Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 4:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তারপর সূর্য উঠলে চারাগুলো ঝলসে গেল, শিকড় না থাকায় শুকিয়ে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 কিন্তু সূর্য উঠলে পর তা পুড়ে গেল এবং তার শিকড় না থাকাতে শুকিয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 কিন্তু যখন সূর্য উঠল চারাগুলি ঝলসে গেল এবং মূল না থাকাতে সেগুলি শুকিয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

6 kintu súrjyoday haile dagdha haila, ebaṇg táhár múl ná basáte shushka haiyá gela.

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 কিন্তু সূর্য্য উঠিলে পর পুড়িয়া গেল, এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 কিন্তু সূর্য ওঠার সাথে সাথে অঙ্কুরগুলো শুকিয়ে গেল, কারণ এর শেকড় গভীরে ছিল না।

অধ্যায় দেখুন কপি




মার্ক 4:6
15 ক্রস রেফারেন্স  

সূর্যের উদয় হলে তার প্রখর তাপে তৃণ শুকায়, ঝরে পড়ে ফুল, নষ্ট হয়ে যায় তার সৌন্দর্য। বিত্তবানও সেইভাবে বিত্ত আহরণ করতে গিয়ে বিলুপ্ত হয়ে যাবে।


এঁরা আর কখনও ক্ষুধার্ত বাতৃষ্ণার্ত হবেন না,রৌদ্রাহত বা তাপিতও হবেন না,


তারা নির্লজ্জের মত তোমাদের সঙ্গে প্রীতিভোজে বসে তোমাদের ভোজকে কলঙ্কিত করে। কারণ তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে। তারা বাতাসে ভাসমান জলহীন মেঘেরর মত, তারা এমন বৃক্ষের মত যা ফলের মরশুমেও ফলহীন, নিষ্পত্র ও সম্পূর্ণভাবে মৃত।


অধর্মের সর্বপ্রকার ছলনার দ্বারা সে ধ্বংস পথযাত্রীদের প্রতারিত করবে। কারণ পরিত্রাণ লাভের জন্য যে সত্যনিষ্ঠা প্রয়োজন তা তাদের ছিল না।


তাঁর মাঝেই তোমাদের মূল গভীরভাবে প্রোথিত হোক, তাঁর ওপরেই গড়ে উঠুক তোমাদের জীবন। যে শিক্ষা তোমরা লাভ করেছ সেই অনুযায়ী বিশ্বাসে দৃঢ় এবং কৃতজ্ঞতায় উচ্ছল হও।


এবং তোমাদের বিশ্বাসহেতু খ্রীষ্ট যেন তোমাদের অন্তরে বাস করেন। প্রেমে প্রতিষ্ঠিত ও সংযুক্ত হয়ে


সূর্য ওঠার পর ঈশ্বরের নির্দেশে পূর্ব দিক থেকে ‘লু’ বইতে লাগল। মাথার উপর সূর্যের প্রখর তাপ যেন আগুন ছড়াতে লাগল। যোনার চেতনা লোপ হবার উপক্রম হল। তিনি তখন মৃত্যুকামনা করে বললেন, বেঁচে থাকার চেয়ে আমার মরণই ভাল।


দরিদ্র ও অসহায় মানুষ পালিয়ে গেছে তোমার কাছে, পেয়েছ পরম আশ্রয় বিপদের দিনে। প্রবল ঝঞ্ঝার কালে তুমি দিয়েছ তাদের পরম আশ্রয়, প্রখর তপন-তাপে দিয়েছ তাদের ছায়া সুশীতল। কারণ হিংস্র নিষ্ঠুর মানুষের আক্রমণ যেন প্রবল ঝঞ্ঝা,


শ্যামা বলে ঘৃণা করো না আমায়, দগ্ধ এ তনু মোর প্রখর তপন তাপে। ক্রোধে ও অন্ধ ভাইয়েরা আমার করেছে আমায় পালিকা তাদের দ্রাক্ষাকুঞ্জ বনের, আমার দেহকুঞ্জের রূপ তাই বিশুষ্ক মলিন অযত্নে অনাদরে।


কিন্তু সূর্য উঠলে অঙ্কুরগুলি রোদে পুড়ে গেল এবং তাদের শিকড় না থাকায় সেগুলি শুকিয়ে গেল।


কিছু বীজ পড়ল পাথুরে জমিতে, সেখানে বেশি মাটি ছিল না। মাটির গভীরতা না থাকায় বীজগুলি তাড়াতাড়ি অঙ্কুরিত হল।


কিছু বীজ পড়লল কাঁটাঝোপের মধ্যে। কাঁটাঝোপ বেড়ে উঠে গাছগুলিকে চেপে ধরল, কাজেই সেগুলিতে আর ফসল ফলল না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন