Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মীখা 7:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কিন্তু আমি প্রভু পরমেশ্বরের দিকেই দৃষ্টি নিবদ্ধ রাখব, আমার পরিত্রাতা ঈশ্বরের অপেক্ষায় থাকব, আমার আরাধ্য ঈশ্বর শুনবেন আমার নিবেদন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 কিন্তু আমি মাবুদের প্রতি দৃষ্টি রাখবো, আমার উদ্ধারের আল্লাহ্‌র অপেক্ষা করবো; আমার আল্লাহ্‌ আমার কথা শুনবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 কিন্তু আমি সদাপ্রভুর উপর আশা রাখব, আমি উদ্ধারকারী ঈশ্বরের জন্য অপেক্ষা করব; আমার সদাপ্রভু আমার কথা শুনবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব; আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 সেজন্য আমি সাহায্য পাবার জন্য প্রভুর দিকে তাকাবো! আমি রক্ষা পাবার জন্য আবার ঈশ্বরের অপেক্ষা করবো! আমার ঈশ্বর আমার কথা শুনবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কিন্তু আমার জন্য, আমি সদাপ্রভুর দিকে তাকাবো। আমি আমার পরিত্রাণকারী ঈশ্বরের অপেক্ষা করব; আমার ঈশ্বর আমার কথা শুনবেন।

অধ্যায় দেখুন কপি




মীখা 7:7
33 ক্রস রেফারেন্স  

প্রভুর সম্মুখে নীরব হও, তাঁর প্রতীক্ষায় থাক নিয়ত। ছলনার পথে যারা হয়েছে সমৃদ্ধ, কুচক্রান্ত যাদেরহয়েছে সফল, রুষ্ট হয়ো না তাদের প্রতি, নিবৃত্ত কর তোমার ক্রোধ।


হে সমগ্র পৃথিবীর মানব, ফিরে এস আমার কাছে, লাভ কর পরিত্রাণ আমিই একমাত্র ঈশ্বর এক এবং অদ্বিতীয়।


এই ঘটনা ঘটলে প্রত্যেকে বলবে, ইনি আমাদের ঈশ্বর! আমরা এঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি, তিনি আমাদের উদ্ধার করেছেন। তিনিই আমাদের প্রভু পরমেশ্বর! আমরা তাঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি। এখন আমরা আনন্দিত ও সুখী কারণ তিনি আমাদের উদ্ধার করেছেন।


তোমার সত্যে আমাকে পরিচালিত কর, দীক্ষা দাও আমায় তোমারই সত্যে, কারণ তুমিই আমার ত্রাণেশ্বর আমি নিয়ত থাকি তোমারই প্রতীক্ষায়।


আমি প্রতীক্ষা করি প্রভু পরমেশ্বরের, তাঁর সাহায্যের প্রতীক্ষায় ব্যাকুল আমার প্রাণ, তাঁর প্রতিশ্রুতিতেই আমার গভীর আস্থা।


আমার ভালবাসার বিনিময়ে তারা করছে বিরুদ্ধাচরণ, তবুও আমি রয়েছি প্রার্থনায় নিবিষ্ট তাদের মঙ্গল কামনায়।


হে ঈশ্বর, আমার পরিত্রাতা, আমার ভরসা তুমিই আমি হব না ভীত, বিচলিত। প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তি, আমার পরিত্রাণের উৎস তুমিই।


তুমি প্রার্থনা শুনে থাক, তাই তোমারই কাছে আসবে সর্বমানব।


হে প্রভু পরমেশ্বর তোমার পরিত্রাণের প্রতীক্ষায় রয়েছি আমি।


কারণ হে প্রভু পরমেশ্বর, আমি রয়েছি তোমারই প্রতীক্ষায়, হে প্রভু, আরাধ্য ঈশ্বর আমার, তুমি দেবে এর উত্তর।


প্রভু পরমেশ্বর এই লোকদের কাছ থেকে নিজেকে গোপন রেখেছেন, কিন্তু তিনিই আমার ভরসা, তাঁরই উপরে আমার আশা।


তখন সঙ্কটের দিনে আমায় ডাকলে আমি উদ্ধার করব তোমাদের, তোমরা করবে আমার মহিমাকীর্তন।


সেইদিন প্রজারা তাদের স্রষ্টা, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের কাছে সাহায্যের জন্য আসবে।


যদি আমাদের আরাধ্য ঈশ্বর আমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করতে সমর্থ হন, তবে তিনি নিশ্চয়ই আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন।


তোমাদের ঈশ্বরের করুণায় ফিরে এস তোমরা, তাঁর কাছে আনুগত্য ও ন্যায়বিচারের অনুশীলন কর, সর্বদা তোমরা ঈশ্বরের প্রতীক্ষায় থাক।


হে প্রভু পরমেশ্বর তোমার কাছেই জানাই আমি আর্তনিবেদন, কারণ চরাণীর মাঠগুলো রোদে জ্বলে খাক্‌ হয়ে গেছে, গাছপালাগুলোও ঝলসে গেছে।


আমি প্রহরীর মত প্রতীক্ষায় থাকব, দেখি, প্রভু পরমেশ্বর আমায় কি বার্তা দেন, কি উত্তর দেন তিনি আমার অভিযোগের!


আর যদি সেই নারী অসতী না হয়, সতীই থাকে, তাহলে সে কলঙ্কমুক্ত হবে এবং গর্ভধারণ করতে পারবে।


তুমি কি চিরকাল ক্রুদ্ধ থাকবে আমাদের উপর? তোমার কোপ কি সঞ্চারিত হবে যুগযুগান্ত ধরে?


প্রভু পরমেশ্বরই আমার সর্বস্ব ধন, তিনিই আমার আশা,আমি তাঁরই পানে চেয়ে থাকি।


লিখে রাখ, কারণ এসব ঘটনা ঘটার সময় আসেনি এখনও। তবে, আর দেরী নেই! যা আমি তোমায় বলছি, সত্য হবে সে কথা। অপেক্ষা কর, এখনই না হলেও এ ঘটনা ঘটবেই, অধিক বিলম্ব হবে না তার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন