মার্ক 11:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)1 জেরুশালেমের কাছাকাছি অলিভ পাহাড়ের ধারে বেথফাগে আর বেথানি গ্রামের কাছে এসে তাঁরা পৌঁছালেন। দুজন শিষ্যকে যীশু পাঠিয়ে দিলেন এই বলে: অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 পরে যখন তাঁরা জেরুশালেমের নিকটবর্তী হয়ে জৈতুন পর্বতে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামে আসলেন, তখন তিনি তাঁর সাহাবীদের মধ্যে দুই জনকে পাঠিয়ে দিলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 তাঁরা জেরুশালেমের কাছাকাছি এসে যখন জলপাই পর্বতের ধারে বেথফাগ ও বেথানি গ্রামে উপস্থিত হলেন, তখন যীশু তাঁর দুজন শিষ্যকে এই বলে পাঠালেন, অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)1 Anantar táṇhárá Jirúshálemer nikaṭe arthát Jaitun parbater párshvastha Baitphagí o Baithaniyá gráme upasthita haile tini ápan shishyader madhye dui janke ei ájná diyá páṭháilen, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পরে যখন তাঁহারা যিরূশালেমের নিকটবর্ত্তী হইয়া হইয়া জৈতুন পর্ব্বতে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে দুই জনকে পাঠাইয়া দিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 এরপর তাঁরা জেরুশালেমের কাছাকাছি পৌঁছে জৈতুন পর্বতমালায় বৈৎফগী ও বৈথনিয়া গ্রামে এলেন। সেখানে পৌঁছে তিনি তাঁর শিষ্যদের মধ্যে দুজনকে আগে পাঠিয়ে দিলেন। অধ্যায় দেখুন |