Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 5:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু পরমেশ্বর, স্মরণ কর দুর্দশা আমাদের, চেয়ে দেখ, আমাদের লাঞ্ছনা অপমান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে মাবুদ, আমাদের প্রতি যা ঘটেছে, স্মরণ কর, দৃষ্টিপাত কর, আমাদের অপমান দেখ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা স্মরণ করো, এদিকে তাকাও, দেখো আমাদের অসম্মান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে সদাপ্রভু, আমাদের প্রতি যাহা ঘটিয়াছে, স্মরণ কর, দৃষ্টিপাত কর, আমাদের অপমান দেখ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 আমাদের কি ঘটেছে তা স্মরণ করুন প্রভু। দেখুন আমরা কতটা লজ্জিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা মনে কর, তাকাও, আমাদের অপমান দেখ।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 5:1
26 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, আমি শুনেছি তোমার কীর্তির কথা, তাই আমি ভীত তটস্থ। আজকের দিনেও তোমার সেই মহান কীর্তির পুনরাবৃত্তি কর, আবার প্রকাশ কর তোমার স্বরূপ। কিন্তু হে প্রভু, তুমি ক্রুদ্ধ হলেও তোমার কৃপাদৃষ্টি রেখো আমাদের প্রতি।


হে প্রভু পরমেশ্বর, কি অপমান তারা করে আমায়, শুনেছ সবই তুমি। তুমি তো জান তাদের সকল মন্ত্রণা।


নিরাশ্রয়, ছন্নছাড়া অবস্থা আমার, এ চিন্তা তিক্ত বিষের সমান,


ভগ্নদশায় পতিত জেরুশালেম, নগরীর পাশ দিয়ে পথচারী পথিক চলে যায়, হেসে করে বিদ্রূপ, বলে, ‘এই কি সেই অনুপমা সুন্দরী নগরী, বিশ্বের গর্বের ধন?’


তখন আমি বললাম, হে প্রভু পরমেশ্বর, তুমি সবই জান। আমাকে স্মরণে রেখো, সাহায্য করো আমায়। আমাকে যারা নিপীড়ন করেছে, তাদের উপরে তুমি প্রতিশোধ নাও। তারা আমাকে হত্যা করবে, আর অসীম ধৈর্যে তুমি থাকবে নীরব হয়ে, এমনটি যেন না হয়। মনে রেখো, তোমারি জন্য আমি দুঃসহ অপমান সহ্য করেছি।


হে প্রভু পরমেশ্বর আমাদের প্রতিবেশীরা যেভাবে বিদ্রূপ করেছে তোমায় তার সাতগুণ বিদ্রূপে জর্জরিত কর তাদের।


প্রতিবেশীদের কাছে আমরা আজ ঘৃণাস্পদ সকলের পরিহাস ও বিদ্রূপের পাত্র হয়েছি আমরা।


হে আমাদের ঈশ্বর, আমাদের প্রার্থনা শোন, তারা আমাদের যে অপমান করছে তা তাদের উপর ফিরিয়ে দাও। লুঠের বস্তুর মত তাদের বন্ধনদশায় বিদেশে নির্বাসনে পাঠিয়ে দাও।


তারপর সে বলল, যীশু, আপনি যখন আপনার রাজকীয় ক্ষমতায় আসবেন, তখন স্মরণ করবেন আমাকে।


হে প্রভু, ঈশ্বর আমার, চেয়ে দেখ, কার এই দুর্দশা করেছ তুমি? নারীরা আপন স্নেহলালিত সন্তানদের করবে কি ভক্ষণ? পবিত্র মন্দিরে পুরোহিত ও নবীরা বিসর্জন দেবে কি প্রাণ?


দৃষ্টিপাত কর আমার প্রতি, হে প্রভু পরমেশ্বর, চেয়ে দেখ দুঃসহ বেদনা আমার, দেহমনের সীমাহীন যন্ত্রণা! কারণ, আমি ছিলাম দুর্দান্ত এক বিদ্রোহিনী তোমার বিরুদ্ধাচারী বাইরে, প্রকাশ্য পথে চলেছে নিষ্ঠুর হত্যালীলা, রুদ্ধদ্বার গৃহেও ফিরেছে মৃত্যুর ছায়া।


মাটি দিয়ে যেমন মূর্তি গড়ে তেমনি করেই তুমি গড়েছ আমায় সে কথা কি ভুলে গেছ? আমায় মিশিয়ে দেবে নির্মম হাতে?


মনে রেখ শ্বাসবায়ুর মত জীবন আমায় ক্ষণস্থায়ী ফুরিয়ে গেছে আমার জীবনের আনন্দ।


তুমি তোমার সেবক মোশিকে যে আদেশ দিয়েছিলে, বলেছিল, যদি তোমরা আমার আদেশ অমান্য কর তাহলে আমি তোমাদের বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন দিকে ছড়িয়ে দেব–স্মরণ কর সেই কথা।


তারা আমাকে বলেছিল যে, বন্দীদশা থেকে অবশিষ্ট যারা রক্ষা পেয়েছিল তারা সেই প্রদেশে মহাকষ্ট এবং লাঞ্ছনা ভোগ করছে। জেরুশালেমের প্রাচীর ভেঙ্গে গেছে আর আগুনে তার সব দ্বারগুলি পুড়ে গেছে।


চেয়ে দেখ আমার দুর্দশা, উদ্ধার কর আমায়, আমি ভুলিনি তোমার বিধান।


তোমার নগর প্রাকারে হে জেরুশালেম, নিযুক্ত করেছি আমি প্রহরীদল। দিবসে কি নিশীথে কখনও নীরব থাকবে না তারা। স্মরণ করিয়ে দেবে তারা প্রভু পরমেশ্বরকে তাঁর প্রতিশ্রুতির কথা, ভুলতে তাঁকে দেবে না কখনও।


যতক্ষণ না ঊর্ধ্বলোক থেকে প্রভু পরমেশ্বর দৃষ্টিপাত করেন আমাদের প্রতি।


হে প্রভু পরমেশ্বর স্মরণ কর, শত্রুরা বিদ্রূপ করেছে তোমাকে, বর্বরের দল কলঙ্ক লেপন করেছে তোমার নামে।


তোমরা বলেছ, তোমাদের অপমান করা হয়েছে, লজ্জায় ফেলা হয়েছে, তোমরা দারুণ অসহায় বোধ করছ কারণ বিদেশীরা মন্দিরের পবিত্র স্থানগুলি দখল করেছে।


অশুচিতার ক্লেদাক্ত গ্লানি তাকে ঘিরে ধরেছিল, তবু চেতনা হয়নি তার, এই শোচনীয় পরিণামে তাকে কে দেবে সান্ত্বনা? শত্রুর জয়লাভে অভাগী জেরুশালেম কেঁদে কেঁদে জগদীশ্বরের করুণা করেছে ভিক্ষা।


নগরীর প্রজাগণ সামান্য খাদ্যের খোঁজে করেছে আর্তনাদ বাঁচার তাগিদে। সম্পদের বিনিময়ে তারা করেছে খাদ্য সংগ্রহ। সকরুণ ক্রন্দনে নগরী বলে, হে প্রভু পরমেশ্বর, দেখ আমায়, চেয়ে দেখ আমার দুদর্শা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন