মীখা 1:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)11 হে শফির নিবাসী লোকেরা, বসনভূষণহীন হয়ে লজ্জায় আনত শিরে তোমাদের যেতে হবে নির্বাসনে। সাননের অধিবাসীরা, তোমরা শহরের বাইরে বেরিও না, বেৎ-এৎসলের মানুষের হাহাকার ধ্বনি শোন, জেনো, সেখানেও কোন আশ্রয় নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 এহুদার বাদশাহ্ যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে মাবুদের এই কালাম মোরেষ্টীয় মিকাহ্র উপর নাজেল হল; তিনি সামেরিয়া ও জেরুশালেমের বিষয় এই দর্শন পেলেন। হে শাফীর-নিবাসীনী, তুমি উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও; সানন-নিবাসীনী বাইরে যেতে পারে না; বৈৎ-এৎসলের মাতম তোমাদের থেকে তার অবলম্বন হরণ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 হে শাফীরের বাসকারী লোকেরা, তোমরা উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও। যারা সাননে বাস করে তারা বের হয়ে আসতে পারবে না। বেথ-এৎসল শোক করছে; সে আর তোমাদের পক্ষে দাঁড়াবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 হে শাফীর-নিবাসিনি, তুমি নগ্না ও লজ্জিতা হইয়া চলিয়া যাও; সানন-নিবাসিনী বাহিরে যাইতে পারে না; বৈৎ-এৎসলের বিলাপ তোমাদের হইতে তাহার অবলম্বন হরণ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 শাফীরে বসবাসকারী তোমরা নগ্ন ও লজ্জিত অবস্থায় রাস্তা পার হও। সাননে বসবাসকারী লোকেরা বাইরে আসবে না। বৈৎ-এৎসলের শোক বিগ্রহ তোমাদের কাছ থেকে তার সম্মান নিয়ে নেবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 শাফীর বাসীরা উলঙ্গ এবং লজ্জিত অবস্থায় চলে যাও। সানন বাসীরা বেরিয়ে এসো না। বৈৎ-এৎসলের বিলাপ, কারণ তাদের সুরক্ষা নিয়ে নেওয়া হয়েছে। অধ্যায় দেখুন |