মার্ক 4:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)8 কিছু বীজ পড়ল ভাল জমিতে। সেগুলি অঙ্কুরিত হল, বেড়ে উঠল, ফসল ফলল তাতে। কেউ ত্রিশগুণ, কেউ ষাটগুণ, কেউ বা শতগুল ফসল দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর কতগুলো বীজ উত্তম ভূমিতে পড়লো, তা অঙ্কুরিত হয়ে ও বেড়ে উঠে ফল দিল; কতগুলো ত্রিশ গুণ, কতগুলো ষাট গুণ ও কতগুলো শত গুণ ফল দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 আরও কিছু বীজ পড়ল উৎকৃষ্ট জমিতে। সেগুলির অঙ্কুরোদ্গম হল, বৃদ্ধি পেল এবং ত্রিশগুণ, ষাটগুণ, এমনকি, শতগুণ পর্যন্ত শস্য উৎপন্ন হল।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)8 Ár katak urbará bhúmite paṛila, táhá prarohan púrba k barddhamán phal utpanna karite lágila; ebaṇg katak trish gun o katak shashti gun o katak shata gun phal phalila. অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহা অঙ্কুরিত হইয়া ও বাড়িয়া উঠিয়া ফল দিল; কতক ত্রিশ গুণ, কতক ষাট গুণ, ও কতক শত গুণ ফল দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 কতকগুলো বীজ ভাল জমিতে পড়ল এবং তার থেকে অঙ্কুর বেরল, আর তা বেড়ে ফল দিল। যা বোনা হয়েছিল তার ত্রিশ গুণ, ষাট গুণ ও একশো গুণ ফল দিল।” অধ্যায় দেখুন |