Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মালাখি 2:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে যাজককুল শোন, তোমাদের প্রতি প্রভু পরমেশ্বরের এই নির্দেশ:

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 এখন, হে ইমামেরা, তোমাদের প্রতি এই হুকুম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 “তবে এখন, যাজকেরা, তোমরা শোনো, এই সতর্কবাণী তোমাদেরই জন্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 এখন, হে যাজকগণ, তোমাদের প্রতি এই আজ্ঞা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 “এখন ওহে যাজকরা, এই নিয়ম তোমাদের জন্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 যাজকেরা, তোমাদের জন্য আমার এই আদেশ।

অধ্যায় দেখুন কপি




মালাখি 2:1
6 ক্রস রেফারেন্স  

সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যাজকদের বলেন, পুত্র পিতাকে ও ভৃত্য মনিবকে সম্মান করে। আমি যদি প্রভু হই তবে আমার প্রতি তোমাদের সম্ভ্রমবোধ কোথায়? আমি যদি পিতা হই তবে আমার সম্মান কোথায়? হে যাজকেরা, তোমরা আমার অবমাননা করছ। আবার তোমরাই বলছ, ‘কিসে আমরা তোমরা অবমাননা করেছি?’


‘হে যাজকসমাজ, ইসরায়েলকুল ওনৃপতিবৃন্দ, তোমরা শোন, কারণ এ দণ্ডাজ্ঞা তোমাদেরই। তোমরাই মিস্‌পাতে ফাঁদ পেতেছ,জাল বিস্তার করেছ তাবোর-এ।


তখন তুমি তাদের বলবে যে আমি, প্রভু পরমেশ্বর, এদেশের প্রতিটি মানুষকে আকণ্ঠ সুরা পান করাব যতক্ষণ না তারা মত্ত হয়ে ওঠে। দাউদের বংশোদ্ভূত রাজারা, পুরোহিতবর্গ, নবীকুল এবং জেরুশালেমের সমস্ত মানুষের আমি এই অবস্থা করব।


তাও একদিন হল সম্ভব, এর কারণ পাপ—জেরুশালেমের নবীদের পাপ, আর অনাচারী পুরোহিতকুলের পাপ, তারা বহু নিরীহ মানুষের প্রাণনাশ করেছেএই নগরীর বুকে।


পালে নিখুঁত পশু থাকা সত্ত্বেও যে প্রতারক পরমেশ্বরের উদ্দেশে মানত পূরণের জন্য খুঁতগ্রস্ত পশু উৎসর্গ করে, সে অভিশপ্ত হোক! কারণ আমি মহান রাজা, সর্বজাতি আমাকে সম্ভ্রম ও সমাদর করে।


তোমরা যদি মনে প্রাণে আমার নামের মর্যাদা না দাও, আমার কথা না শোন তাহলে আমি তোমাদের উপর অভিশাপ বর্ষণ করব, তোমাদের ধন-জন, শ্রী-সম্পদ সব যাবে। বাস্তবিক, সে অভিশাপ এরই মধ্যে তোমাদের উপর ফলতে শুরু করেছে কারণ তোমরা আমার কথায় কান দাওনি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন