Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 7:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তোমার নিজের চোখে কড়িকাঠ থাকতে কোন মুখে তুমি তোমার ভাইকে বলবে, ‘এস, তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই’।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 অথবা তুমি কেমন করে আপন ভাইকে বলবে, এসো, আমি তোমার চোখ থেকে কুটাটি বের করে দিই? আর দেখ, তোমার নিজের চোখে কড়িকাঠ রয়েছে!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তুমি কী করে তোমার ভাইকে বলতে পারো, ‘এসো, তোমার চোখ থেকে কাঠের গুঁড়োটি বের করে দিই,’ যখন তোমার নিজের চোখেই সবসময় কড়িকাঠ রয়েছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এস, আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই? আর দেখ, তোমার নিজের চক্ষে কড়িকাঠ রহিয়াছে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 যখন তোমার নিজের চোখেই একটা তক্তা রয়েছে তখন কিভাবে তোমার ভাইকে বলছ, ‘এস তোমার চোখ থেকে কুটোটা বার করে দিই?’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 অথবা তুমি কেমন করে নিজের ভাইকে বলবে, এস, আমি তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই? আর দেখ, তোমার নিজের চোখে কড়িকাঠ রয়েছে।

অধ্যায় দেখুন কপি




মথি 7:4
5 ক্রস রেফারেন্স  

তোমরা ভাইয়ের চোখে যে কুটো আছে সেটি তুমি লক্ষ্য করছ, অথচ তোমরা নিজের চোখে যে কড়িকাঠ রয়েছে তার কথা তুমি ভাবছ না।


ওরে ভন্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠ বের করে নাও, তবেই তোমার দৃষ্টি স্বচ্ছ হবে, তখন তুমি তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের কের দিতে পারবে।


তোমার নিজের চোখে গুঁড়ি থাকতে কোন মুখে তুমি তোমার ভাইকে বলবে, ‘এসো তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই?’ ওরে ভণ্ড, আগে নিজের চোখ থেকে গুঁড়িটি বের করে নাও, তবেই তোমার দৃষ্টি স্বচ্ছ হবে এবং তোমার ভাই-এর চোখ থেকে কুটোটা বের করে নিতে পারবে।


মূর্খ প্রাজ্ঞ বচনের ব্যবহার তেমন ভাবেই করবে যেমন ভাবে একটি খোঁড়া লোকতার খোঁড়া পা ব্যবহার করে।


অন্ধ পথপ্রদর্শকের দল! তোমরা মশা ছেঁকে ফেল, কিন্তু উট গিলে নাও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন