মথি 7:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)1 তোমরা অপরের বিচার করো না, যেন তোমাদেরও বিচার না হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 তোমরা বিচার করো না, যেন তোমাদেরও বিচার করা না হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 “তোমরা অপরকে বিচার কোরো না, নইলে তোমাদেরও বিচার করা হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 “পরের বিচার করো না, তাহলে তোমার বিচারও কেউ করবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 তোমরা বিচার করো না, যেন বিচারিত না হও। অধ্যায় দেখুন |
তোমরা যারা প্রভু পরমেশ্বরের ভক্তি সম্ভ্রম কর, শোন তোমরা কি বলেছেন তিনি: আমার প্রতি বিশ্বস্ত থাকায় তোমাদের স্বজাতির কিছু লোক তোমাদের ঘৃণা করে এবং তোমাদের পরিহার করে চলে। তারা তোমাদের উপহাস করে বলে, ‘প্রভু পরমেশ্বর উদ্ধার করুন তোমাদের, দেখি তাঁর কত মহিমা! দেখব তোমরা কত আনন্দে থাক!’ এই লোকেরা জর্জরিত হবে লজ্জায় অপমানে।