মার্ক 7:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)5 ফরিশী এবং শাস্ত্রীরা যীশুকে জিজ্ঞেস করলেন, আপনার শিষ্যেরা পূর্বপুরুষেরা প্রথমা মেনে চলে না কেন? কেন ওরা অশুচি হাতে খায়? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পরে ফরীশীরা ও আলেমেরা তাঁকে জিজ্ঞাসা করলো, তোমার সাহাবীরা কেন প্রাচীনদের পরমপরাগত নিয়ম অনুসারে চলে না, কিন্তু নাপাক হাতে আহার করে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 সেই কারণে ফরিশীরা ও শাস্ত্রবিদরা যীশুকে জিজ্ঞাসা করল, “আপনার শিষ্যেরা প্রাচীনদের প্রথা অনুসরণ না করে অশুচি হাতেই খাবার খাচ্ছে কেন?” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)5 Ata‐eb ai Pharíshirá o shastrádhyápakerá taṇháke jijnásíla, Tomár shishyerá prácínder paramparágata bidhi anusáre ácaran ná kariyá adhauta haste áhár kare kena? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পরে ফরীশীরা ও অধ্যাপকেরা তাঁহাকে জিজ্ঞাসা করিল, তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 সেই ফরীশীরা ও ব্যবস্থার শিক্ষকরা যীশুকে জিজ্ঞাসা করলেন, “আপনার শিষ্যরা প্রাচীন রীতিনীতি অনুসারে চলে না, তারা হাত না ধুয়ে তাদের খাবার খায়, এর কারণ কি?” অধ্যায় দেখুন |