যাত্রাপুস্তক 1:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)19 ধাত্রীরা তাঁকে বলল, হিব্রু নারীরা মিশরী নারীদের মত নয়। তারা স্বাস্থ্যবতী, প্রসব বেদনা উঠলে ধাত্রী গিয়ে পৌঁছানোর আগেই তাদের প্রসব হয়ে যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 ইবরানী স্ত্রীলোকেরা মিসরীয় স্ত্রীলোকদের মত নয়। তারা বলবতী; তাদের কাছে ধাত্রী যাবার আগেই তারা প্রসব করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তারা ফরৌণকে উত্তর দিল, “হিব্রু মহিলারা মিশরীয় মহিলাদের মতো নয়; তারা সবলা ও ধাত্রীরা পৌঁছানোর আগেই তারা সন্তান প্রসব করে ফেলে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 ধাত্রীরা ফরৌণকে উত্তর করিল, ইব্রীয় স্ত্রীলোকেরা মিস্রীয় স্ত্রীলোকদের ন্যায় নহে; তাহারা বলবতী, তাহাদের কাছে ধাত্রী যাইবার পূর্ব্বেই তাহারা প্রসব হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 ধাইমারা রাজাকে বলল, “হে রাজা, ইস্রায়েলীয় মহিলারা মিশরের মহিলাদের থেকে অনেক বেশী শক্তিশালী। আমরা তাদের সাহায্যের জন্য পৌঁছাবার আগেই ইস্রায়েলীয় মহিলারা সন্তান প্রসব করে ফেলে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 ধাত্রীরা ফরৌণকে উত্তরে বলল, “ইব্রীয় স্ত্রীলোকেরা মিশরীয় স্ত্রীলোকদের মত নয়; তারা বলবতী, তাদের কাছে ধাত্রী যাবার আগেই তাদের প্রসব হয়।” অধ্যায় দেখুন |