Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 3:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 যীশুর সমস্ত কাজের কথা শুনে গালীল, যিহুদীয়া, জেরুশালেম, ইদুমিয়া, জর্ডন নদীর ওপার থেকে এবং টায়ার ও সীদোন অঞ্চল থেকে এরা সবাই এসেছিল যীশুর কাছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আর তিনি যে সমস্ত মহৎ মহৎ কাজ করছিলেন তা শুনে এহুদিয়া, জেরুশালেম, ইদোম, জর্ডান নদীর অপর পারস্থ দেশ এবং টায়ার ও সিডনের চারদিক থেকে অনেক লোক তাঁর কাছে আসল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তারা যখন যীশুর সমস্ত কীর্তির কথা শুনল, তখন যিহূদিয়া, জেরুশালেম, ইদুমিয়া, জর্ডনের অপর পারের অঞ্চল এমনকি টায়ার ও সীদোনের চারদিক থেকে অসংখ্য মানুষ তাঁর কাছে এসে জড়ো হল।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

8 ebaṇg Jihúdiyá o Jirúshálem ebaṇg Idom o Jardaner párastha desh haite [ágata], ebaṇg Sor o Sídoner ancalnibási bahúsankhyak lok táṇhár sakal karmer sambád shuniyá táṇhár nikaṭ áila.

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর যিহূদিয়া, যিরূশালেম, ইদোম, যর্দ্দন নদীর পরপারস্থ দেশ এবং সোর ও সীদোনের চারিদিক্‌ হইতে অনেক লোক, তিনি যে সমস্ত মহৎ মহৎ কার্য্য করিতেছিলেন, তাহা শুনিয়া তাঁহার নিকটে আসিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তিনি যে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন তা শুনে এই বিশাল জনতা তাঁর কাছে এসেছিল।

অধ্যায় দেখুন কপি




মার্ক 3:8
18 ক্রস রেফারেন্স  

ইসরায়েলের বিপর্যয়ে তুমি যে ভাবে উল্লসিত হয়েছিলে, তোমার নিজের দশাও ঠিক সেই রকমই হবে। সেইর-এর পর্বতমালা তথা সারা ইদোম ধ্বংস হয়ে যাবে। তখন সকলে জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


হায় কোরাসিন! হায় বেৎসৈদা! ধিক তোমাদের! তোমাদের মধ্যে যে সমস্ত অলৌকিক কার্য সাধিত হয়েছে, সে সব যদি টায়ার ও সীদোন অঞ্চলে সাধিত হত তাহলে সেখানকার লোকজন অনেক আগেই হৃদয়ের পরিবর্তন করে চট পরিধান করত ও দেহে ভস্ম মাখত।


আমি সর্বাধিপতি প্রভু, প্রতিবেশী জাতিগুলি, বিশেষতঃ ইদোমের বিরুদ্ধে ক্রোধের বশবর্তী হয়ে এ কথা উচ্চারণ করেছি। লোভলালসায় মত্ত হয়ে তারা আমার দেশ আক্রমণ করেছে এবং সমস্ত চরাণী অধিকার করেছে।


প্রভু পরমেশ্বর স্বর্গলোকে তাঁর তরবারি প্রস্তুত করে রেখেছেন। যাদের প্রতি তিনি দণ্ডাজ্ঞা ঘোষণা করেছেন, সেই ইদোমের উপরে নেমে আসবে তাঁর তরবারি।


সেখান থেকে যীশু চলে গেলেন টায়অর অঞ্চলে। সেখানে একজনের বাড়িতে গেলেন তিনি এবং সেকথা কাউকে জানাতে চাইলেন না। কিন্তু তা গোপন রইল না।


আমাকে স্বীকার করে যে জাতিবৃন্দ, তাদের তালিকায় আমি যুক্ত করব মিশর ও ব্যাবিলনের নাম দেখ, ফিলিস্তিয়া, টায়ার ও সুদানের ভক্তজনেরাও হবে সিয়োনের সন্তান।


সোর নগরের অধিবাসীরা তোমার কাছে আনবে উপহার, বিবিধ রত্নসম্ভারে বিত্তবানেরা করবে তোমার মনোরঞ্জন।


তারপর যীশু টায়ার থেকে ফিরে এলেন এবং সীদোন হয়ে ডেকাপলিস অঞ্চলের মধ্যে দিয়ে গালীল সাগরের কাছে গেলেন।


যিহুদা গোষ্ঠীর বিভিন্ন পরিবারের জন্য নির্দিষ্ট এলাকার বিবরণ: ইদোম সীমান্তে সীন প্রান্তর থেকে শুরু করে দক্ষিণে নেগেব পর্যন্ত এলাকা।


নেগেব অঞ্চলে ইদোম সীমান্তে অবস্থিত যিহুদা গোষ্ঠীর নগরসমূহ —কব্‌সেল এদর,


গালীল, ডেকাপলি, জেরুশালেম, যিহুদীয়া এবং জর্ডন নদীর ওপারের অঞ্চল থেকে বিরাট জনতা এসে অনুসরণ করতে লাগল।


তারপর তিনি তাঁদের সঙ্গে নিয়ে একটি সমতল জায়গায় নেমে এসে দাঁড়ালেন। সমগ্র যিহুদীয়া এবং জেরুশালেম, সোর ও সীদোনের সমুদ্র তীরবর্তী অঞ্চলল থেকে তাঁর উপদেশ শুনবার জন্য এবং আরোগ্যলাবের জন্য এক বিরাট জনতা ও শিষ্যমণ্ডলী তাঁর কাছে এসে সমবেত হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন