Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মালাখি 1:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 নবী মালাখির মাধ্যমে ইসরায়েলের উদ্দেশে প্রভু পরমেশ্বরের ঘোষিত প্রত্যাদেশ:

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 মালাখির দ্বারা ইসরাইলের প্রতি মাবুদের কালামরূপ দৈববাণী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 একটি ভাববাণী: ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর বাক্য যা মালাখির মাধ্যমে দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 মালাখির দ্বারা ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর বাক্যরূপ ভারবাণী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 মালাখির মাধ্যমে ইস্রায়েলের প্রতি ঈশ্বরের এক ভাববাণীরূপ বার্তা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 মালাখির মাধ্যমে ইস্রায়েলের কাছে সদাপ্রভুর বাক্যের ঘোষণা।

অধ্যায় দেখুন কপি




মালাখি 1:1
9 ক্রস রেফারেন্স  

দিব্যদর্শনে প্রবক্তা নবী হবক্‌কুকের কাছে প্রভু পরমেশ্বরের এই বাণী প্রকাশিত হয়:


আমোসের পুত্র যিশাইয় ব্যাবিলন সম্বন্ধে এই প্রত্যাদেশ লাভ করলেন।


ইসরায়েল সম্পর্কে প্রভু পরমেশ্বরের ভবিষ্যদ্বাণী। প্রভু পরমেশ্বর যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং মানুষের অন্তরে আত্মা সৃষ্টি করেছেন, তিনিই বলেনঃ


হাদ্রাক দেশে, দামাস্‌কাসের উদ্দেশে প্রভু পরমেশ্বরের দৈববাণী হল, কারণ অরামের সমস্ত শহর এবং ইসরায়েলের সর্বগোষ্ঠী প্রভুর অধিকারভুক্ত


সপ্তম মাসের একুশ তারিখে প্রভু পরমেশ্বর নবী হগয়ের মাধ্যমে লোকদের বললেন,


পারস্যের রাজা দারাউসের রাজত্বকালের দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসের প্রথম দিনে নবী হগয়ের মাধ্যমে যিহুদীয়ার শাসনকর্তা জেরুব্বাবেল ও প্রধান পুরোহিত যিহোশূয়ের কাছে (জেরুব্বাবেল ছিলেন শণ্টিয়েলের পুত্র এবং যিহোশূয় যিহোষাদকের পুত্র) প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল।


নীনবী নগর সম্পর্কে ভাবোক্তি। এলকোশ নিবাসী নহুমের দিব্যদর্শনের বিবরণ।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যখন আমার কোনও প্রজা বা কোনও নবী বা পুরোহিত তোমাকে জিজ্ঞাসা করবে, ‘প্রভু পরমেশ্বর তোমাকে কিসের এত ভার দিয়েছেন?’ তখন তুমি বলবে, ‘তোমরাই প্রভু পরমেশ্বরের বোঝা।’ কিন্তু এইবার তিনি সেই বোঝা ঝেড়ে ফেলবেন।


ইহুদী জাতি বিশ্বাস ভঙ্গ করেছে, তারা ইসরায়েল দেশে ও জেরুশালেমে জঘন্য অনাচার করেছে। তারা পরমেশ্বরের প্রিয় পীঠস্থান অশুচি করেছে। তারা বিধর্মী কন্যাদের বিবাহ করেছে যারা অন্য দেবতার উপাসনা করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন