Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 সাহায্যের আশায় আমি করেছি আর্তনাদ, তিনি অগ্রাহ্য করেছেন আমায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আমি যখন ক্রন্দন ও আর্তনাদ করি, তিনি আমার মুনাজাত অগ্রাহ্য করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 এমনকি, যখন আমি সাহায্যের জন্য তাঁকে ডাকি বা কাঁদি, তিনি আমার প্রার্থনা শোনেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আমি যখন ক্রন্দন ও আর্ত্তনাদ করি, তিনি আমার প্রার্থনা অগ্রাহ্য করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 এমনকি যখন আমি সাহায্যের জন্য চিৎকার করে কাঁদলাম প্রভু আমার সেই প্রার্থনায় কর্ণপাত করেন নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 যখন আমি কাঁদি এবং সাহায্যের জন্যে চিত্কার করি, তিনি আমার প্রার্থনা শোনেন না।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:8
9 ক্রস রেফারেন্স  

হে আমার ঈশ্বর, দিবসে আমি ডাকি তোমায়, তুমি দাও না সাড়া, নিশীথেও তোমায় ডাকি অবিরাম, তবু তুমি রয়েছ নীরব।


হে ঈশ্বর,আমি তোমাকে ডাকি কিন্তু তুমি সাড়া দাও না, তোমার কাছে বিনতি জানাই কিন্তু তুমি তাতে কর্ণপাত কর না।


আমি অত্যাচারের প্রতিবাদে আর্তনাদ করি কিন্তু সেই আর্তনাদ কেউ শোনে না, আমি চীৎকার করে উঠি কিন্তু ন্যায় বিচার কোথাও নেই।


বেলা প্রায় তিনটের সময় যীশু উচ্চকন্ঠে চীৎকার করে বলে উঠলেন, এলী এলী লামা শবক্তানী, অর্থাৎ ঈশ্বর, আমার, ঈশ্বর আমার, কেন আমায় পরিত্যাগ করেছ?


হে প্রভু পরমেশ্বর, আর কতকাল আমি আর্তনাদ করব, আর কতকাল তুমি থাকবে বধির হয়ে? নির্যাতনে জর্জরিত আমি আর কতকাল তোমায় ডাকব, কতকাল তুমি নিষ্ক্রিয় হয়ে থাকবে প্রভু, আমায় করবে না উদ্ধার?


তোমার প্রচণ্ড রোষ যেন ঘন মেঘ, আবরণ করেছে রচনা তোমাকে ঘিরে। ভেদ করে সেই আবরণ প্রার্থনা মোদের পারে না পৌঁছাতে নিকটে তোমার।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আর কতকাল তোমার প্রজাদের কাতর নিবেদন ক্রোধভরে করবে অগ্রাহ্য?


করেছ তাড়না প্রভু, করেছ নিধন, তোমার করুণাধারা পড়েছে ঢাকা প্রচণ্ড ক্রোধের আড়ালে।


যে চায় সে পায় এবং যে সন্ধান করে, সে সন্ধান পায়। যে দ্বারে করাঘাত করে, তার জন্য দ্বার খুলে দেওয়া হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন