Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 1:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 রূবেণ, শিমিয়োন, লেবি ও যিহুদা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 রূবেণ, শিমিয়োন, লেবি, এহুদা,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 রূবেণ, শিমিয়োন, লেবি ও যিহূদা;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 —রূবেণ, শিমিয়োন, লেবি ও

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 রূবেণ, শিমিয়োন, লেবি, যিহূদা

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 রূবেন, শিমিয়োন, লেবি ও যিহূদা,

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 1:2
5 ক্রস রেফারেন্স  

সেই অঞ্চলে ইসরায়েল যখন বাস করছিলেন, তখন রূবেণ তার পিতার উপপত্নী বিল্‌হার শয্যাসঙ্গী হল। ইসরায়েল এ কথা জানতে পারলেন।


যাকোবের পুত্রেরা তাঁর সঙ্গে সপরিবারে মিশরে গিয়েছিলেন। এঁদের নাম:


ইষাখর, সবুলুন ও বিন্যামীন,


যারা তোমাদের সহকারী হবে তাদের নাম এই: বংশ গোষ্ঠীপতি রূবেণ শদেয়ুরের পুত্র ইলীষূর শিমিয়োন সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল যিহূদা অম্মীনাদবর পুত্র নহশোন ইষাখর সূয়ারের পুত্র নথনেল সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব যোষেফের পুত্রদ্বয় ইফ্রয়িম অম্মীহূদের পুত্র ইলীশামা মনঃশি পদাহসূরের পুত্র গমলীয়েল বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান দান অম্মীশদ্দগের পুত্র অহীয়েষর আশের অক্রণের পুত্র পগীয়েল গাদ দ্যুয়েলের পুত্র ইলীয়াসফ নপ্তালি ঐননের পুত্র অহীর


লাবণ তাঁর কন্যা রাহেলকে এই দাসীটি দিয়েছিলেন। যাকোবের এই পুত্রেরা সংখ্যায় মোট সাত জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন