Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 4:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 যীশু বললেন, শাস্ত্রে এ কথাও লেখা রয়েছে, ‘তুমি কখনও তোমার ঈশ্বর প্রভু পরমেশ্বরকে পরীক্ষা করেত চেয়ো না।’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 ঈসা তাকে বললেন, আবার লেখা আছে, “তুমি তোমার আল্লাহ্‌ মালিকের পরীক্ষা করো না।”

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 যীশু তাকে উত্তর দিলেন, “আবার একথাও লেখা আছে, ‘তোমার ঈশ্বর প্রভুকে পরীক্ষা কোরো না।’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 যীশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, “তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না”।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 যীশু তখন তাকে বললেন, “শাস্ত্রে একথাও লেখা আছে, ‘তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করবে না।’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 যীশু তাকে বললেন, “আবার এও লেখা আছে, তুমি নিজের ঈশ্বর প্রভুর পরীক্ষা করো না।”

অধ্যায় দেখুন কপি




মথি 4:7
21 ক্রস রেফারেন্স  

মাসাহ্‌তে তোমরা যেমন করেছিলে তেমনি ভাবে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে কখনও পরীক্ষা করতে যেও না।


তাঁদের কেউ কেউ যেমন প্রভু পরমেশ্বরের ক্ষমতা যাচাই করতে গিয়ে সর্পাঘাতে বিনষ্ট হয়েছিল, আমরা যেন তেমন না করি।


তারা নিজেদের আকাঙ্ক্ষিত ভক্ষ্য দাবী করে মনে মনে ঈশ্বরকে করল পরীক্ষা।


তারা তাদের আরাধ্য পবিত্র ঈশ্বরকে পরীক্ষা করল বারবার, রুষ্ট করল তাঁকে।


সেদিন তোমাদের পূর্বপুরুষেরাআমাকে পরীক্ষা করেছিল,আমার কার্যকলাপ দেখার পরওআমাকে যাচাই করেছিল তারা।


তিনি সেই স্থানের নাম দিলেন ‘মাসাহ্’ কারণ প্রভু পরমেশ্বর তাদের সঙ্গে আছেন কিনা সে বিষয়ে ইসরায়েলীরা সন্দেহ প্রকাশ করেছিল। তিনি তার আর একটি নাম দিলেন ‘মেরিবা’ কারণ সেখানে ইসরায়েলীরা তাঁর সঙ্গে ঝগড়া করেছিল।


ইসরায়েলীরা তখন মোশির সঙ্গে বচসা শুরু করল, বলল,আমাদের জন্য জল কোথায়? মোশি তোদের বললেন, তোমরা আমার সঙ্গে কেন এভাবে ঝগড়া করছ? কেনই বা প্রভু পরমেশ্বরের ক্ষমতায় সন্দেহ প্রকাশ করছ?


পিতর তখন তাকে বললেন, তোমরা দুজনেই কেন প্রভুর আত্মাকে পরীক্ষা করার জন্য ষড়যন্ত্র করলে? দুয়ারের দিকে চেয়ে দেখ, যারার তোমার স্বামীকে কবর দিতে গিয়েছিল, তারা ফিরে এসেছে। এবার তোমাকেও তারা নিয়ে যাবে।


প্রান্তরে তীব্র বাসনায় আসক্ত হল তারা, মরুভূমিতে পরীক্ষা করল ঈশ্বরের ক্ষমতা।


সেদিন তােমাদের পিতৃপুরুষেরা আমাকে পরীক্ষা করেছিল, আমার কার্যকলাপ দেখার পরও আমাকে যাচাই করেছিল তারা।


এখন থেকে আমরা গর্বোদ্ধত লোকদেরই কৃপাধন্য বলে মনে করব কারণ দুর্বৃত্তেরা যে শুধু প্রতিষ্ঠালাভ করে তাই নয়, ঈশ্বরকে পরোয়া না করেও পার পেয়ে যায়।


তবুও তারা পরাৎপর ঈশ্বরের বিরুদ্ধে করল বিদ্রোহ, পালন করল না তাঁর আদেশ, আঘাত হানল তাঁর অসীম ধৈর্যে।


এই লোকেরা কেউ সেই প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে পারবে না। এরা মিশরে ও মরুপ্রান্তরে আমার অলৌকিক প্রতাপ ও পরাক্রম দেখেও বার বার আমার ধৈর্যের পরীক্ষা করেছে, আমার কথা গ্রাহ্যই করে নি।


প্রত্যুত্তরে যীশু বললেন, ‘মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের মুখনিঃসৃত বাক্যই তাঁকে বাঁচিয়ে রাখে।’


তখন তোমরা বলবে, প্রভু পরমেশ্বরের শিক্ষায় মনোযোগী হও। ভরের আবেশে বলা কথায় কান দিও না। এতে তোমাদের কোন মঙ্গল হবে না।


যীশু তাকে বললেন, দূর হও শয়তান। শাস্ত্রের নির্দেশ : তুমি শুধু তোমার ঈশ্বর প্রভুরই উপাসনা করবে, একমাত্র তাঁরই সেবা করবে।


যীশু তাদের বললেন, তোমরা কি কোনদিন শাস্ত্রে এ কথা পড়নি? যে শিলাস্তম্ভটি স্থপতিরা করেছিল বর্জন সেটিই হল কোণের প্রধান প্রস্তর এ মহান কীর্তি প্রভুরই! আমাদের দৃষ্টিতে বিস্ময়কর।


তাঁরা যীশুকে বললেন, ওরা কী বলতে শুনতে পাচ্ছ? যীশু তাঁদের বললেন, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিন্তু তোমরা কি কখনও একথা পাঠ করনি, ‘তুমি বালক ও দুগ্ধপোষ্য শিশুদের মুখ প্রশংসায় করেছ মুখরিত'?


যীশু উত্তর দিলেন, শাস্ত্রে এ কথাও লেখা আছে, তুমি তোমার প্রভু ঈশ্বরকে পরীক্ষা করো না।


তাহলে যে বোঝা আমরা অথবা আমাদের পূর্বপুরুষ কেউই বহন করতে পারেনি, সেই বোঝা খ্রীষ্টবিশ্বাসী শিষ্যদের ঘাড়ে চাপিয়ে কেন ঈশ্বরকে পরীক্ষা করছেন?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন