মীখা 4:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)4 তারা নিশ্চিন্তে বসবাস করবে নিজেদের দ্রাক্ষাকুঞ্জ ও ডুমুর গাছের মাঝে, কেউ তাদের ভীতি প্রদর্শন করবে না, কারণ সর্বাধিপতি প্রভু পরমেশ্বর স্বয়ং বলেন এ কথা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কিন্তু প্রত্যেকে নিজ নিজ আঙ্গুরলতার ও নিজ নিজ ডুমুর গাছের তলে বসবে; কেউ তাদেরকে ভয় দেখাবে না; কেননা বাহিনীগণের মাবুদের মুখ এই কথা বলেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষালতার ও নিজেদের ডুমুর গাছের নিচে বসবে, এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কিন্তু প্রত্যেকে আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুরবৃক্ষের তলে বসিবে; কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না; কেননা বাহিনীগণের সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রত্যেকটি লোক তার দ্রাক্ষা এবং ডুমুর গাছের নীচে বসবে। কেউ তাদের ভয় দেখাবে না। কেন? কারণ, সর্বশক্তিমান প্রভু বলেছেন এমনটাই ঘটবে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 বরং, তারা প্রত্যেকে নিজের নিজের আঙ্গুর গাছের এবং ডুমুর গাছের তলায় বসবে। কেউ তাদের ভয় দেখাবে না, কারণ বাহিনীগনের সদাপ্রভুর মুখ এমনটাই বলেছেন। অধ্যায় দেখুন |
হিষ্কিয়ের কথায় কান দিও না! আসিরিয়ার সম্রাটের আদেশ, তোমরা সকলে নগর থেকে বার হয়ে এসে আত্মসমর্পণ কর। যতদিন না সম্রাট এই দেশেরই মত একটি দেশে তোমাদের বসতি করান, সেখানে এখানকার মতই সুফলা দ্রাক্ষা কুঞ্জ ও শস্যক্ষেত্র আছে, যা থেকে তোমরা সুরা ও রুটি পাবে, ততদিন তোমাদের সকলকেই নিজেদের দ্রাক্ষাকুঞ্জের ফল, গাছের ডুমুর ও কূপের জল পান করার অনুমতি দেওয়া হবে।