Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাকোব 5:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে ধনবানেরা, শোন, তোমাদের যে দুর্দশা আসছে তার জন্য রোদন ও হাহাকার কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 এখন দেখ, হে ধনবানেরা, তোমাদের উপরে যেসব দুর্দশা আসছে, সেই সবের জন্য কান্নাকাটি ও হাহাকার কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 ওহে ধনী ব্যক্তিরা, তোমরা এখন শোনো, তোমাদের উপরে যে দুঃখদুর্দশা ঘনিয়ে আসছে, তার জন্য তোমরা কাঁদো ও বিলাপ করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 এখন দেখ, হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দ্দশা আসিতেছে, সে সকলের জন্য রোদন ও হাহাকার কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 ধনী ব্যক্তিরা শোন, তোমাদের জীবনে যে ঘোর দুর্দশা আসছে, তার জন্য তোমরা কাঁদ ও হাহাকার কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 এখন দেখ, হে ধনীব্যক্তিরা, তোমাদের উপরে যে সব দুর্দশা আসছে, সে সবের জন্য কান্নাকাটি ও হাহাকার কর।

অধ্যায় দেখুন কপি




যাকোব 5:1
36 ক্রস রেফারেন্স  

ধনসম্পদের উপর নির্ভরতা আনে পতন, কিন্তু ধার্মিকেরা কিশলয়ের মতই থাকে সজীব।


প্রভু পরমেশ্বর বলেন, জ্ঞানীরা কখনও তাদের জ্ঞানের গর্ব না করুক, বলবান না করুক শক্তির দম্ভ ধনবান না করুক ধনের অহঙ্কার।


মরণের মুখে ধনসম্পদ কোন উপকারে লাগে না, কিন্তু ধার্মিকতা মৃত্যুর হাত থেকে উদ্ধার করে।


সূর্যের উদয় হলে তার প্রখর তাপে তৃণ শুকায়, ঝরে পড়ে ফুল, নষ্ট হয়ে যায় তার সৌন্দর্য। বিত্তবানও সেইভাবে বিত্ত আহরণ করতে গিয়ে বিলুপ্ত হয়ে যাবে।


এই নগরের ধনবানেরা দৌরাত্ম্যে লিপ্ত, এখানকার অধিবাসীরা মিথ্যাবাদী, রসনা তাদের ছলনা-নিপুণ।


প্রভুর ক্রোধের দিনেকোন সম্পদই তাদের উদ্ধার করতে পারবে না। তাঁর রোষানলে সমগ্র দেশ নিঃশেষ হয়ে যাবে, আকস্মিক আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাবে দেশের সকল অধিবাসী।


হাহাকার কর তোমরা! প্রভু পরমেশ্বরের নিরূপিত সেই দিন আসন্ন, যে দিন সর্বনাশা প্রলয় নেমে আসবে সর্বশক্তিমানের কাছ থেকে।


শোন, তোমরা যারা বলে থাক, আজকালের মধ্যেই আমরা অমুক শহরে গিয়ে এক বছর থাকব এবং ব্যবসাবাণিজ্য করে অর্থ-উপার্জন করব।


কিন্তু তোমরা সেই দরিদ্রের অবমাননা করেছ। ধনীরাই কি তোমাদের উৎপীড়ন করে না? তারাই কি তোমাদের আদালতে টেনে নিয়ে যায় না?


কিন্তু যিশূরুণ হৃষ্টপুষ্ট হয়ে করল পদাঘাত, মেদবাহুল্যে সে হল স্থূল ও মসৃণ আর তখন সে পরিত্যাগ করল তার স্রষ্টা ঈশ্বরকে, তার প্রাণশৈলকে করল উপহাস।


চাষীরা, হাহাকার কর, বিলাপ কর দ্রাক্ষাকুঞ্জের মজুরেরা, গম, যব ক্ষেতের সব ফসলই নষ্ট হয়েছে।


হে প্রমত্তের দল, জাগো, বিলাপ কর, সুস্বাদু মদিরার জন্য হাহাকার কর হে সুরাপায়ীর দল, ধ্বংস হয়ে গেছে দ্রাক্ষাকুঞ্জ,সুরা আর পাওয়া যাবে না।


সিংহদলের মাঝে ধন্য তোমার সিংহ-জননী! হিংস্র সিংহদলের মাঝে সে পালন করেছে তার শাবককে,


সেইজন্য চট পরিধান কর, কাঁদ, বিলাপ কর, কারণ যিহুদীয়া নিস্তার পেল না প্রভু পরমেশ্বরের ভয়াবহ ক্রোধের হাত থেকে।


তোমরা পাপের জন্য অনুশোচনা কর, শোক ও বিলাপ কর। তোমাদের হাসি পরিণত হোক কান্নায় এবং আনন্দ পরিণত হোক বিষাদে।


হে যাজকেরা, চটের বসন পর, মন্দিরে গিয়ে বিলাপ কর সারারাত! সেবায়েতগণ, তোমরা, যারা বেদী সাজাও বিলাপ কর, হে ঈশ্বরের সেবকবৃন্দ, চটের বসন পরে বিলাপ কর। প্রভুর মন্দিরে ভোগ ও পেয় নৈবেদ্যের জন্য কিছুই নেই।


হে প্রভু পরমেশ্বর, তুমি স্বয়ং এসে বাঁচাও আমার প্রাণ মানুষের হাত থেকে, ঘোরতর বিষয়ী তারা, তুমি বাঁচাও আমার প্রাণ। পূর্ণ হয়েছে তাদের এই জগতের সব কিছু চাওয়া পাওয়া, তৃপ্ত ওদের সন্তানেরা। এমন কি ওরা উত্তরসূরীর জন্যও রেখে যায় তাদের সম্পদের বাকী অংশ।


রাস্তায় রাস্তায় লোকে চট পরে যাচ্ছে, নগরের চকে ও বাড়ীর ছাদে লোকে বিলাপ ও কান্নায় ভেঙ্গে পড়েছে।


হে মর্ত্যমানব, আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি সে কথা ভবিষ্যদ্বাণীরূপে ঘোষণা কর। উচ্চৈঃস্বরে বল: মহাত্রাসের দিন এগিয়ে আসছে


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন