Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মীখা 4:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 হে জেরুশালেম, হে সিয়োনদুহিতার শৈলপীঠ, যেখান থেকে ঈশ্বর তাঁর মেষপালের প্রতিদৃষ্টি রাখেন, তোমার পূর্বকালের আধিপত্য, জেরুশালেম-কন্যার রাজত্ব অবশ্যই আবার ফিরে আসবে তোমার হাতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আর হে পালের উচ্চগৃহ, হে সিয়োন-কন্যার পাহাড়, তোমার কাছে রাজ্য আসবেই আসবে, হ্যাঁ, পূর্বকালীন কর্তৃত্ব, জেরুশালেম-কন্যার রাজ্য আসবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 আর তুমি, হে পালের দুর্গ, সিয়োন-কন্যার দুর্গ, আগের রাজ্য তোমাকে ফিরিয়ে দেওয়া হবে; জেরুশালেমের কন্যার উপর রাজপদ অধিষ্ঠিত হবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর হে পালের দুর্গ, হে সিয়োন-কন্যার গিরি, তোমারই কাছে [রাজ্য] আসিবেই আসিবে, হাঁ, পূর্ব্বকালীন কর্ত্তৃত্ব, যিরূশালেম-কন্যার রাজ্য আসিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তোমরা, যারা পালকসকলের দূর্গ, তোমাদের সময় আসবে। সিয়োনের পাহাড় ওফেল, তুমিই আবার কর্তৃত্বকারীর আসন হয়ে উঠবে। হ্যাঁ, আগেকার মতো জেরুশালেমই আবার রাজত্বের স্থান হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আর তোমরা, যারা মেষপালের দূর্গ, যারা সিয়োনের কন্যার উপগিরি, তোমার কাছে এটা আসবে, সেই পুরানো শাসন আসবে, যিরুশালেমের কন্যার রাজত্ব আসবে।

অধ্যায় দেখুন কপি




মীখা 4:8
23 ক্রস রেফারেন্স  

বহুকাল আগে তোমাদের যে রকম শাসনকর্তা ও পরামর্শদাতা ছিল, সেই রকম শাসনকর্তা ও পরামর্শদাতা আমি তোমাদের দেব। তখন ‘জেরুশালেম ধর্মনিষ্ঠ সজ্জনের নগরী’ বলে আবার আখ্যাত হবে।


আমি বিনষ্ট করব ইফ্রয়িমের রথ, উচ্ছিন্ন করব জেরুশালেমের অশ্ববাহিনী, ভেঙ্গে ফেলব যুদ্ধের ধনুর্বাণ। সর্বজাতির মাঝে আমি স্থাপন করব শান্তি, সাগর থেকে সাগরে মহানদী থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত বিস্তৃত হবে আমার আধিপত্য।


রাত্রি হবে না সেখানে। তাই প্রদীপপ কিম্বা সূর্যালোকের প্রয়োজন তাদের হবে না। কারণ প্রভু পরমেশ্বরই হবেন তাদের দীপ্তি, আর তারা চিরকাল রাজত্ব করবে।


হে আশাদীপ্ত নির্বাসিত বন্দীদল ফিরে এস তোমাদের দুর্গের আশ্রয়ে, আমি আজ ঘোষণা করছি, তোমাদের দ্বিগুণ ক্ষতিপূরণ করব আমি।


জেরুশালেমের বিজয়ী নায়কেরা ইদোমকে পদানত করে তার উপর প্রতিষ্ঠা করবে তাদের কর্তৃত্ব এবং প্রভু পরমেশ্বরই হবেন রাজ্যের অধীশ্বর।


পরে যাকোব সেখান থেকে মিগ্‌দলের ওপারে গিয়ে শিবির স্থাপন করলেন।


সমস্ত প্রশাসন, আধিপত্য, প্রভাব ও প্রভুত্বের ঊর্ধ্বে, ইহলোকে এমন কি পরলোকেও উল্লেখযোগ্য সকল নাম ও উচ্চপদের উপরে তাঁকে প্রতিষ্ঠিত করেছেন।


তারপর যীশু লোকদের একটি উপাখ্যান বলতে আরম্ভ করলেনঃ এক ব্যক্তি একটি দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে তার চারদিকে বেড়া দিয়ে ঘিরে দিলেন। দ্রাক্ষামাড়াই করার জন্য একটা কুণ্ড তৈরী করলেন এবং সেখাএ একটি চৌকিঘর তৈরী করলেন। তারপর চাষীদের সেটা বিলি করে দিয়ে বিদেশে চলে গেলন।


এই সব রাজাদের রাজত্বের সময়ে স্বর্গমর্ত্যের অধীশ্বর এমন একটি রাজ্যের প্রতিষ্ঠা করবেন যে রাজ্য কেউ কোনদিন ধ্বংস করতে পারবে না বা কারও অধিকারে যাবে না কিন্তু এই সাম্রাজ্য ঐ সমস্ত রাজ্যকে নিঃশেষে ভেঙ্গে গুড়িয়ে দেবে আর নিজে হবে চিরস্থায়ী।


কিন্তু দাউদ তাদের সিয়োনের দুর্গ অধিকার করে নিলেন। তখন থেকে এর নাম হল ‘দাউদ নগর’।


যাকোবকুল করবে তাদের পদানত, নগরের অবশিষ্ট লোকদের করবে সংহার।


আর একটি উপখ্যান শোন। একজন ভূস্বামী একটি দ্রাক্ষাকুঞ্জ তৈরী করলেন। তার চারপাশে বেড়া দিয়ে দিলেন। দ্রাক্ষা মাড়াই করার জন্য একটি কুণ্ড তৈরী করলেন এবং সেখানে একটি উঁচু চৌকিঘর তৈরী করলেন। তারপর জমিটা চাষীদের বিলি করে দিয়ে তিনি বিদেশে বেড়াতে গেলেন।


কিন্তু প্রভু পরমেশ্বরের আপনজনেরা শাসনক্ষমতার অধিকারী হবে আর সে অধিকার থেকে তারা কোনদিন বঞ্চিত হবে না।


সেই ভূমি খনন করে তুলে ফেললেন তিনি সমস্ত পাথর, রোপণ করলেন উৎকৃষ্ট দ্রাক্ষালতা। নির্মাণ করলেন সেখানে উচ্চ এক প্রহরা গৃহ, তৈরী করলেন দ্রাক্ষাদলনের কুণ্ডও। উৎকৃষ্ট দ্রাক্ষাফলের আশায় ছিলেন তিনি, গাছে ফল ধরল, কিন্তু সে ফল হল টক।


শত্রুরা এখন নোব শহরে অবস্থান করছে। সেখান থেকে তারা সিয়োন পর্বতের দিকে, জেরুশালেমের দিকে মুষ্টি আন্দোলন করছে।


সেই পুরীর দুর্গশ্রেণীর মাঝে তিনিই আমাদের নিরাপদ আশ্রয়, প্রকাশ করেছেন ঈশ্বর আপনার এই পরিচয়।


তুমিই আমার আশ্রয়, শত্রুদের বিপক্ষে তুমিই আমার সুদৃঢ় দুর্গ।


হে যাকোবকুল, আমি নিশ্চয় তোমাদের সকলকে সমবেত করব, ইসরায়েলকুলের অবশিষ্ট লোকদের আমি অবশ্যই করব সংগ্রহ। গোষ্ঠ থেকে ফেরা পশুদের মত আমি তোমাদের একত্র করব, চারণভূমির মেষপালের মতই তোমরা বহুসংখ্যক হয়ে কোলাহল মুখর হয়ে উঠবে।


উষয়ের পুত্র পালল কোণের দিকের বিপরীতে রক্ষীদের গৃহের প্রাঙ্গণের কাছে উপরের প্রাসাদের বাইরে দুর্গ পর্যন্ত মেরামত করেছিলেন। তাঁর পরে পারোশের পুত্র পদায়


হে নগরতোরণ, উন্নত কর শির, উন্মুক্ত হও হে সুপ্রাচীন দ্বার প্রবেশ করবেন মহামহিম রাজা।


সুগোল মসৃণ মরালগ্রীবা তব দাউদের অস্ত্রসৌধের মিনারের মত, সুশোভিত সহস্র পদকখচিত রত্নহারে।


ওগো সিয়োনদুহিতা, মহোল্লাস কর, জয়ধ্বনি কর ওগো জেরুশালেম কন্যা। ঐ দেখ, তোমার অধিরাজ আসছেন তোমার কাছে যুদ্ধে হয়েছেন তিনি বিজয়ী। তিনি নত-নম্র, গর্দভপৃষ্ঠে আসীন ভারবাহী পশুশাবক তাঁর বাহন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন