Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 8:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 সকলে তৃপ্তি করে খেল। তারপর রুটির টুকরো যা বাকী রইল সব কুড়িয়ে জড়ো করা হল, সাতটা ডালা ভরে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তাতে লোকেরা আহার করে তৃপ্ত হল এবং তাঁরা অবশিষ্ট গুঁড়াগাঁড়া সাত ঝুড়ি তুলে নিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 লোকেরা খেয়ে পরিতৃপ্ত হল। পরে শিষ্যেরা অবশিষ্ট রুটির টুকরো সংগ্রহ করে সাতটি ঝুড়ি পূর্ণ করলেন।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

8 Táháte lokerá áhár kariyá tripta haila; ebaṇg udbritta bhagnáṇgshete púrna sát jhuṛi uṭháiya laila.

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তাহাতে লোকেরা আহার করিয়া তৃপ্ত হইল; এবং তাঁহারা অবশিষ্ট গুঁড়াগাঁড়া সাত ঝুড়ি তুলিয়া লইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 লোকরা খেয়ে তৃপ্তি পেল। অবশিষ্ট টুকরো দিয়ে তারা সাতটি ঝুড়ি ভর্ত্তি করল।

অধ্যায় দেখুন কপি




মার্ক 8:8
16 ক্রস রেফারেন্স  

অথবা মনে কি পড়ে না সেই চার হাজার লোক ও সাতখানি রুটির কথা? সেই সময়েই বা কয় ঝুড়ি সংগ্রহ করেছিলে?


তোমার উদার হস্তের দানে তৃপ্ত হয় সকল প্রাণীর বাসনা।


নশ্বর খাদ্যের জন্য নয়, বরং অনন্তজীবনদায়ী অবিনশ্বর খাদ্যের জন্য পরিশ্রম কর। মানবপুত্র তোমাদের সেই খাদ্য দান করবেন। কারণ পিতা ঈশ্বর তাঁকেই সেই অধিকার দিয়েছেন।


তিনি ক্ষুধিতজনকে তৃপ্ত করেছেন উত্তম দ্রব্যে, বিত্তবানকে বিদায় দিয়েছেন রিক্ত হস্তে।


সকলে খেয়ে পরিতৃপ্ত হল। বাড়তি রুটির টুকরোগুলো তাঁরা জমা করে তুলে নিলেন। তাতে বারোটি ঝুড়ি বোঝাই হয়ে গেল।


সকলে খেয়ে পরিতৃপ্ত হল। শিষ্যেরা অবশিষ্ট টুকরোগুলি জমা করে সাতটি ঝুড়ি ভর্তি করলেন।


লোকেরা সংখ্যায় ছিল প্রায় চার হাজার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন