Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মালাখি 2:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমরা যদি মনে প্রাণে আমার নামের মর্যাদা না দাও, আমার কথা না শোন তাহলে আমি তোমাদের উপর অভিশাপ বর্ষণ করব, তোমাদের ধন-জন, শ্রী-সম্পদ সব যাবে। বাস্তবিক, সে অভিশাপ এরই মধ্যে তোমাদের উপর ফলতে শুরু করেছে কারণ তোমরা আমার কথায় কান দাওনি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 বাহিনীগণের মাবুদ বলেন, যদি আমার নামের মহিমা স্বীকার করার জন্য তোমরা কথা না শোন ও মনোযোগ না কর, তবে আমি তোমাদের উপরে বদদোয়া প্রেরণ করবো ও তোমাদের দোয়ার পাত্র সকলকে বদদোয়া দেব; বাস্তবিক আমি সেসব লোককে বদদোয়া দিয়েছি, কেননা তোমরা মনোযোগ দাও না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 যদি তোমরা না শোনো এবং যদি তোমরা আমার নামের মহিমা করতে মনস্থ না করো,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “আমি তোমাদের ওপর অভিশাপ পাঠাব, ও তোমাদের সকল আশীর্বাদকে অভিশাপ দেব। হ্যাঁ, আমি সেই সবকিছুকে ইতিমধ্যে অভিশাপ দিয়েছি, কারণ তোমরা আমার নামের মহিমা করতে মনস্থ করোনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 বাহিনীগণের সদাপ্রভু কহেন, যদি আমার নামের মহিমা স্বীকার করিবার জন্য তোমরা কথা না শুন, ও মনোযোগ না কর, তবে আমি তোমাদের উপরে অভিশাপ প্রেরণ করিব, ও তোমাদের আশীর্ব্বাদের পাত্র সকলকে শাপ দিব; বাস্তবিক আমি সে সমস্তকে শাপ দিয়াছি, কেননা তোমরা মনোযোগ কর না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 যদি তোমরা এর অবাধ্য হও এবং আমাকে সম্মান করার এই প্রয়োজনীয় ব্যাপারটিকে যদি গুরুত্ব না দাও তবে আমি তোমাদের বিরুদ্ধে অভিশাপ পাঠাব, সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। তোমরা আশীর্বাদ দিলে আমি তা অভিশাপে পরিণত করব, আর আমি তাদের অভিশাপ দিয়েছি কারণ তোমরা এই বিষয়টার ওপর গুরুত্ব দাও না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “যদি আমার নামের মহিমা মেনে নেবার জন্য তোমরা কথা না শোন ও মনোযোগ না দাও,” বাহিনীগণের সদাপ্রভু বলেন, “তবে তোমাদের ওপরে অভিশাপ দেব, তোমাদের আশীর্বাদকে অভিশাপে পরিণত করব; প্রকৃত পক্ষে, ইতিমধ্যেই আমি তাদেরকে অভিশাপ দিয়েছি, কারণ তোমরা আমার আদেশ হৃদয়ে গ্রহণ করনা।

অধ্যায় দেখুন কপি




মালাখি 2:2
31 ক্রস রেফারেন্স  

তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করেলন, “ঈশ্বরকে সম্ভ্রম কর, তাঁর মর্যাদা স্বীকার কর, কারণ তাঁর বিচাররে লগ্ন সমুপস্থিত। স্বপর্গ, মর্ত্য, সমুদ্র ও জলধির সমস্ত উৎসের স্রষ্টা যিনি তাঁরই আরাধনা কর।”


এই বিদেশী ছাড়া ঈশ্বরের প্রশংসা করার জন্য আর কাউকে কি পাওয়া গেল না?


ওদের ভোজসভা হোক ওদের ফাঁদস্বরূপ, নিরাপত্তা হোক ওদের শৃঙ্খল।


কেউ যদি প্রচার করতে চায় তবে সে ঈশ্বরের বাণীই প্রচার করুক। যে সেবা করতে চায়, সে ঈশ্বরের দেওয়া শক্তিতেই সেবা করুক। সর্ববিষয়ে যেন যীশু খ্রীষ্টের মাধ্যমেই ঈশ্বরের গৌরব হয়। সকল মহিমা ও পরাক্রম যুগে যুগে তাঁরই। আমেন।


অভিশপ্ত তোমরা কঠোর এক অভিশাপে। তোমরা, তোমাদের সমগ্র জাতি–সকলে আমাকে প্রতারণা করছ।


কিন্তু ইসরায়েলীরা কেউ শুনতে চাইবে না, তারা আমার কথাই শোনে নি। সবাই ওরা একগুঁয়ে, জেদী।


দারুণ দহনে মানুষ দগ্ধ হল। তারা তখন এইসব মারীর নিয়ন্তা ঈশ্বরের নিন্দা করতে লাগল, কিন্তু মন পরিবর্তন করে তাঁকে মর্যাদা দিল না।


তোমরা অনেক ফসল আশা করেছিলে, পেলে কিন্তু সামান্যই–আবার যেটুকু ঘরে তুলে আনলে তাও আমি উড়িয়ে দিলাম। এর কারণ কি? কারণ, আমার মন্দির যখন ধ্বংসস্তূপ হয়ে রয়েছে তখন তোমরা নিজেদের ঘরবাড়ি নিয়ে ব্যতিব্যস্ত।


অঢেল বীজ বুনেও যৎসামান্য ফসল তুলেছ? কেন তোমাদের খাওয়া-দাওয়া যথেষ্ট পরিমাণে হয় না, কেন তোমরা প্রয়োজনীয় পোষাকের সংস্থান করতে পার না? তোমাদের উপার্জন যেন শুধু ফুটো পাত্রে জল ঢালা।


তাই এখন, আমি প্রভু পরমেশ্বর বলছি, তোমরা আমার অবাধ্য হয়েছ, তোমাদের স্বজাতি ইসরায়েলী ক্রীতদাসদের মুক্তি দাওনি। বেশ, আমিও তোমাদের এমন স্বাধীনতা দেব, যে স্বাধীনতা হবে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীতে মরবার স্বাধীনতা। পৃথিবীর প্রত্যেকটি জাতিকে তোমাদের ভয়াবহ দুর্দশা দেখিয়ে কাঁপিয়ে তুলব।


প্রভু পরমেশ্বর বলেন, এইসব দেবতারা কারা যাদের ভয়ে তোমরা এত ভীত সন্ত্রস্ত এবং যার ফলে তোমরা আমার কাছে মিথ্যা কথা বল, তোমরা আমাকে ভুলে গেলে, মুছে ফেললে আমাকে তোমাদের মন থেকে? দীর্ঘদিন আমি নীরব রয়েছি বলেই কি আমাদে শ্রদ্ধা জ্ঞাপন করাও ছেড়ে দিলে?


ভেবেছিলে, তুমি চিরদিন থাকবে রাণী হয়ে, ভ্রূক্ষেপ করনি তাই এ সবের দিকে, অথবা, ভাব নি কখনও কি এর পরিণাম।


তাই তিনি তাঁর ভয়াবহ ক্রোধের আগুনে দগ্ধ করলেন আমাদের ভোগ করালেন প্রচণ্ড যুদ্ধের যন্ত্রণা। তাঁর ক্রোধ অগ্নির মত দগ্ধ করল সমগ্র ইসরায়েলকে কিন্তু আমরা জানলাম না কোনদিন এ ঘটনার কথা এ ঘটনা থেকে কোন শিক্ষাই আমরা পারলাম না গ্রহণ করতে।


যিহোশূয় তখন আখনকে বললন, বৎস, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মর্যাদা রাখ, আমার কাছে স্বীকার কর, তুমি কি করেছ, কিছুই গোপন করো না।


দুর্জনের নিবাসের উপরে থাকে প্রভুর অভিশাপ। কিন্তু ধার্মিকের গৃহে তিনি বর্ষণ করেন আশীর্বাদ।


হে যাজককুল শোন, তোমাদের প্রতি প্রভু পরমেশ্বরের এই নির্দেশ:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন