Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 4:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 যীশু আবার সাগরের তীরে গিয়ে লোকদের শিক্ষা দিতে আরম্ভ করলেন। বিরাট জনতা বিড় করে এল তাঁর কাছে। যীশু একটা নৌকায় উঠে বসলেন এবং জনতা রইল সাগরের কিনারায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে তিনি আবার সমুদ্রের তীরে উপদেশ দিতে লাগলেন; তাতে তাঁর কাছে এত বেশি লোক একত্র হল যে, তিনি সাগরের মধ্যে একখানি নৌকায় উঠে বসলেন এবং সমাগত লোকেরা সমুদ্রের তীরে স্থলে থাকলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 যীশু আবার সাগরের তীরে গিয়ে শিক্ষা দেওয়া শুরু করলেন। সেখানে তাঁর চারপাশে এত লোক এসে ভিড় করল যে, তিনি সাগরের উপরে একটি নৌকায় উঠলেন ও তার উপরে বসলেন, লোকেরা রইল সাগরের তীরে, জলের কিনারায়।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

1 Ár bár tini samudrer tíre upadesh dite lágilen; táháte táṇhár nikaṭe bhári janatá samágata hawáte tini naukákhánite uṭhiyá samudrer upare basilen, ebaṇg samágata lok sakal samudrer tíre sthale thákila.

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে তিনি আবার সমুদ্রের তীরে উপদেশ দিতে লাগিলেন; তাহাতে তাঁহার নিকটে এত অধিক লোক একত্র হইল যে, তিনি একখানি নৌকায় উঠিয়া সমুদ্রে বসিলেন, এবং সমাগত লোক সকল সমুদ্রের তীরে স্থলে থাকিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 পরে আবার তিনি হ্রদের ধারে লোকদের কাছে শিক্ষা দিতে লাগলেন। তাতে এত লোক তাঁর কাছে জড়ো হল যে, তিনি একটা নৌকায় উঠে বসলেন আর হ্রদের পাড়ে সমস্ত লোকরা এসে ভীড় করল।

অধ্যায় দেখুন কপি




মার্ক 4:1
9 ক্রস রেফারেন্স  

যীশু আবার ফিরে গেলেন গালীল সাগরের উপকূলে। জনতা তার চারিদিকে ভিড় করে দাঁড়াল। যীশু তাদের উপদেশ দিলেন।


যীশু তাঁর শিষ্যদের নিয়ে গালীল সাগরের তীরে চলে গেলেন। বিরাট এক জনতা এসে জড়ো হল তাঁর কাছে।


ভিড় দেখে যীশুর তাঁর শিষ্যদের তাঁর জন্য একটা নৌকার ব্যবস্থা করতে বললেন, যাতে জনতার ভিড় তাঁর উপরে এসে না পড়ে।


তাঁরা লোকদের কাছ থেকে চলে এলেন। যীশু নৌকায় যেমন ছিলেন তেমনিই থাকলেন, তাঁরা সেই নৌকায় উঠে যীশুকে নিয়ে চলে গেলেন। তাঁদের সঙ্গে আরও কয়েকটা নৌকা ছিল।


নৌকা থেকে যীশু নামতেই অপদেবতাগ্রস্ত একটি লোক সমাধিক্ষেত্রের গুহা থেকে বেরিয়ে তাঁর সামনে এসে হাজির হল।


নৌকায় চড়ে যীশু আবার ফিরে এলেন সাগরের এপারে। তীরে বিরাট জনতা এসে জমা হল তাঁকে গিরে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন