Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 6:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 যীশু তাঁদের আদেশ দিলেন যেন পথে লাঠি ছাড়া আর কিছুই সঙ্গে না নেন, খাবার নয়, ঝুলি নয়, এমনকি টাকাকড়িও নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তিনি তাদের হুকুম করলেন, তোমরা যাত্রার জন্য একটি করে লাঠি ছাড়া আর কিছু নিও না, রুটিও না, ঝুলিও না, থলিতে পয়সাও না;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তাঁর নির্দেশগুলি ছিল এরকম: “যাত্রার উদ্দেশে একটি ছড়ি ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ো না—কোনো খাবার, কোনো থলি বা কোমরের বেল্টে কোনো অর্থও নয়।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

8 Ebaṇg ájná karilen, Tomará játrár nimitte ek ek jashti byatireke ár kichu laio ná. Jhulí ki ruṭí ki kaṭibandhe payasá, ihár kichui laio na,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর আজ্ঞা করিলেন, তোমরা যাত্রার জন্য এক এক যষ্টি ব্যতিরেকে আর কিছু লইও না, রুটীও না, ঝুলিও না, গেঁজিয়ায় পয়সাও না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তিনি তাঁদের আদেশ দিলেন যেন তারা পথে চলবার জন্য একটা লাঠি ছাড়া আর কিছু সঙ্গে না নেয় এবং রুটি, থলে এমনকি কোমরবন্ধনীতে কোন টাকাপয়সা নিতেও বারণ করলেন।

অধ্যায় দেখুন কপি




মার্ক 6:8
5 ক্রস রেফারেন্স  

যীশু তাঁদের বললেন, যাত্রা পথে কোন পাথেয় নিও না, লাঠি, ঝুলি, খাবার, টাকা —কিছুই না, দুটো জামাও যেন তোমাদের কাছে না থাকে।


সঙ্গে টাকার থলি, কোন ঝুলি ও পাদুকা নিও না এবং রাস্তায় কাউকে অভিবাদন করো না।


তিনি তাঁদের বললেন, তোমাদের যখন আমি টাকার থলি, ঝুলি ও জুতো ছাড়াই কোথাও পাঠিয়েছি, তখন কি তোমাদের কোন কিছুর অভাব হয়েছে? তাঁরা বললেন, কোন কিছুরই নয়।


তাঁদের পায়ে পাদুকা থাকতে পারে, কিন্তু সঙ্গে জামা যেন দুটো না থাকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন