Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 10:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 সারা মিশর পঙ্গপালে ছেয়ে গেল এবং দেশের সর্বত্র তারা ঘন হয়ে জেঁকে বসল। দেশে পঙ্গপালের এমন বিরাট ঝাঁক আগে বা পরে কখনও দেখা যায়নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 তাতে সমস্ত মিসর দেশের উপরে পঙ্গপাল এসে বসতে লাগল ও মিসরের সমস্ত সীমাতে পঙ্গপাল ছড়িয়ে পড়লো। তা অত্যন্ত ভয়ানক হল; সেরকম পঙ্গপাল আগে কখনও হয় নি এবং পরেও কখনও হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 সেগুলি সমগ্র মিশর দেশে হানা দিল এবং বিপুল সংখ্যায় দেশের প্রত্যেকটি অঞ্চলে থিতুও হল। আগে কখনও পঙ্গপালের এরকম আঘাত সহ্য করতে হয়নি, আর কখনও তা করতেও হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 তাহাতে সমুদয় মিসর দেশের উপরে পঙ্গপাল ব্যাপ্ত হইল; ও মিসরের সমস্ত সীমাতে পঙ্গপাল পড়িল। তাহা অত্যন্ত ভয়ানক হইল, তদ্রূপ পঙ্গপাল পূর্ব্বে কখনও হয় নাই, এবং পরেও কখনও হইবে না। তাহারা সমস্ত ভূমিতল আচ্ছন্ন করিল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 পঙ্গপালরা উড়ে এসে মিশরের মাটিতে বসল। এত পঙ্গপাল ইতিপূর্বে কখনও মিশরে দেখা যায় নি আর বোধ হয় পরবর্তী কালেও কখনও দেখা যাবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 তাতে সারা মিশর দেশের উপরে পঙ্গপালে ভরে গেল ও মিশরের সমস্ত সীমানাতে পঙ্গপাল পড়ল। তা খুব ভয়ানক হল; সেই রকম পঙ্গপাল আগে কখনও হয়নি এবং পরেও কখনও হবে না।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 10:14
13 ক্রস রেফারেন্স  

তিনি সমর্পণ করলেন তাদের শস্য পঙ্গপালের কবলে, ধ্বংস হয়ে গেল তাদের শ্রমের ফসল।


দেশে যদি দুর্ভিক্ষ হয়, মহামারী দেখা দেয়, কিম্বা ঝড়ে, শিলাবৃষ্টিতে বা পঙ্গপালের দ্বারা বা পোকা-মাকড়ের উপদ্রবে শস্যহানি হয়, যদি শত্রুরা দেশ আক্রমণ করে কিম্বা কোন সংক্রামক ব্যাধি বা অন্য কোন রোগের প্রকোপ দেখা দেয়, তখন তাদের প্রার্থনা শুনো।


তোমাদের গাছপালা ও ক্ষেতের ফসল সবই পঙ্গপালের গ্রাসে যাবে।


সারা মিশরে হাহাকার ও কান্নাকাটির এমন রোল উঠবে যা আগে কখনও হয়নি এবং পরেও কোনকালে হবে না।


তোমরা ক্ষেতে অনেক বীজ বপন করবে কিন্তু শস্য সংগ্রহ করবে সামান্যই কারণ পঙ্গপাল সেই শস্য গ্রাস করবে।


তারা ধ্বংস করেছে আমাদের দ্রাক্ষাক্ষেত্র, ডুমুরগাছগুলি খেয়ে শেষ করে দিয়েছে, গাছের ছাল পর্যন্ত তারা খেয়ে ফেলেছে, শাখাগুলি সাদা হয়ে গেছে।


তাই আগামী কাল এমনি সময়ে আমি ভীষণ শিলাবৃষ্টি ঘটাব, যা মিশরের পত্তন থেকে আজ অবধি আর কখনও হয় নি।


পঙ্গপালের কোন রাজা নেই তবুও তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে চলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন