Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 15:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 জনতা পীলাতের কাছে গিয়ে জানাল যে, রীতি অনুযায়ী তাদের জন্য তাঁর যা করণীয়, তাই যেন করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তখন লোকেরা উপরে গিয়ে, তিনি তাদের জন্য যা করতেন, তা-ই যাচ্ঞা করতে লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 লোকেরা সামনে এসে পীলাতকে অনুরোধ করল, তিনি সাধারণত যা করে থাকেন, তাদের জন্য যেন তাই করেন।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

8 Ataeb janatá uccaissvare ceṇcáiyá púrbápar ríti pálaníya baliyá táhár nikaṭe jácná karite lágila.

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তখন লোকসমূহ উপরে গিয়া, তিনি তাহাদের জন্য যাহা করিতেন, তাহা যাচ্ঞা করিতে লাগিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 আর তিনি পীলাত লোকদের জন্য সচরাচর যা করতেন, সেই লোকেরা তাকে তাই করতে বলল।

অধ্যায় দেখুন কপি




মার্ক 15:8
5 ক্রস রেফারেন্স  

পূর্বের সময়ে রাজ্যপাল একটি রীতি অনুসরণ করতেন, জনসাধারণের ইচ্ছানুসারে যে কোন একজন বন্দীকে তিনি মুক্ত করে দিতেন।


যীশু সেখান থেকে চলে গেলেন যিহুদীয়া অঞ্চলে জর্ডনের ওপারে। সেখানে আবার লোক জমা হল তাঁর কাছে। তিনি যথারীতি তাদের উপদেশ দিতে লাগলেন।


বিদ্রোহের সময় নরহত্যায় দায়ে যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে বারাব্বাস নামে একটি লোক ছিল।


পীলাত তাদের বললেন, তোমরা কি চাও ইহুদীদের রাজাকে আমি মুক্তি দিই?


সেই শাবকটিকে তোমরা এই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত সযত্নে পালন করবে এবং ঐ দিন সন্ধ্যায় সমগ্র ইসরায়েলী সমাজ সমবেতভাবে ঐ পশুগুলিকে বধ করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন