Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মীখা 1:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 হে শফির নিবাসী লোকেরা, বসনভূষণহীন হয়ে লজ্জায় আনত শিরে তোমাদের যেতে হবে নির্বাসনে। সাননের অধিবাসীরা, তোমরা শহরের বাইরে বেরিও না, বেৎ-এৎসলের মানুষের হাহাকার ধ্বনি শোন, জেনো, সেখানেও কোন আশ্রয় নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 এহুদার বাদশাহ্‌ যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে মাবুদের এই কালাম মোরেষ্টীয় মিকাহ্‌র উপর নাজেল হল; তিনি সামেরিয়া ও জেরুশালেমের বিষয় এই দর্শন পেলেন। হে শাফীর-নিবাসীনী, তুমি উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও; সানন-নিবাসীনী বাইরে যেতে পারে না; বৈৎ-এৎসলের মাতম তোমাদের থেকে তার অবলম্বন হরণ করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 হে শাফীরের বাসকারী লোকেরা, তোমরা উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও। যারা সাননে বাস করে তারা বের হয়ে আসতে পারবে না। বেথ-এৎসল শোক করছে; সে আর তোমাদের পক্ষে দাঁড়াবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 হে শাফীর-নিবাসিনি, তুমি নগ্না ও লজ্জিতা হইয়া চলিয়া যাও; সানন-নিবাসিনী বাহিরে যাইতে পারে না; বৈৎ-এৎসলের বিলাপ তোমাদের হইতে তাহার অবলম্বন হরণ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 শাফীরে বসবাসকারী তোমরা নগ্ন ও লজ্জিত অবস্থায় রাস্তা পার হও। সাননে বসবাসকারী লোকেরা বাইরে আসবে না। বৈৎ‌-এৎ‌সলের শোক বিগ্রহ তোমাদের কাছ থেকে তার সম্মান নিয়ে নেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 শাফীর বাসীরা উলঙ্গ এবং লজ্জিত অবস্থায় চলে যাও। সানন বাসীরা বেরিয়ে এসো না। বৈৎ-এৎসলের বিলাপ, কারণ তাদের সুরক্ষা নিয়ে নেওয়া হয়েছে।

অধ্যায় দেখুন কপি




মীখা 1:11
12 ক্রস রেফারেন্স  

আসিরিয়ার সম্রাট এই দুই দেশ থেকে বন্দীদের বিবস্ত্র অবস্থায় নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ সকলকেই নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় পথ চলতে হবে, তাদের অনাবৃত নিতম্ব মিশরের লজ্জার কারণ হবে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেনঃ দেখ, আমি তোমার প্রতি বিরূপ, আমি তোমার আবরণ খসিয়ে দেব, সর্বজাতির সামনে প্রকাশ করে দেব তোমার নগ্নতা।


তখন নবী মীখা বললেনঃ এইজন্যই আমি বিলাপ ও হাহাকার করব, বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াব নগ্নপদে। আমি বিলাপ করব শৃগালের মত, পেচকের মত ক্রন্দনধ্বনি করব,


তোমার প্রতি অদম্য ঘৃণায় তারা তোমায় এতদিনের উপার্জিত যাবতীয় সম্পদ কেড়ে নেবে এবং তোমায় বিবস্ত্রা করে তোমার বারাঙ্গনার স্বরূপ প্রকাশ করে দেবে।


এই জন্য আমি তোমার পূর্ব প্রণয়ীদের —যাদের তুমি ভালবাসতে এবং যাদের তুমি ঘৃণা করতে—সকলকে একত্র করে নিয়ে আসব। তারা তোমাকে ঘিরে থাকবে, আর তখনই আমি তোমার বস্ত্র হরণ করব, সবার সামনে প্রকাশ করে দেব তোমার নগ্নতা।


মোয়াবের জন্য স্থাপন কর একটি সমাধিফলক! কারণ এ দেশ ধ্বংস হয়ে যাবে অচিরেই, এর শহর-নগর পরিত্যক্ত হবে ধ্বংসস্তূপের মাঝে, সেখানে আর বাস করবে না কেউ।


তারা বলে, শীঘ্র প্রাণ নিয়ে পালাও, দৌড়াও মরুভূমির বন্য গর্দভের মত!


যদি তুমি জিজ্ঞাসা কর কেন তোমার উপর এসব ঘটল, কেন তোমায় বিবস্ত্রা করা হল, কেন তুমি ধর্ষিতা হলে—তাহলে বলব, এসব ঘটেছে তোমার সাংঘাতিক পাপের জন্য।


তারা নীড়হারা পাখির মত অর্ণোন নদীতীরে বিপর্যস্তভাবে উড়ে বেড়াচ্ছে।


সনান, হদাশা, মিগদল-গাদ, দিলিয়ন,


তখন তোমরা সেই উপত্যকা দিয়ে পালিয়ে যাবে। যিহুদীয়ার রাজা উৎসিয়ের আমলে ভূমিকম্পের সময় যেভাবে তোমাদের পূর্বপুরুষেরা পালিয়েছিল, সেইভাবেই তোমরা পালিয়ে যাবে। তখন আমার প্রভু পরমেশ্বর তাঁর পবিত্র বাহিনী সঙ্গে নিয়ে আবির্ভূত হবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন