মার্ক 1:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)30 শিমোনের শাশুড়ী জ্বরে শয্যাশায়ী ছিলেন। শিষ্যেরা তখনই তাঁর কথা যীশুকে জানালেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 তখন শিমোনের শাশুড়ির জ্বর হয়েছিল বলে তিনি শুয়ে ছিলেন; আর তাঁরা তৎক্ষণাৎ তাঁর কথা ঈসাকে বললেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 সেই সময় শিমোনের শাশুড়ি জ্বরে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, যাঁর বিষয়ে যীশুকে তাঁরা জানালেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)30 Takhan Simoner shvashrú jvare píṛitá hawáte shajyágatá chila; ataeb táhárá shighra táhár kathá táṇháke jánáila. অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তখন শিমোনের শ্বাশুড়ী জ্বর হইয়া পড়িয়া ছিলেন; আর তাঁহারা তৎক্ষণাৎ তাঁহার কথা তাঁহাকে বলিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 সেখানে শিমোনের শাশুড়ী জ্বরে শয্যাশায়ী ছিলেন। তাঁরা সঙ্গে সঙ্গে শিমোনের শাশুড়ীর জ্বরের কথা যীশুকে বললেন। অধ্যায় দেখুন |