ্রমসাধ্য কোন কাজ করবে না। দেশের সর্বত্র তোমরা এই নিয়ম পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।


কিন্তু সপ্তম দিন তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মানার্থে বিশ্রাম দিন। ঐ দিনে তুমি, তোমার পুত্র কন্যারা, তোমার দাসদাসী, পশুপালন কিম্বা তোমার দেশে বসবাসকারী কোন প্রবাসী, কেউই কোন কাজ করবে না।


মনে রেখ, আমি, প্রভু পরমেশ্বরই তোমাদের জন্য বিশ্রামদিন নির্দিষ্ট করে দিয়েছি। সেইজন্যই আমি ষষ্ঠ দিনে দুদিনের খাদ্য দিয়ে থাকি। সপ্তম দিনে যে যেখানে আছে সেখানেই থাকবে, ঘর থেকে কেউ বার হবে না।


ষষ্ঠ দিনে তারা অন্যান্য দিনের চেয়ে দ্বিগুণ রসদ সংগ্রহ করে খাবার প্রস্তুত করে রাখবে।


সেদিন ছিল তারণোৎসবের প্রস্তুতির দিন। এই ‘সাব্বাথ’ দিনে দেহগুলি যাতে ক্রুশের উপরে না থাকে সেইজন্য ইহুদীরা সেগুলির পা ভেঙ্গে ক্রুশ থেকে নামিয়ে ফেলার জন্য পীলাতের কাছে অনুরোধ জানিয়েছিল। (সেই ‘সাব্বাথ দিন'টি ছিল আবার বিশেষ পর্বের দিন।)


তোমরা খামিরবিহীন রুটির পর্ব পালন করবে। আমার নির্দেশমত তোমরা আবিব মাসের নির্দিষ্ট সময়ে সাতদিন খামিরবিহীন রুটি খাবে, কারণ আবিব মাসেই তোমরা মিশর ছেড়ে বেরিয়ে এসেছিলে।


ছয়দিন তোমরা খামিরবিহীন রুটি খাবে এবং সপ্তম দিনে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা কোন কাজ করবে না।


বৃথা তোমাদের এই নৈবেদ্য উপহার। তোমাদের জ্বালানো ঐ ধূপের গন্ধ আমার কাছে বিরক্তিকর। তোমাদের নতুন চাঁদের পার্বণ, সাব্বাথদিন ও তোমাদের ধর্মসভা আমার কাছে অসহ্য। তোমাদের পাপে সব কলুষিত হয়েছে।


নতুন ফসলের পার্বণে যখন তোমরা সাত সপ্তাহব্যাপী উৎসব উপলক্ষ্যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নবান্নের ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করবে, তখন পুণ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন