মার্ক 2:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)20 এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে সরিয়ে নেওয়অ হবে, তখন তারা উপবাস করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 কিন্তু এমন সময় আসবে যখন তাদের কাছ থেকে বরকে নিয়ে যাওয়া হবে; সেদিন তারা রোজা রাখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 কিন্তু সময় আসবে, যেদিন বরকে তাদের মধ্য থেকে সরিয়ে নেওয়া হবে; এবং সেদিনই তারা উপোস করবে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)20 Kintu jakhan táháder nikaṭ haite bar níta haibe, eman samay ásibe: sei dine táhárá upabás karibe. অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 কিন্তু এমন সময় আসিবে, যখন তাহাদের নিকট হইতে বর নীত হইবেন; সেই দিন তাহারা উপবাস করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 কিন্তু এমন সময় আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে; আর সেই দিন তারা উপোস করবে। অধ্যায় দেখুন |