Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 5:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 যুবকেরা গোলামের মত বাধ্য হয়েছে যাঁতা ঘোরানোর কাজে, সুকুমার বালকেরা ভারী কাঠের বোঝা বইতে বইতে নুয়ে পড়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 যুবকদেরকে যাঁতা বইতে হল, শিশুরা কাঠের বোঝার ভারে হোঁচট খেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 যুবকেরা জাঁতা ঘুরিয়ে কঠোর পরিশ্রম করে; বালকেরা কাঠের ভারী বোঝায় টলমল করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 যুবকগণকে যাঁতা বহিতে হইল, শিশুরা কাষ্ঠভারে উছোট খাইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 শত্রুরা আমাদের যুব সম্প্রদায়কে শস্য পেষাই করতে বাধ্য করেছে। তারা যুবকদের ভারী কাঠের গুঁড়ি বইতে জোর করেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 যুবকদেরকে যাঁতায় পরিশ্রম করতে হল, শিশুরা কাঠের গুড়ির ভারে টলমল করছে।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 5:13
11 ক্রস রেফারেন্স  

ফিলিস্তিনীরা এসে তাঁকে বন্দী করে তাঁর চোখ দুটি উপড়ে ফেলল। তারপর তাঁকে গাজাতে নিয়ে গিয়ে পিতলের শেকলে বেঁধে রাখল। কারাগারে জাঁতা পেষাই করা কাজে তাঁকে নিযুক্ত করা হল।


তারা ভারী ও দুর্বহ বোঝা লোকের কাঁধে চাপিয়ে দেয়, অথচ নিজেরা একটি আঙ্গুল দিয়েও সেই বোঝা সরাতে চায় না।


আমি যে ধরণের উপবাসে প্রসন্ন হই, তা হলঃ নিপীড়িতের শৃঙ্খল মোচন এবং অন্যায় অবিচারের অত্যাচার থেকে তাদের মুক্তিদান। মুক্ত করে দাও দলিত ও নিপীড়িতদের।


এবার হাতে তুলে নাও পেষণ যন্ত্র! পেষণ কর শস্য! খুলে ফেল মাথার ঘোমটা! মহার্ঘ বসন খুলে ফেল! পার হতে হবে নদী-নির্ঝর নগ্নপদে, তুমি তোমার ঘাঘরা তুলে ধর।


তাহলে আমার স্ত্রী অন্য লোকের দাসীবৃত্তি করুক, অপর লোকেরা তাকে সম্ভোগ করুক।


যদি দেখ তোমার শত্রুর গাধাটি বোঝার নিচে চাপা পড়েছে, তা হলে ইচ্ছা না থাকলেও গাধাটিকে ভারমুক্ত করার জন্য ঐ ব্যক্তিকে তোমায় সাহায্য করতেই হবে।


আর তার ফল মিশরের সমস্ত প্রথমজাত সন্তান মারা যাবে। ফারাও-এর সিংহাসনের উত্তরাধিকারী তাঁর জ্যেষ্ঠ পুত্র থেকে শুরু করে যাঁতা পেষাই করে যে ক্রীতদাসী, তারও প্রথম সন্তান পর্যন্ত সকলেই মারা যাবে। পশুপালের মধ্যে প্রথমজাত পশুগুলিও মরে যাবে।


মোশি তখন বেশ বড় হয়েছেন। একদিন তিনি স্বজাতীয়দের কাছে গেলেন। দেখলেন, সেখানে কি কঠোর পরিশ্রমই না তারা করছে। এমন সময় দেখতে পেলেন একজন মিশরী একজন হিব্রুকে মারছে।


তখন ইসরায়েলীদের উৎপীড়ন করার জন্য তাদের বাধ্যতামূলক কঠোর শ্রমের কাজে নিয়োগ করা হল এবং তাদের কাজকর্ম তদারক করার জন্য তদারককারী নিযুক্ত করা হল। এইভাবেই ফারাও-এর রসদপত্র মজুত রাখার জন্য পিথোম ও রামেসিস নগর গড়ে উঠল।


ছোট ছেলেমেয়েরা জ্বালানি কাঠ কুড়িয়ে জড়ো করে, আগুন জ্বালে পুরুষেরা এবং মেয়েরা পিঠে তৈরির ময়দা মাখে দেবীর জন্যে, যে দেবীকে তারা ‘স্বর্গের দেবী’ বলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন