Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মীখা 4:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 ওগো সিয়োনদুহিতা, তোমাকে এখন প্রসূতি নারীর মতই যন্ত্রণাভোগ করতে হবে, এখন নগর পরিত্যাগ করতে হবে তোমাকে, বাস করতে হবে উন্মুক্ত প্রান্তরে। তোমাকে যেতে হবে ব্যাবিলনে, সেখানে তুমি উদ্ধার পাবে, প্রভু পরমেশ্বর তোমাকে সেখানেই মুক্ত করবেন শত্রুদের কবল থেকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 হে সিয়োন-কন্যা তুমি প্রসবকারিণীর মত ব্যথা ভোগ কর, কোঁকাও ও ছটফট কর; কেননা এখন তোমাকে নগর ছেড়ে মাঠে বাস করতে ও ব্যাবিলন পর্যন্ত যেতে হবে; সেখানে তুমি উদ্ধার পাবে; সেখানে মাবুদ তোমাকে তোমার দুশমনদের হাত থেকে মুক্ত করবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 হে সিয়োন-কন্যা, নিদারুণ যন্ত্রণায় কাতর হও, প্রসব ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মতো, কারণ এখন তোমাকে নগর ত্যাগ করে খোলা মাঠে বাস করতে হবে। তুমি ব্যাবিলনে যাবে; সেখানে তুমি উদ্ধার পাবে। সদাপ্রভু সেখানেই তোমাকে মুক্ত করবেন তোমার শত্রুদের হাত থেকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 হে সিয়োন-কন্যা তুমি প্রসবকারিণীর ন্যায় ব্যথা খাও, কোঁতাও; কেননা এখন তোমাকে নগর ছাড়িয়া মাঠে বাস করিতে ও বাবিল পর্য্যন্ত যাইতে হইবে; সেখানে তুমি উদ্ধার পাইবে; সেখানে সদাপ্রভু তোমাকে তোমার শত্রুগণের হস্ত হইতে মুক্ত করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 সিয়োন কন্যা, যন্ত্রণা অনুভব কর। তোমার শিশুকে জন্ম দাও। তোমাদের অবশ্যই এই শহরের (জেরুশালেম) বাইরে যেতে হবে। তোমাদের মাঠে বাস করতে হবে। আমি বলতে চাইছি তোমরা বাবিলে যাবে। কিন্তু তোমরা ঐ জায়গা থেকে রক্ষা পাবে। প্রভু সেখানে যাবেন এবং তোমাদের উদ্ধার করবেন। তিনি তোমাদের শত্রুদের কাছ থেকে দুরে নিয়ে যাবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 হে সিয়োন কন্যা, কষ্টে থাক এবং জন্ম দেওয়ার জন্য পরিশ্রম কর, প্রসবকারী মহিলার মত। কারণ এখন তুমি শহরের বাইরে যাবে, মাঠে বাস করবে এবং বাবিলে যাবে। সেখানে তুমি উদ্ধার পাবে। সেখানে সদাপ্রভু তোমায় উদ্ধার করবে তোমার শত্রুদের হাত থেকে।

অধ্যায় দেখুন কপি




মীখা 4:10
27 ক্রস রেফারেন্স  

চলে যাও তোমরা ব্যাবিলন থেকে তোমরা মুক্ত, স্বাধীন! মহোল্লাসে উচ্চকন্ঠে জানাও এ সংবাদ, কর সর্বত্র ঘোষণা—প্রভু পরমেশ্বর তাঁর দাস ইসরায়েলকে করেছেন উদ্ধার!


ইসরায়েল বাঁচতে পারত, কিন্তু মূর্খের মত সে সুযোগ নষ্ট করেছে যেমন প্রসব বেদনার সময়ে সন্তান মাতৃজঠর পরিত্যাগ করতে চায় না।


দেখ, সেইজন্য আমি তাকে প্রলুব্ধ করে প্রান্তরে নিয়ে যাব, কথা বলব তার মনের মতন করে,


আমিই সাইরাসকে প্রেরণা দিয়ে করে তুলেছি কর্মচঞ্চল আমারই উদ্দেশ্য সাধনে, সবাইকে আনবে সে সঠিক পথে, আমি সমতল করে দেব তার চলার পথ। পুনর্নির্মাণ করবে সে আমার নগরী জেরুশালেম। করবে মুক্তিদান আমার প্রজাদের, এর জন্য কেউ তাকে দেয় নি উৎকোচ অথবা দেয় নি তাকে কোন মূল্য, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন একথা।


ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, যিনি তোমায় উদ্ধার করেন, তিনি বলেন, তোমাকে উদ্ধার করার জন্য ব্যাবিলনের বিরুদ্ধে আমি প্রেরণ করব আমার সৈন্যদল, ভেঙ্গে ফেলব নগর-তোরণদ্বার নগরবাসীর আনন্দধ্বনি পরিণত হবে ক্রন্দন ধ্বনিতে।


তোমার বংশধরদের কয়েক জনকে বন্দী করে নিয়ে যাওয়া হবে। তারা হবে ব্যাবিলনের আর প্রাসাদের খোজা ভৃত্য।


কিন্তু সেই নারীকে বিরাট ঈগল পাখির দুই ডানা দেওয়া হল যেন সে প্রান্তরে তার জন্য নির্দিষ্ট স্থানে উড়ে যেতে পারে, সেখানে দানবের কবল থেকে দূরে সানে তিন বৎসর প্রতিপালিত হতে পারে।


কিন্তু ইসরায়েলীরা সংখ্যায় সাগরতীরের বালুকারাশির মত হবে, যার পরিমাণ নির্দিষ্ট করা যায় না, সংখ্যাও গণনা করা যায় না। তাদের সম্বন্ধে যেমন বলা হয়েছিল, তোমরা আমার প্রজা নও, তার বদলে তেমনি তাদের বলা হবে, ‘জাগ্রত ঈশ্বরের সন্তান।’


দুর্জন ও হিংসাপরায়ণ লোকদের হাত থেকে আমি তোমাকে উদ্ধার করব। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


বিদ্বেষীদের হাত থেকে তিনি উদ্ধার করলেন তাদের, মুক্ত করলেন শত্রুদের কবল থেকে।


অবশিষ্ট লোকদের তিনি বন্দী করে ব্যাবিলনে নিয়ে গেলেন। সেখানে তারা ক্রীতদাসরূপে রাজার ও তাঁর পরিবারের সকলের সেবা করতে লাগল। যতদিন না পারস্য সাম্রাজ্যের অভ্যুথ্থান হয় ততদিন এই অবস্থা চলতে লাগল।


সুতরাং প্রভু পরমেশ্বর আসিরিয়ার সেনাপতিদের দিয়ে যিহুদীয়া আক্রমণ করে অধিকার করালেন। তারা মনঃশিকে বন্দী করে হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেল।


ব্যাবিলনীয়রা নগরের চারিদিক ঘিরে রাখা সত্ত্বেও নগরের সৈন্যরা রাজার সঙ্গে রাতের অন্ধকারে প্রাচীর ভেঙ্গে পালিয়ে গেল। রাজোদ্যানের পথে দুই প্রাচীরের মাঝখানের দ্বার দিয়ে তারা জর্ডন উপত্যকার দিকে পালাল।


তোমরা, যাদের আমি ব্যাবিলনে পাঠিয়েছি, শোন, আমি প্রভু পরমেশ্বর যা বলছি।


এবং শহর ও দুর্গসমূহ দখল করে নেবে। সেদিন তার যোদ্ধৃবর্গ ভয়ার্ত হয়ে উঠবে প্রসব বেদনাতুরা নারীর মত।


রাজার আদেশে তাদের নির্মম কশাঘাতের পর হত্যা করা হয়। এইভাবে যিহুদীয়ার অধিবাসীদের দেশ থেকে নির্বাসনে নিয়ে যাওয়া হল।


এই কারণে প্রসববেদনাতুরা নারীর সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তিনি ইসরায়েলকে তুলে দেবেন অন্যের হাতে। পরে তার অবশিষ্ট নির্বাসিত ভ্রাতৃবৃন্দফিরে আসবে ইসরায়েলীদের কাছে।


পারস্য সম্রাট সাইরসের আদেশ, স্বর্গের ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাকে সারা পৃথিবীর শাসনকর্তা করেছেন এবং যিহুদীয়ার জেরুশালেম নগরীতে তাঁর জন্য একটি মন্দির নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন। অতএব, তোমরা যারা ঈশ্বরের প্রজা, তারা সেখানে ফিরে যাও। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে থাকুন।


আমি শুনলাম প্রসবকাতরা নারীর ক্রন্দন, দুঃসহ ব্যথায় আতুর এক রমণীর আর্ত চীৎকার, যে তার সন্তানকে পৃথিবীর আলোয় আনছে। এ ক্রন্দনধ্বনি জেরুশালেমের, শ্বাসরোধ হয়ে আসছে তার, দুহাত বাড়িয়ে সে বলছে, ‘আমি শেষ হয়ে গেলাম! ওরা আসছে আমাকে হত্যা করতে।’


ইউফ্রেটিস নদীর তীরে যাও এবং পাথরের খাঁজে-গর্তে ওগুলি লুকিয়ে রাখ।


প্রভু পরমেশ্বর বলেনঃ তুমি, হে বেথলেহেম-এফ্রাথা, যিহুদাকুলে যদিও তুমি অতি ক্ষুদ্র, তবু তোমার মধ্যে থেকেই আমি আবির্ভাব ঘটাব ইসরায়েলের এক ভাবী অধিপতির, সুদূর অতীতে উদ্ভব হয়েছিল যার বংশধারা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন