Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাকোব 1:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 প্রিয় বন্ধুগণ, তোমরা কেউ ভুল বুঝো না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 হে আমার প্রিয় ভাইয়েরা ভ্রান্ত হয়ো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 আমার প্রিয় ভাইবোনেরা, ভ্রান্ত হোয়ো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 হে আমার প্রিয় ভ্রাতৃগণ, ভ্রান্ত হইও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 আমার প্রিয় ভাই ও বোনেরা, এ ব্যাপারে তোমরা প্রতারিত হয়ো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 হে আমার প্রিয় ভাইয়েরা, ভ্রান্ত হয়ো না।

অধ্যায় দেখুন কপি




যাকোব 1:16
22 ক্রস রেফারেন্স  

প্রিয় বন্ধুগণ, শোন, তোমরা শ্রবণে আগ্রহী হও, বাক্‌ সংযত কর, অল্পে ক্রুদ্ধ হয়ো না।


সুতরাং প্রিয় বন্ধুগণ, আমি যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমরা যেমন সর্বদা বাধ্য ছিলে, আমরা অবর্তমানেও তেমনি বাধ্য থাকবে। সসম্ভ্রমে কম্পিত হৃদয়ে তোমরা নিজের নিজের পরিত্রাণের জন্য সক্রিয় হও।


ভুল করো না, ঈশ্বরকে প্রতারণা করা যায় না। মানুষ যেমন বীজ বোনে, তেমনি ফসল তোলে।


সাবধান, কোন শূন্যগর্ভ দর্শন বা মতবাদ যা মানব সমাজের পরম্পরাগত প্রথা কিম্বা জগতের প্রাকৃতিক শক্তিকে কেন্দ্র করে রচিত, তার দ্বারা কেউ যেন তোমাদের বশীভূত না করে কারণ তা খ্রীষ্ট থেকে উৎসারিত নয়।


তোমাদের ভ্রাতৃপ্রেম অক্ষুণ্ণ থাকুক। অতিথি সেবার কথা ভুলে যেও না।


এ কথা আমি এইজন্যই বলছি, আপাতদৃষ্টিতে সুন্দর কথার মায়াজালে কেউ যেন তোমাদের বিভ্রান্ত করতে না পারে।


প্রিয় বন্ধুগণ, শোন, এ সংসারে যারা গরীব, ঈশ্বর কি তাদের মনোনীত করেননি? বিশ্বাসের ঐশ্বর্যে তারা ঐশরাজ্যের অধিকারী হবে। —যারা তাঁকে ভালবাসে তাদের তিনি এই অধিকার দিয়েছেন।


হুমেনিয়াস ও ফিলিটাস এই করেই সত্যভ্রষ্ট হয়েছে। তারা বলে, আমাদের পুনরুত্থান হয়ে গেছে এবং এইভাবে তারা কিছু লোককে বিভ্রান্ত করেছে।


সুতরাং প্রিয় বন্ধুগণ, তোমরাই আমার আনন্দ, আমার গৌরব! তোমাদের দেখার জন্য আমার মন উদ্‌গ্রীব। তোমরা প্রভুর আদর্শে অবিচল থাক।


তোমরা কি জান না যে দুর্জনেরা ঈশ্বরের রাজ্যে কোনো অধিকার পাবে না? ভুল করো না, কোন অধর্মী, লম্পট, ব্যভিচারী, সমকামী,


তিনি মৃতদের ঈশ্বর নন, জীবিতদের ঈশ্বর! তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল।


যীশু তাদের বললেন, তোমরা ভ্রান্ত, কারণ তোমাদের না আছে শাস্ত্রজ্ঞান, না আছে ঈশ্বরের শক্তি সম্বন্ধে কোন ধারণা।


যীশু তাদের বললেন, তোমরা ভুল করছ, তোমাদের না আছে শাস্ত্রজ্ঞান, না আছে ঈশ্বরের শক্তি সম্বন্ধে কোনো ধারণা।


এই ঘটনার কয়েকদিন পরে প্রায় একশো কুড়িজন খ্রীষ্টবিশ্বাসী এক সভায় মিলিত হলেন। পিতর তখন উঠে দাঁড়িয়ে বললেন,


বন্ধুগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষার সম্মুখীন হবে তখন নিজেদের ভাগ্যবান বলে মনে করো।


বন্ধুগণ, আমাদের প্রভু মহিমান্বিত যীশু খ্রীষ্টের উপর তোমরা বিশ্বাস করেছ বলে তোমাদের আচরণ হোক পক্ষপাতশূন্য।


বন্ধুগণ, কেউ যদি বলে যে তার বিশ্বাস আছে, কিন্তু তার কর্মে যদি তা প্রকাশ না পায় তাহলে কি লাভ? সেই বিশ্বাস কি তাকে উদ্ধার করতে পারে?


প্রিয় বন্ধুগণ, তোমরা সকলেই শিক্ষক হতে যেও না। তোমরা নিশ্চয়ই জান, আমরা যারা শিক্ষা দিয়ে থাকি তাদের দণ্ড আরও কঠোর হবে।


একই মুখে প্রশস্তি ও অভিশাপ উচ্চারিত হয়। বন্ধুগণ, এরকম হওয়া কিন্তু উচিত নয়।


বন্ধুগণ, তোমরা অপরের নিন্দা করো না। যে ভাইয়ের নিন্দা করে, তার বিচার করে, সে বিধানেরই নিন্দা করে, তার বিচার করে, সে বিধানেরই নিন্দা করে ও বিধানের বিচার করে। তুমি যদি বিধানের বিচার কর তাহলে তুমি আর তা মানছ না, কিন্তু তার বিচারক হয়ে পড়েছ।


বন্ধুগণ, সবচেয়ে বড় কথা এই যে, তোমরা শপথ করো না। স্বর্গ বা পৃথিবী বা অন্য কিছুরই দিব্য দিও না। তোমরা যদি ‘হ্যাঁ বলতে চাও, তাহলে শুধু ‘হ্যাঁ’ বলবে। আর যদি ‘না’ বলতে চাও, তবে শুধু ‘না’ বলবে। তাহলে তোমাদের বিচারে দাঁড়াতে হবে না।


বন্ধুগণ, তোমাদের মধ্যে কেউ যদি সত্যভ্রষ্ট হয় এবং কেউ যদি আবার তাকে ফিরিয়ে আনে তাহলে সে মৃত্যুর হাত থেকে তার প্রাণ রক্ষা করে এবং পাপরাশির মার্জনা লাভ করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন