Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মীখা 7:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 সেদিন পূর্বদিকে আসিরিয়া, দক্ষিণে মিশর, ইউফ্রেটিস নদীর অঞ্চল, সুদূর সমুদ্র এবং বহুদূরস্থিত পর্বতের মাঝে যে বিস্তৃত অঞ্চল, তার অধিবাসীরা ফিরে আসবে তোমাদের কাছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 সেদিন তোমার কাছে লোকেরা আসবে, আশেরিয়া ও মিসরের নগরগুলো থেকে, মিসর থেকে ফোরাত নদী পর্যন্ত, আর সমুদ্র থেকে সমুদ্র এবং পর্বত থেকে পর্বত পর্যন্ত আসবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 সেদিন আসিরিয়া এবং মিশরের নগরগুলি থেকে লোকেরা তোমার কাছে আসবে, এমনকি মিশর থেকে ইউফ্রেটিস পর্যন্ত এবং এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত, আর এক পাহাড় থেকে আর এক পাহাড় পর্যন্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 সেই দিন তোমার কাছে লোকেরা আসিবে, অশূর হইতে ও মিসরের নগর-সমূহ হইতে, মিসর হইতে [ফরাৎ] নদী পর্য্যন্ত, আর সমুদ্র হইতে সমুদ্র, এবং পর্ব্বত [হইতে] পর্ব্বত পর্য্যন্ত আসিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 তোমার লোকেরা তোমার দেশে ফিরে আসবে। তারা অশূর থেকে এবং মিশরের শহরগুলি থেকে ফিরে আসবে। তোমার লোকেরা মিশর এবং ফরাৎ নদীর ওপার থেকে আসবে। তারা পশ্চিম দিকের সমুদ্র হতে এবং পূর্বদিকের পর্বত হতে আসবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 সেই দিনের তোমার লোকেরা আমার কাছে আসবে, তারা অশূর থেকে এবং মিশরের শহর থেকে আসবে, মিশর থেকে ফরাৎ নদী পর্যন্ত, সমুদ্র থেকে সমুদ্রে এবং পাহাড় থেকে পাহাড়ে।

অধ্যায় দেখুন কপি




মীখা 7:12
15 ক্রস রেফারেন্স  

মিশর থেকে পাখির মত, আসিরিয়া থেকে কপোতের মত উড়ে আসবে তারা, আমিই তাদের ফিরিয়ে আনব তাদের আপন দেশে। প্রভু পরমেশ্বর বলেন এ কথা।


মিশর দেশ থেকে তাদের পূর্বপুরুষদের বার হয়ে আসার জন্য যেমন পথ তৈরী হয়েছিল, ঠিক সেইভাবে উদ্ধারপ্রাপ্ত অবশিষ্ট ইসরায়েলীদের জন্যও আসিরিয়া থেকে একটি রাজপথ তৈরী হয়ে যাবে।


তাদের বল যে, আমি সর্বাধিপতি প্রভু সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে থাকা আমার সমস্ত প্রজাদের একত্র করব এবং ফিরিয়ে আনব তাদের আপন দেশে।


এ ঘটনা যখন ঘটবে, তখন আমি ইসরায়েলীদের শক্তিশালী করব এবং যিহিষ্কেল, তোমাকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়ে কথা বলাব, যেখান থেকে তোমার কথা প্রতিটি মানুষ শুনতে পাবে, যাতে তারা জানতে পারে যে আমি-ই প্রভু পরমেশ্বর।


উত্তর দেশ থেকে আমি আনব তাদের, একত্র করব তাদের পৃথিবীর সকল প্রান্ত থেকে। অন্ধ ও খঞ্জেরা আসবে তাদের সাথে, আসবে তাদের সাথে সন্তানসম্ভবা রমনী, আসবে আসন্নপ্রসবা জননীও, আসবে পিরে এক সুবিশাল জনতা।


নানা দেশ থেকে আমি আমার অবশিষ্ট প্রজাদের সংগ্রহ করে আনব, সেইখান থেকে, যেখানে আমি তাদের ছড়িয়ে দিয়েছিলাম। ফিরিয়ে আনব তাদের মাতৃভূমিতে। তাদের অনেক সন্তান সন্ততি হবে, সংখ্যায় তারা বেড়ে অজস্র হবে।


ইসরায়েল যিহুদীয়ার সঙ্গে যোগ দেবে এবং উত্তর দেশের নির্বাসন থেকে তারা একসঙ্গে ফিরে আসবে সেই দেশে, যে দেশে আমি তাদের পুরুষানুক্রমে স্থায়ীভাবে বাস করার অধিকার দিয়েছিলেন।


বহুদূর দেশ থেকে আসবে আমার প্রজাবৃন্দ সেই পথ দিয়ে আসবে উত্তর ও পশ্চিম থেকে, আসবে দক্ষিণের আসোয়ান থেকে।


আমি উত্তর দিককে বলব তোমাদের ছেড়ে দিতে, দক্ষিণ দিককে বলব, যেন না রাখে তোমাদের রুদ্ধ করে। সুদূর দ্বীপমালা থেকে, পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে ফিরে আসতে দাও আমার প্রজাদের।


সেই দিন প্রভু পরমেশ্বর আবার তাঁর পরাক্রম প্রয়োগ করবেন, তাঁর অবশিষ্ট যে প্রজারা আসিরিয়া, মিশর, পথ্রোষ, সুদান, এলম, ব্যাবিলন, হমাত এবং সমুদ্রের উপকূলবর্তী দেশ ও সমুদ্রের মাঝের দ্বীপগুলিতে ছড়িয়ে পড়ে আছে, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনবেন।


হে আমার প্রজাবৃন্দ, ভীত হয়ো না তোমরা, ভয়ে হয়ো না বিচলিত হে ইসরায়েল। সুদূর দেশান্তর থেকে আমি উদ্ধার করে আনব তোমাদের, সেই দেশ থেকে যেখানে তোমরা বন্দী হয়ে আছ। তোমরা আবার ফিরে আসবে আপন গৃহে, শান্তিতে করবে বাস। নিরাপদ হবে তোমরা, আর কেউ তোমাদের ভয় দেখাবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন