| মার্ক 3:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)31 এই সময় যীশুর মা ও ভাইয়েরা এলেন। তাঁরা বাইরে দাঁড়িয়ে রইলেন এবং যীশুর কাছে খবর দিয়ে তাঁকে ডেকে পাঠালেন।অধ্যায় দেখুন আরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 এর পরে তাঁর মা ও তাঁর ভাইয়েরা আসলেন এবং বাইরে দাঁড়িয়ে তাঁকে ডেকে পাঠালেন।অধ্যায় দেখুন বাংলা সমকালীন সংস্করণ31 তখন যীশুর মা ও ভাইয়েরা সেখানে এসে পৌঁছালেন। তাঁরা ঘরের বাইরে দাঁড়িয়ে যীশুকে ডেকে আনার জন্য একজনকে ভিতরে পাঠালেন।অধ্যায় দেখুন Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)31 Itimadhye táṇhár mátá o bhrátrigan ásiyá báhire dáṇṛáiyá táṇháke ḍákiyá páṭháila.অধ্যায় দেখুন পবিত্র বাইবেল O.V. (BSI)31 আর তাঁহার মাতা ও তাঁহার ভ্রাতৃগণ আসিলেন, এবং বাহিরে দাঁড়াইয়া তাঁহাকে ডাকিয়া পাঠাইলেন।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল31 সেই সময় তাঁর মা ও ভাইরা তাঁর কাছে এলেন এবং বাইরে দাঁড়িয়ে তাঁরা যীশুকে লোক মারফৎ ডেকে পাঠালেন।অধ্যায় দেখুন |