Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মীখা 3:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 সেই সময় আগতপ্রায় যখন তোমরা আর্তনাদ করবে প্রভু পরমেশ্বরের কাছে, কিন্তু তিনি সাড়া দেবেন না তোমাদের ডাকে। তোমাদের প্রার্থনায় তিনি কর্ণপাত করবেন না, কারণ তোমাদের কার্যকলাপ সকলই মন্দ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 সেই সময়ে তারা মাবুদের কাছে কান্নাকাটি করবে, কিন্তু তিনি তাদেরকে উত্তর দেবেন না; বরং তারা যেমন নিজেদের ব্যবহার দ্বারা দুষ্কর্ম করেছে, তেমনি তিনি সেই সময়ে তাদের থেকে আপন মুখ লুকাবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে, কিন্তু তিনি উত্তর দেবেন না। সেই সময় তিনি তাঁর মুখ তাদের থেকে ফিরিয়ে রাখবেন কেননা তারা মন্দ কাজ করেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সেই সময়ে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিবে, কিন্তু তিনি তাহাদিগকে উত্তর দিবেন না; বরং তাহারা যেমন আপনাদের ব্যবহারে দুষ্ক্রিয়া করিয়াছে, তেমনি তিনি সেই সময়ে তাহাদের হইতে আপন মুখ লুকাইবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 সেইজন্য তোমরা প্রভুর কাছে প্রার্থনা করতে পারে; কিন্তু তিনি তোমাদের উত্তর দেবেন না। না, প্রভু তোমাদের কাছ থেকে তাঁর মুখ লুকোবেন। কিন্তু কেন? কারণ তোমরা অন্যায় কাজ করছ!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তখন তোমরা শাসকেরা সদাপ্রভুর কাছে কাঁদবে, কিন্তু তিনি তোমাদের উত্তর দেবেন না। সেই দিনের তিনি তার মুখ তোমাদের থেকে লুকিয়ে রাখবেন, কারণ তোমরা মন্দ কাজ করেছ।”

অধ্যায় দেখুন কপি




মীখা 3:4
26 ক্রস রেফারেন্স  

তোমরা যখন প্রার্থনার সময় উপর দিকে হাত তুলবে, আমি তোমাদের দিকে তাকাব না। তোমরা যত প্রার্থনাই কর না কেন, আমি তোমাদের প্রার্থনা শুনব না, কারণ তোমাদের হাত রক্তে রঞ্জিত।


তখন তোমরা সকলে মিলে আমাকে ডাকবে, কিন্তু আমি সাড়া দেব না, সকলে আমায় খুঁজবে কিন্তু পাবে না আমার সন্ধান।


কিন্তু এবার তারা বুঝতে বাধ্য হবে, আমার ক্রোধ কী ভয়াবহ! আমি তাদের কাউকে রেহাই দেব না, দয়া করব না। তারা যতই আর্তনাদ করে আমার কাছে প্রার্থনা করুক না কেন, আমি তাদের কোন প্রার্থনাই শুনব না।


তারা সাহায্যের জন্য আর্তনাদ করে ওঠে, কিন্তু তাদের রক্ষা করার কেউ থাকে না। তারা ডাকে প্রভু পরমেশ্বরকে কিন্তু তিনিও দেন না সাড়া।


কারণ যে দয়া করেনি, বিচারে সে দয়া পাবে না। বিচারকালে দয়াধর্ম অগ্রাধিকার পাবে।


সেই দিনটি যখন আসবে তখন অনেকেই আমাকে বলবে ‘প্রভু, তোমার নাম নিয়ে আমরা তো অনেক ভাবোক্তি করেছি, তোমার নাম নিয়ে আমরা অপদেবতা তাড়িয়েছি এবং কত অলৌকিক কাজ সম্পন্ন করেছি।’


কিন্তু দুষ্টলোকদের পতন হবে। তারা অন্যের প্রতি যা করেছে, এবার তাদের প্রতিও তাই-ই করা হবে।


ঈশ্বর পাপীর কথা শোনেন না, এ তো সাধারণ জ্ঞানের কথা। তাঁর ভক্ত এবং তাঁর ইচ্ছা যারা পালন করে তাদের কথাই তিনি শোনেন।


বাড়ির কর্তা দরজা বন্ধ করে দেওয়ার পর তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় ঘা দিয়ে বলবে, ‘প্রভু দরজা খুলে দিন’ কিন্তু তিনি বলবেন, ‘তোমরা কোথা থেকে এসেছ, আমি জানি না।’


তিনি বলেছেন, আমার ডাকে ওরা যেমন সাড়া দেয়নি তেমনি আমিও ওদের ডাকে সাড়া দিইনি।


নবীরা মিথ্যা ছাড়া কিছু বলে না, পুরোহিতেরা তাদের সঙ্গে হাত মিলিয়ে চলে, আর আমার প্রজারা তার কোন প্রতিবাদই করে না। কিন্তু সেই অন্তিম দিনে তারা কি করবে?


যে ঐশ্বরিক বিধান মেনে চলে না তার প্রার্থনা ঈশ্বরের কাছে ঘৃণ্য।


যে রাজাকে তোমরা মনোনীত করবে তারই জন্য সেদিন তোমরা হাহাকার করবে, কিন্তু প্রভু পরমেশ্বর সেদিন তোমাদের ডাকে সাড়া দেবেন না।


সে যখন সঙ্কটে পড়ে ঈশ্বর কি তার আর্তনাদ শোনেন?


ঈশ্বর অসার ক্রন্দনে সাড়া দেন না, সর্বশক্তিমান তা গ্রাহ্য করেন না।


কাজেই এখন আমি প্রভু পরমেশ্বর তাদের সাবধান করে দিচ্ছি, আমি তাদের ধ্বংস করতে উদ্যত হয়েছি, এর থেকে তাদের নিষ্কৃতি নেই। যখন তারা আমার কাছে সাহায্যের জন্য কাঁদবে, আমি শুনব না তাদের কান্না।


ওরা যদি উপবাস করে, তবু আমি ওদের আবেদনে সাড়া দেব না। এমন কি, ওরা যদি আমার কাছে হোমবলি ও শস্য উৎসর্গও করে, তবু আমি ওদের নৈবেদ্য গ্রাহ্য করব না। তার পরিবর্তে যুদ্ধ, অনাহার ও মহামারীতে আমি নিধন করব ওদের।


দিব্যদর্শীরা লজ্জায় হবে অধোমুখ, দৈবজ্ঞেরা হবে অপদস্থ। তারা লজ্জায় ঢেকে রাখবে তাদের মুখ, কিন্তু ঈশ্বর থাকবেন নিরুত্তর, কারণ এদের দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতি তিনি পূর্ণ করবেন না।


কিন্তু তোমার অধিবাসীদের দোষে এবং তাদের কর্মফলে পৃথিবী হবে মরুভূমি সদৃশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন