Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাকোব 5:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমাদের ধনসম্পদ পচন ধরেছে। তোমাদের পোষাক পরিচ্ছদ পোকায় কেটেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তোমাদের ধন নষ্ট হয়ে গেছে ও তোমাদের কাপড়গুলো পোকায় কেটেছে; তোমাদের সোনা ও রূপায় মরিচা ধরেছে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তোমাদের ধনসম্পদ পচে যাচ্ছে ও জামাকাপড় পোকায় খেয়ে নিচ্ছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তোমাদের ধন পচিয়া গিয়াছে, ও তোমাদের বস্ত্র সকল কীট-ভক্ষিত হইয়াছে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তোমাদের ধন পচে যাবে, তার কোন মূল্যই থাকবে না। তোমাদের পোশাক পোকায় কাটবে, তোমাদের সোনা ও রূপোয় মরচে ধরবে। সেই মরচে প্রমাণ করবে যে তোমরা অন্যায় করেছ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তোমাদের ধন পচে গিয়েছে, ও তোমাদের জামাকাপড় সব পোকায় খেয়ে ফেলেছে;

অধ্যায় দেখুন কপি




যাকোব 5:2
10 ক্রস রেফারেন্স  

আর তার ফলে আমি ঘুণে ধরা কাঠের মত, পোকায় কাটা জামার মতই ক্ষয় পাচ্ছি।


তোমাদের সম্পত্তি বিক্রী করে বিলিয়ে দাও। কোন দিন জীর্ণ হবে না, এমন একটি থলির ব্যবস্থা করে, তার মধ্যে স্বর্গীয় সম্পদ সঞ্চয় কর —কোন দিন তা নষ্ট হবে না। সেখানে চোরও আসে না, কিম্বা পোকাও কাটে না।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর স্বয়ং আমার রক্ষাকর্তা, অতএব কে আমাকে দোষী সাব্যস্ত করবে? আমার সমস্ত অভিযোগকারীর অবস্থা হবে জীর্ণ বসনের মত, কীটের ভক্ষ্য হবে তারা, হবে ধূলিতে বিলীন।


পোকায় কাটা বস্ত্রের মত জীর্ণ হয়ে যাবে তারা, জীর্ণ হয়ে যাবে কীটদষ্ট পশমের মত! কিন্তু যে পরিত্রাণ আমি তোমাদের দেব, তা হবে অক্ষয়, আমার এ বিজয় চিরকালের।


তিনি দিয়েছেন অক্ষয়, অম্লান ও নিষ্কলঙ্ক এক উত্তরাধিকার যা স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত রয়েছে।


যে অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে, সে সেই পাখির মত, যে অপরের ডিমে ‘তা’ দেয়। জীবনের চরম সন্ধিক্ষণে সে হারাবে সকল সম্পদ, পরিণামে, সে একটি মূর্খ —এই হবে তার একমাত্র পরিচয়।


পাপের জন্য যখন তুমি মানুষকে কর তিরস্কার, শাসন কর তাকে, তখন তুমি ক্ষয় কর তার কামনার যত ধন। বাস্তবিক, মানুষমাত্রই বাষ্পের মতক্ষণস্থায়ী। সেলা


সেই দণ্ডেই ইসরায়েলকে আমি ধ্বংস করব,যিহুদা গোষ্ঠীকে করব বিনষ্ট।


মনে কর, তোমাদের উপাসনা-সভায় একজন সোনার আঙটি ও জমকালো পোষাক পরে এসেছে এবং আর একজন গরীব ময়লা কাপড় পরে এসেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন