Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাকোব 4:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তাই তাঁর অনুগ্রহের দান আরও বেশী। তাই শাস্ত্রে বলা হয়েছে,'ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেনকিন্তু নম্রদের করেন করুণা।’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 বরং তিনি আরও রহমত দান করেন; এজন্য পাক-কিতাব বলে, “আল্লাহ্‌ অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেরকে রহমত দান করেন।”

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 কিন্তু তিনি আমাদের আরও বেশি অনুগ্রহ-দান করেন। এই কারণেই শাস্ত্র বলে: “ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নতনম্রদের অনুগ্রহ-দান করেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন; এই কারণ শাস্ত্র বলে, “ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 কিন্তু ঈশ্বরের অনুগ্রহদান তার থেকেও বড় বিষয়। তাই শাস্ত্রে লেখা আছে: “ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু যাঁরা নম্র তিনি তাদের অনুগ্রহ প্রদান করেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন; কারণ শাস্ত্র বলে, “ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেরকে অনুগ্রহ প্রদান করেন।”

অধ্যায় দেখুন কপি




যাকোব 4:6
34 ক্রস রেফারেন্স  

যে নিজেকে উন্নত করে, তাকে অবনত করা হবে, আর যে নিজেকে নত করে তাকেই উন্নত করা হবে।


নিন্দুকদের তিনি নিন্দিত করেন, কিন্তু বিনম্রদের প্রতি করেন অনুগ্রহ।


তরুণেরা, তোমরাও ঠিক সেইভাবে বয়োজ্যেষ্ঠদের বাধে হয়ে চল। পরস্পরের প্রতি তোমাদের আচরণ নম্রতামণ্ডিত হোক, কারণ ঈশ্বর দাম্ভিকদের প্রতি বিমুখ কিন্তু বিনম্রদের করেন অনুগ্রহ।


ধ্বংসের আগে মানুষের চিত্ত হয় গর্বিত, কিন্তু নম্রতার পুরস্কার সম্মান।


যদিও প্রভু ঊর্ধ্বে সমাসীন, তবুও তাঁর কৃপা দৃষ্টি রয়েছে অবনতের প্রতি, গর্বোদ্ধত তোমার কাছে নিজেকে পারে না লুকাতে।


দম্ভ মানুষের পতন ঘটায় কিন্তু বিনয়ী লোক সম্মানিত হয়।


প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রমবোধ ও নম্রতার পুরস্কার- ধন, সম্মান ও দীর্ঘজীবন।


যারা নিজেদের উচ্চ সম্মানে ভূষিত করে, তাদের অবনত করা হবে এবং যারা নিজেদের নত করে রাখে, তাদের উচ্চ সম্মানে ভূষিত করা হবে।


মানুষের দর্প চূর্ণ হবে, তার ঔদ্ধত্য ভেঙ্গে গুঁড়িয়ে যাবে। সমস্ত অলীক প্রতিমা অদৃশ্য হয়ে যাবে এবং একমাত্র প্রভু পরমেশ্বর সেইদিন গৌরব ও মহিমায় ভূষিত হবেন।


ঈশ্বর অহঙ্কারীর দর্প চূর্ণ করেন, কিন্তু নম্রদের করেন পরিত্রাণ।


তোমাদের আমি বলছি, ঐ ফরিশীর চেয়ে বরং এই ব্যক্তিই ধার্মিক প্রতিপন্ন হয়ে নিজের ঘরে ফিরে গেল। যে নিজের গৌরব করে, তাকে নত করা হবে কিন্তু যে নিজেকে নত করে, সে গৌরবান্বিত হবে।


অতএব আমি নেবুকাডনেজার স্বর্গের অধিপতি ঈশ্বরের মহিমা, প্রশস্তি ও গুণকীর্তন করি। তাঁর প্রতিটি কাজ ধর্মসঙ্গত ও সঠিক। উদ্ধত, অহঙ্কারী মানুষের দর্পতিনি চূর্ণ করতে পারেন।


আমি সুমহান, পবিত্রতম শাশ্বত ঈশ্বর। ঊর্ধ্বলোকে পবিত্রস্থানে আমার নিবাস হলেও আমি দলিত জনের ব্যথিত মনের মানুষের সঙ্গেও বাস করি যেন তাদের নৈরাশ্য দূর করে আস্থা ফিরিয়ে আনতে পারি।


পরাক্রান্ত নৃপতিদের তিনি করেছেন সিংহাসনচ্যূত, উন্নত করেছেন দীনহীনদের।


প্রভুর প্রতি সম্ভ্রমবোধ প্রজ্ঞাদান করে, নম্র হয়েই শ্রদ্ধা অর্জন করতে হয়।


এখানে দুঃখ নির্যাতনের ফলে তিনি নত হলেন, তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে ফিরে এলেন এবং তাঁর কাছে সাহায্য ভিক্ষা করলেন।


দম্ভভরে কেউ কথা বলো না দর্প যেন নির্গত না হয় তোমাদের মুখ থেকে কারণ প্রভু সর্বজ্ঞ ঈশ্বর সকল কাজই তিনি তুলাদণ্ডে পরিমাপ করেন।


তুমি অনুতপ্ত হয়ে নিজেকে আমার কাছে অবনত করেছ এবং জেরুশালেম ও তার অধিবাসীদের উপর কিভাবে দণ্ডাজ্ঞা নেমে আসবে সে কথা শুনে তুমি পরণের পোষাক ছিঁড়ে ফেলে অশ্রুপাত করেছ। তাই আমি তোমার প্রার্থনা গ্রাহ্য করেছি


শেষ পর্যন্ত হিষ্কিয় এবং জেরুশালেমের প্রজারা ঈশ্বরের কাছে নিজেদের অবনত করলেন। তাই ঈশ্বর রাজা হিষ্কিয়ের মৃত্যু পর্যন্ত প্রজাদের দণ্ডদান করেন নি।


কারণ যার কিছু আছে তাকে আরও দেওয়া হবে, যাতে সে প্রচুর পায়। কিন্তু যার কিছুই নেই, তার যা আছে তার কাছে থেকে তা কেড়ে নেওয়া হবে।


কিন্তু তিনি তাঁর পিতার মত নতি স্বীকার করে প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসেন নি বরং তাঁর পিতার চেয়ে আরও বেশী পাপ করেছিলেন।


ক্ষণিকের জন্য আমি তোমায় করেছিলাম পরিত্যাগ, কিন্তু ফিরিয়ে আনব আবার গভীর ভালবাসায়


যিনি রক্তপাতের প্রতিফলদাতা নিহতদের কথা তিনি স্মরণে রাখেন, বিস্মৃত হন না উৎপীড়িতের আর্তক্রন্দন।


ঈশ্বরের কাছে রাজা মনঃশির প্রার্থনা ও তার উত্তর, অনুতাপের পূর্বে যে সমস্ত পাপ তিনি করেছিলেন যথা, ভিন্ন জাতির অনুসরণে উপাসনা স্থান নির্মাণ দেবী আশেরার প্রতীক মূর্তি নির্মাণ ও তার পূজা–এ সবই নবীদের গ্রন্থে লিপিবদ্ধ আছে।


প্রভুর সম্মুখে মাথা নত কর, তিনি তোমাদের উন্নত করবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন