Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 8:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 এই মানুষগুলির জন্য আমার খুব মায়া হচ্ছে। আজ তিনদিন ধরে এরা আমার সঙ্গে রয়েছে, এদের কাছে খাবার মত কিছুই নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 এই লোকদের প্রতি আমার করুণা হচ্ছে; কেননা এরা আজ তিন দিন আমার সঙ্গে সঙ্গে রয়েছে এবং এদের কাছে কোন খাবার নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “এই লোকদের প্রতি আমার করুণা হচ্ছে; এরা তিন দিন ধরে আমার সঙ্গে আছে এবং এদের কাছে খাওয়ার জন্য কিছুই নেই।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

2 Ai lokáranyer prati ámár karuná haiteche; kenaná ei tin dibasábadhi táhárá ámár sange áche, o táháder nikaṭe khádya drabya kichui nái.

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে; কেননা ইহারা আজ তিন দিবস আমার সঙ্গে সঙ্গে রহিয়াছে, এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “এই লোকদের জন্য আমার মমতা হচ্ছে, কারণ এরা আজ তিনদিন ধরে আমার কাছে রয়েছে, এদের কাছে কিছু খাবার নেই।

অধ্যায় দেখুন কপি




মার্ক 8:2
23 ক্রস রেফারেন্স  

বহুলোকের ভীড় দেখে তাদের জন্য যীশুর মনে করুণার সঞ্চার হল, কারণ পালকহীন মেষের মতই তারা ছিল আর্ত ও অসহায়।


আরও একবার তুমি আমাদের প্রতিকরুণা প্রদর্শন করবে, আমাদের সমস্ত পাপের রাশিপদতলে দলিত করে নিক্ষেপ করবে অতল সাগরগর্ভে।


তোমার দিকেই নিবদ্ধ সকলের দৃষ্টি তুমিই যথাসময়ে তাদের আহার যোগাও।


সন্তানের প্রতি পিতার যেন স্নেহ, সেই স্নেহে প্রভু পরমেশ্বর, অভিষিক্ত করেন তাঁর ভক্তজনকে।


পুরোহিত নিজে দুর্বল বলে অজ্ঞ ও বিপথগামী লোকদের প্রতি সহনশীল হতে পারেন।


কারণ আমাদের মহান পুরোহিত এমন নন যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি প্রকাশ করতে পারেন না, বরং তিনি আমাদের মতই সর্বপ্রকার প্রলোভনের সম্মুখীন হয়েছেন কিন্তু পাপ করেননি।


তখন সে তার বাবার কাছে ফিরে এল। দূর থেকেই তাকে দেখতে পেয়ে তার বাবার মন মমতায় গলে গেল। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুম্বন করলেন।


তাকে দেখে প্রভুর অন্তর করুণায় বিগলিত হয়ে গেল। তিনি তাকে বললেন, কেঁদো না।


বহুবার ছেলেটাকে ও মেরে ফেলার জন্য আগুনে ও জলে ফেলে দিয়েছে। আপনি যদি কিছু করতে পারেন দেখুন, দয়া করে আমাদের সাহায্য করুন।


নৌকা থেকে নেমে এই বিরাট জনতাকে দেখে যীশুর খুব মমতা হল, এদের অবস্থা ছিল মেষপালকহীন মেষের মত। যীশু তাদের নানা বিষয়ে শিক্ষা দিতে লাগলেন।


কিন্তু যীশু তাকে অনুমতি দিলেন না। বললেন, তুমি তোমার বাড়িতে আপনজনদের কাছে ফিরে যাও এবং প্রভু তোমার জন্য কি করেছেন, কিভাবে তেআমায় কৃপা করেছেন সেকথা তাদের বল।


যীশু করুণাপরবশ হলেন। তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন, আমি তাই চাই, তুমি শুচি হও।


যীশু করুণায় বিগলিত হয়ে তাদের চোখ স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টি ফিরে পেল এবং তাঁকে অনুসরণ করতে লাগল।


নৌকা থেকে নেমে যীশু এক বিরাট জনতা দেখতে পেলেন। তাদের জন্য করুণায় তাঁর অন্তর বিগলিত হল। যারা অসুস্থ ছিল তিনি তাদের সুস্থ করে দিলেন।


প্রভু পরমেশ্বর স্নেহশীল, পরম করুণাময় তিনি, ধীর সঞ্চারী তাঁর ক্রোধ, দয়াতে তিনি মহান।


সেইজন্যই সর্বতোভাবে ভ্রাতাদের সদৃশ হওয়া তাঁর পক্ষে আবশ্যক হয়এছিল যেন মানব জাতির পাপের প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরের সমক্ষে তিনি দরদী ও বিশ্বস্ত প্রদান পুরোহিত হতে পারেন।


তাঁরা নৌকায় করে একটা নির্জন জায়গায় চলে গেলেন।


এদের ক্ষুধার্ত অবস্থাতেই যদি বাড়ি পাঠিয়ে দিই তাহলে পথের মধ্যেই এরা অজ্ঞান হয়ে যাবে। এদের মধ্যে আবার কিছু লোক অনেক দূর থেকে এসেছে।


তিনি উঠে দেখলেন, তাঁর শিয়রের কাছে টাটকা রুটি আর এক ভাঁড় জল রাখা আছে। রুটি আর জল খেয়ে তিনি আবার শুয়ে পড়লেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন