Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 9:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 পাহাড় থেকে নেমে আসার সময় যীশু তাঁদের নিষেধ করে দিলেন যেন মৃতলোক থেকে মানবপুত্র পুনরুত্থিত না হওয়অ পর্যন্ত তাঁরা এই দর্শনের কথা কাউকে না বলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 পর্বত থেকে নামবার সময়ে তিনি তাঁদেরকে দৃঢ় হুকুম দিয়ে বললেন, তোমরা যা যা দেখলে, তা কাউকেও বলো না, যতদিন মৃতদের মধ্য থেকে ইবনুল-ইনসান উত্থাপিত না হন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 পর্বত থেকে নেমে আসার সময় যীশু তাঁদের আদেশ দিলেন, মনুষ্যপুত্র মৃতদের মধ্য থেকে উত্থাপিত না হওয়া পর্যন্ত, তাঁদের এই দর্শন লাভের কথা তাঁরা যেন কাউকে না বলেন।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

9 Sei parbat haite námibár samaye tini táhádigake driṛha ájná diyá kahilen, Jábat mritaganer madhya haite Manushya‐puttrer utthán ná hay, tábat ei darshaner brittánta káháke‐o kahio ná.

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 পর্ব্বত হইতে নামিবার সময়ে তিনি তাঁহাদিগকে দৃঢ় আজ্ঞা দিয়া কহিলেন, তোমরা যাহা যাহা দেখিলে, তাহা কাহাকেও বলিও না, যাবৎ মৃতগণের মধ্য হইতে মনুষ্যপুত্রের উত্থান না হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 পাহাড় থেকে নামার সময় তিনি তাঁর শিষ্যদের বললেন, “তোমরা যা যা দেখলে তা কাউকে বলো না যতক্ষণ না মৃত্যু থেকে মানবপুত্র বেঁচে উঠছেন।”

অধ্যায় দেখুন কপি




মার্ক 9:9
15 ক্রস রেফারেন্স  

যীশু তাদের দৃঢ়ভাবে নিষেধ করলেন যাতে এ ঘটনার কথা কেউ জানতে না পের। তারপর মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন।


যোনা যে ভাবে তিন দিন তিন রাত্রি তিমিমাছের উদরে ছিলেন, মানবপুত্রও তেমনিভাবে তিন দিন তিন রাত্রি ভূগর্ভে অবস্থান করবেন।


এবং বললেন, শাস্ত্রে এ কথাই লেখা আছে, খ্রীষ্টকে মৃত্যুবরণ করতে হবে, তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে তিনি পুনরুত্থিত হবেন


হে মহামান্য, আমাদের মনে পড়ছে, সেই প্রতারক তার জীবিতকালে বলেছিল, তিনদিন পরে আমি পুনরুত্থিত হব।


যীশু সেই সময় থেকে তাঁর শিষ্যদের স্পষ্টভাবেই বলতে লাগলেন যে তাঁকে অবশ্যই জেরুশালেমে যেতে হবে। সেখানে প্রাচীনবর্গ প্রধান পুরোহিত ও শাস্ত্রীদের হাতে নানাভাবে নির্যাতন ভোগ করে মৃত্যুবরণ করতে হবে। তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন।


তিনি বিবাদে প্রবৃত্ত হবেন না, তাঁর কন্ঠ হবে না সোচ্চার। পথে ঘাটে তংআর স্বরও শোনা যাবে না।


যীশু তাকে বললেন, দেখ, এ কথা কাউকে বলো না, সোজা পুরোহিতের কাছে চলে যাও। তিনি তোমাকে পরীক্ষা করে দেখুন। তারপর লোকসমক্ষে প্রমাণ স্বরূপ মোশির নির্দেশিত নৈবেদ্য উৎসর্গ কর।


যীশু একথা কাউকে বলতে তাদের নিষেধ করে দিলেন, কিন্তু যতই নিষেধ করুন না কেন তারা একথা চারিদিকে বলে বেড়াতে লাগল।


সঙ্গে সঙ্গে তাঁরা চেয়ে দেখলেন চারিদিকে। কিন্তু যীশুকে ছাড়া আর কাউকে তংআদের সঙ্গে দেখতে পেলেন না।


সুতরাং তাঁরা এই ব্যাপারটি গোপন রাখলেন এবং মৃতলোক থেকে পুনরুত্থিত হওয়অর কি অর্থ হতে পারে এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন।


এই বাণী উচ্চারিত হবার পর যীশুকে দেখা গেল, তিনি একা। এই ঘটনার সময়ে শিষ্যেরা যা কিছু দেখলেন, সে সম্বন্ধে কাউকে তাঁরা কোন কথা বললেন না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন