Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 বন্দীশালার পীড়নে যখন নিপীড়িত হয় আত্মা আমাদের,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 লোকে যে দেশের বন্দীদেরকে পদতলে দলিত করে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 দেশের সব বন্দিকে যদি লোকেরা পদতলে দলিত করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 লোকে যে পৃথিবীর বন্দি সকলকে পদতলে দলিত করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 প্রভু এইগুলি পছন্দ করেন না: তিনি দেশের সব বন্দীদের তাঁর পায়ের তলায় পিষে ফেলতে চান না। তিনি কাউকে পেষণ করতে চান না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 লোকে যে পৃথিবীর বন্দীদের সবাইকে পায়ের তলায় পিষে দেয়,

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:34
12 ক্রস রেফারেন্স  

বন্দীদের আমি বলব, যাও, তোমরা মুক্ত! অন্ধকারে বসতি যাদের, তাদের আমি বলব, তোমরা আলোয় বেরিয়ে এস! তারা হবে পাহাড়ের বুকে চারণভূমির মেষের মত তৃপ্ত,


তিনি শুনলেন বন্দীদের হাহাকার, মুক্তিদান করলেন মৃত্যুপথযাত্রীদের,


দীন অভাজনের আবেদনে সাড়া দেন প্রভু, অবহেলা করেন না কখনও বন্দীদশায় পতিত আপন ভক্তকে।


এই ব্যক্তিই না নগর-জনপদ ধ্বংস করে পৃথিবীকে পরিণত করেছে ঊষর মরুতে? এই ব্যক্তিই না বন্দীদের মুক্তি দেয় নি কোনদিন ফিরে যেতে দেয় নি তাদের মাতৃ-ভূমিতে?


বন্দীদের আর্তনাদ পৌঁছাক তোমার কাছে আপন বাহুর মহাপরাক্রমে মৃত্যুপথযাত্রীদের বাঁচাও তুমি।


প্রভু পরমেশ্বর বলেন, ইসরায়েলীরা মেষের মত সিংহের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রথমে তারা আক্রান্ত হয়েছে আসিরিয়ার রাজার দ্বারা, তারপর তাদের আক্রমণ করেছে ব্যাবিলনরাজ নেবুকাডনেজার, চূর্ণ করেছে তাদের অস্থি।


যন্ত্রণা-আঘাত দিয়ে আমাদের পান না তিনি কোন আনন্দ।


কেড়ে নেওয়া হয় মানবের সব অধিকার প্রভুরই সাক্ষাতে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন