Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 7:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 শোনার মত মন ও কান যার আছে, সে শুনুক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 কিন্তু যা কিছু মানুষ থেকে বের হয়, সে সবই মানুষকে নাপাক করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 বরং মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে, তাই তাকে অশুচি করে। যদি কারোর শোনার কান থাকে, তবে সে শুনুক।”

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

16 Jáhár shunite karna tháke se shunuk.

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয়, সেই সকলই মনুষ্যকে অশুচি করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16

অধ্যায় দেখুন কপি




মার্ক 7:16
13 ক্রস রেফারেন্স  

বাইরে থেকে কোন কিছু ভিতরে গিয়ে মানুষকে অশুচি করতে পারে না, কিন্তু মানুষের ভিতর থেকে যা কিছু বেরিয়ে আসে তাই-ই তাকে অশুচি করে।


জনতার কাছ থেকে যীশু যখন বাড়ির রভিতরে গেলেন, শিষ্যেরা তাঁকে এই উপমাটির সম্বন্ধে জিজ্ঞাসা করলেন।


আর কিছু পড়ল ভাল জমিতে, সেখানে সেগুলি বড় হয়ে শতগুণ ফল দিল। এই কথা বলে তিনি উচ্চকণ্ঠে বললেন, ‘যার শোনবার মত কান আছে সে শুনক।’


শোনার মত কান যদি তোমাদের থাকে, তবে শোন।


যীশু বললেন, যার শোনার মত কান আছে সে শুনুক এ কথা।


শোনার মত কান যার আছে সে শুনুক।


শোনার মত কান যচার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন, “যে জয়ঈ হবে তাকে আমি পরম দেশে ঈশ্বরের উদ্যানের জীবনবৃক্ষের ফল খেতে দেব।”


শোনার মত কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলচেন। যে জয়ী হবে দ্বিতীয় মৃত্যু তার কোন অনিষ্ট করতে পারবে না।


শোনার মত কান যার আছে সে শুনুক, পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন। যে জয়ী হবে তাকে আমি গুপ্ত মান্নার অংশ দেব। এক খণ্ড শ্বেতপাথরও দেব তাকে, সেই পাথরের উপর লেখা আছে এক নতুন নাম। সেই নাম যাকে দেওয়অ হয়েছে সে ছাড়া আরর কেউ জানে না।


শোনার মত কান যার আছে সে শুনুক পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন।


শোনার মত কান যার আছে সে শুনুক পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন।


শোনার মত কান যার আছে সে শুনুক পবিত্র আত্মা সকল মণ্ডলীকে কি বলছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন