Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাকোব 1:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তিনি আপন পরিকল্পনা অনুযায়ী সত্য বাক্‌দ্বারা আমাদের সৃষ্টি করেছেন, যেন আমরাই তার সৃষ্টির প্রথম ফসলরূপে গণ্য হতে পারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তিনি নিজের বাসনায় সত্যের কালাম দ্বারা আমাদেরকে জন্ম দিয়েছেন, যেন আমরা তাঁর সৃষ্ট বস্তুগুলোর মধ্যে এক রকম অগ্রিমাংশ হই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তিনি আমাদের মনোনীত করে সত্যের বাক্য দ্বারা আমাদের জন্ম দিয়েছেন, যেন তাঁর সমগ্র সৃষ্টির মধ্যে আমরা এক প্রকার প্রথম ফসলরূপে গণ্য হতে পারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়াছেন, যেন আমরা তাঁহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 ঈশ্বর তাঁর নিজের ইচ্ছায় সত্য বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবন দিয়েছেন। তিনি চান যেন তাঁর সমস্ত সৃষ্টির মধ্যে আমরা অগ্রগন্য হই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 ঈশ্বর তাঁর নিজের ইচ্ছা অনুযায়ী সত্যের বাক্য দিয়ে আমাদেরকে জীবন দিয়েছেন, যেন আমরা তাঁর সমস্ত সৃষ্টির মধ্যে প্রথম ফলের মতো হই।

অধ্যায় দেখুন কপি




যাকোব 1:18
24 ক্রস রেফারেন্স  

নশ্বর কোন বীজ থেকে নয়, কিন্তু ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্‌রূপী অবিনশ্বর বীজ থেকে তোমরা নবজন্ম লাভ করেছ।


তারা শোণিত সূত্রে নয়, জৈব বাসনায় নয়, মানবিক ইচ্ছাক্রমেও নয়, কিন্তু তাঁরা ঈশ্বর থেকেই জাত।


ধন্য ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা। তিনি তাঁর দয়ায় মৃত্যুলোক থেকে যীশু খ্রীষ্টকে পুনরুত্থিত করে জীবন্ত এক প্রত্যাশার ভিত্তিতে আমাদের নবজন্ম দান করেছেন।


এঁরা কেউ নারী সংস্পর্শে কলুষিত হয়নি, কারণ এঁরা কৌমারব্রতী। মেষশাবক যেখানে যান এঁরাও সেখানে তাঁর অনুসরণ করেন। ঈশ্বর ও মেষশাবকের উদ্দেশ্যে এঁরা মানবজাতির শ্রেষ্ঠাংশরূপে উদ্ধারপ্রাপ্ত।


হে ইসরায়েল, তখন তুমি ছিলে শুধু আমারই, ছিলে আমার পবিত্র অধিকার,আমাতেই নিবেদিত। যারা তোমায় আঘাত করেছে, তাদের প্রত্যেকের উপর নেমে এসেছে আমার চরম আঘাত, যন্ত্রণা ও বিপর্যয়। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


যেন আমরা যারা প্রথমে খ্রীষ্টের উপর ভরসা করেছি, সেই আমাদের দ্বারাই তাঁর মহিমা কীর্তিত হয়।


ঈশ্বর থেকে জাত কোন ব্যক্তি পাপ করে না কারণ ঐশ্বরিক স্বভাব তার মাঝে আছে। সে পাপ করতে পারে না কারণ সে ঈশ্বর থেকে জাত।


স্বর্গীয় তালিকাভুক্ত অগ্রজদের মণ্ডলী, সকলের বিচারক ঈশ্বর ও ধার্মিক ব্যক্তিদের সিদ্ধিপ্রাপ্ত আত্মাসমূহের সম্মুখীন হয়েছ।


এইজন্য মনের মধ্যে আগাছার মত যতসব কলুষ কালিমা রয়েছে তা পরিষ্কার কর এবং ঈশ্বর যে বাক্য-বীজ তোমাদের অন্তরে বপন করেছেন, বিনম্র চিত্তে গ্রহণ কর এবং তার পরিচর্যা কর। এই বাক্য-বীজই তোমাদের উদ্ধার করবে।


খ্রীষ্টের বিষয়ে তোমাদের শিক্ষা দেবার হাজার হাজার গুরু থাকতে পারে কিন্তু পিতা মাত্র একজন। খ্রীষ্টীয় জীবনে আমিই তোমাদের পিতা। কারণ সুসমাচার প্রচার করে আমিই তোমাদের খ্রীষ্টের আশ্রয়ে এনেছিলাম।


শাস্ত্রে যেমন লেখা আছে, ‘আমি তোমাকে বহুজাতির পিতারূপে নিরূপিত করেছি।’ এই প্রতিশ্রুতি সেই ঈশ্বরের পক্ষে সঙ্গত —যে ঈশ্বরের প্রতি তিনি আস্থা স্থাপন করেছিলেন, যে ঈশ্বর মৃতকে সঞ্জীবিত করেন ও অস্তিত্বহীন যা কিছু তাকে অস্তিত্ব দান করেন।


ধিক্ তোমাদের। যারা সিয়োনে আরামে আয়েসে রয়েছে,শমরিয়ার শৈলশিখরে যারা নিরাপদ বোধ করছ, ইসরায়েল জাতির মধ্যে যারা অভিজাত ও বিশিষ্ট,জনগণ যাদের শরণাগত,


তুমি ইসরায়েলীদের বল, আমি তোমাদের যে দেশ দেব সেই দেশে গিয়ে তোমরা যখন শস্য আহরণ করবে, তখন সংগৃহীত শস্যের প্রথম আঁটিটা পুরোহিতের কাছে নিয়ে যাবে।


সত্যবাদিতা এবং ঈশ্বরের পরাক্রম দ্বারা আমরা ঈশ্বরের সেবকরূপে যোগ্যতার পরিচয় দিচ্ছি। সংগ্রামের জন্য আমরা ধার্মিকতাকে অস্ত্ররূপে ধারণ করেছি।


তোমরা, যারা সত্যের বাণী, পরিত্রাণের সুসমাচার শুনেছ ও বিশ্বাস করেছ, তোমরাও সেই খ্রীষ্টেরই মাধ্যমে প্রতিশ্রুত পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছ।


ঈশ্বরের অনুমোদন লাভের জন্য তুমি এমন একজন সুযোগ্য কর্মী হওয়ার চেষ্টা কর যে নিজের কাজের জন্য লজ্জিত হয় না, যে সত্যের বাণী যথাযথরূপে ব্যাখ্যা করতে পারে।


কামনা পূর্ণগর্ভ হয়ে পাপ প্রসব করে এবং পাপ পূর্ণতা লাভ করে মৃত্যুর জন্ম দেয়।


কিন্তু তোমাদের অন্তরে যদি ঈর্ষার তিক্ততা এবং স্বার্থসিদ্ধির অভিসন্ধি থাকে, তবে গর্বভরে সত্যের অপলাপ করো না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন