Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 5:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 যারা আমাদের শাসনকর্তা, ক্রীতদাসেরও অধম তারা, তাদের কবল থেকে বাঁচবে—এমন শক্তি কার?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আমাদের উপরে গোলামেরা কর্তৃত্ব করে, তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 ক্রীতদাসেরা আমাদের উপরে কর্তৃত্ব করে, এবং তাদের হাত থেকে আমাদের উদ্ধার করার জন্য কেউ নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আমাদের উপরে দাসেরা কর্ত্তৃত্ব করে, তাহাদের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করে, এমন কেহ নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 দাসরাই এখন আমাদের শাসক। কেউই ওদের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আমাদের ওপরে দাসেরা শাসন করে এবং তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 5:8
12 ক্রস রেফারেন্স  

প্রভু বলেন, আমি কোন দিন তাদের কাউকে দয়া করব না। প্রত্যেককে আমি তাদের প্রতিবেশী রাজার হাতে সমর্পণ করব। তারা এ দেশকে বিধ্বস্ত করবে, তাদের হাত থেকে আমি কাউকে উদ্ধার করব না।


কিন্তু আমার পূর্ববর্তী শাসকেরা লোকদের কাছ থেকে তাঁদের জন্য নির্দিষ্ট খাদ্য এবং পানীয় ছাড়াও চল্লিশ শেকেল রূপো নিয়ে তাদের উপর ভারী বোঝা চাপিয়ে ছিলেন। তাঁদের সহকারীরাও লোকদের উপর প্রভুত্ব চালাত। কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তিবশতঃ আমি ঐভাবে আচরণ করিনি।


তুমি উদ্ধার না করলে ওরা সিংহের মত ছিনিয়ে নিয়ে যাবে আমায়, চিঁড়ে ফেলবে টুকরো টুকরো করে, বাঁচাবার কেউ থাকবে না তখন।


তার প্রণয়ীদের সামনে এবার আমি প্রকাশ করব তার ভ্রষ্টাচার। আমার হাত থেকে কেউ পারবে নাতাকে রক্ষা করতে।


আমিই ঈশ্বর, সেই চিরন্তন ঈশ্বর আমার হাত থেকে কেউ পাবে না উদ্ধার, আমার কাজের অন্যথা করে এমন সাধ্য কার?


তোমরা যারা বিস্মৃত হয়েছ ঈশ্বরকে, শোন এই কথা, অন্যথায় আমি তোমাদের সমূলে করব বিনাশ, তোমাদের উদ্ধার করার মত থাকবে না কেউ।


তুমি তো জান, আমি দোষী নই, তোমার হাত থেকে আমাকে উদ্ধার করারও কেউ নেই।


তার সন্তানেরা হারিয়েছে নিরাপত্তা বিচারে তারা দণ্ডিত হয়, তাদের পক্ষে দাঁড়াবার কেউ নেই।


কিন্তু যখন আধিকারিক বেথ-হোরণ নিবাসী সনবল্লট, আম্মোন নিবাসী টোবিয় আর একাদশ আরবীয় এই কথা শুনল, তারা আমাদের বিদ্রূপ এবং উপহাস করে বলল, তোমরা এ কি করছ? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাও?


তোমাদের মধ্যে বিদেশী যে থাকবে সে তোমাদের চেয়ে ক্রমশঃই উন্নত হতে থাকবে আর তোমরা ক্রমশঃ অবনতির পথে নেমে যাবে।


তখন তিনি বললেন, ‘অভিশপ্ত হোক কনান, সে হবে তার ভ্রাতাদের দাসানুদাস।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন