Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 7:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 ওরে ভন্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠ বের করে নাও, তবেই তোমার দৃষ্টি স্বচ্ছ হবে, তখন তুমি তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের কের দিতে পারবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 হে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়ি-কাঠ বের করে ফেল, আর তখন তোমার ভাইয়ের চোখ থেকে কুটাটি বের করার জন্য সপষ্ট দেখতে পাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 ওহে ভণ্ড, প্রথমে নিজের চোখ থেকে কড়িকাঠটি বের করো, তাহলেই তোমার ভাইয়ের চোখ থেকে কাঠের গুঁড়োটি বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 হে কপটি, আগে আপনার চক্ষু হইতে কড়িকাট বাহির করিয়া ফেল, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ভণ্ড! প্রথমে তোমার নিজের চোখ থেকে তক্তাটা বার করে ফেলো, তাহলে তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বার করার জন্য স্পষ্ট দেখতে পাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 হে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠ বের করে ফেল, আর তখন তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে।

অধ্যায় দেখুন কপি




মথি 7:5
11 ক্রস রেফারেন্স  

তোমার নিজের চোখে গুঁড়ি থাকতে কোন মুখে তুমি তোমার ভাইকে বলবে, ‘এসো তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই?’ ওরে ভণ্ড, আগে নিজের চোখ থেকে গুঁড়িটি বের করে নাও, তবেই তোমার দৃষ্টি স্বচ্ছ হবে এবং তোমার ভাই-এর চোখ থেকে কুটোটা বের করে নিতে পারবে।


প্রভু তাকে বললেন, ভণ্ডের দল, তোমরা প্রত্যেকেই কি সাব্বাথ দিনে নিজেদের বলদ কিম্বা গাধাকে গোয়ালঘর থেকে খুলে জল খাওয়াতে নিয়ে যেও না?


তিনি তাদের বললেন, এতে কোন সন্দেহ নেই যে, তোমরা আমাকে এই প্রবাদ উল্লেখ করে বলবে, চিকিৎসক, নিজেকে সুস্থ কর, কফরনাউমে যা করেছ আমরা সব শুনেছি, তোমার স্বদেশেও তাই কর।


যীশু তাঁদের কুমতলব বুঝতে পেরে বললেন, ভণ্ডের দল, আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছ?


ভণ্ডের দল, আকাশ ও পৃথিবীর অবস্থা দেখে তোমরা তার অর্থ বলতে পার, কিন্তু বর্তমান কালের তাৎপর্য কেন বুঝতে পার না?


কিন্তু অপদেবতা তাদের বলল, যীশুকে আমি স্বীকার করি, পৌলকেও জানি। কিন্তু তোমরা কারা?


তোমরা ভাইয়ের চোখে যে কুটো আছে সেটি তুমি লক্ষ্য করছ, অথচ তোমরা নিজের চোখে যে কড়িকাঠ রয়েছে তার কথা তুমি ভাবছ না।


তোমার নিজের চোখে কড়িকাঠ থাকতে কোন মুখে তুমি তোমার ভাইকে বলবে, ‘এস, তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই’।


পবিত্র বস্তু কুকুরকে দিও না। শূকরের সামনে মুক্তো ছড়িও না, কেননা তারা সে সব মাড়িয়ে যাবে এবং ঘুরে দাঁড়িয়ে তোমাকেই চিরে ফেলবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন