Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 2:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 নগরীর তোরণদ্বার পরিণত প্রস্তর স্তূপে, দ্বারের অর্গল আজ খণ্ড-বিখণ্ড রাজারা ও রাজপুরুষেরা এখন নির্বাসনে। বিধান ও অনুশাসন কেউ আর শোখায় না সেখানে, নবীরাও পায় না আর দিব্য দর্শন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তোরণদ্বার সকল মাটিতে আচ্ছন্ন হয়েছে, তিনি তার অর্গল নষ্ট ও খণ্ড খণ্ড করেছেন; তার বাদশাহ্‌ ও নেতৃবর্গ জাতিদের মধ্যে থাকে; পরিচালনার কিতাব বলতে আর কিছু নেই; তার নবীরাও মাবুদের কাছ থেকে কোন দর্শন পায় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তার তোরণদ্বারগুলি মাটিতে ঢাকা পড়েছে; সেগুলির অর্গলগুলি তিনি ভেঙেছেন ও ধ্বংস করেছেন। তার রাজা ও রাজপুরুষেরা জাতিগণের মধ্যে নির্বাসিত হয়েছে, বিধান আর নেই, এবং তার ভাববাদীরা সদাপ্রভুর কাছ থেকে কোনো দর্শন পান না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 পুরদ্বার সকল মৃত্তিকায় আচ্ছন্ন হইয়াছে, তিনি তাহার অর্গল নষ্ট ও খণ্ড খণ্ড করিয়াছেন; তাহার রাজা ও অধ্যক্ষগণ ব্যবস্থাবিহীন জাতিগণের মধ্যে থাকে; তাহার ভাববাদিগণও সদাপ্রভু হইতে কোন দর্শন পায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 জেরুশালেমের ফটকগুলি মাটিতে ডুবে গিয়েছিল। তিনি ফটকের স্তম্ভগুলি ধ্বংস করে চূর্ণ করেছিলেন। তার রাজা এবং রাজপুত্ররা অন্য জাতির মধ্যে রয়েছে তাদের জন্য আর কোন শিক্ষা নেই। জেরুশালেমের ভাববাদীরাও প্রভুর কাছ থেকে আর কোন দিব্য দৃষ্টি পায় নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তার সব শহরের ফটকগুলো মাটিতে ঢুকে গিয়েছে, তিনি তার খিল নষ্ট করেছেন এবং ভেঙে দিয়েছেন; তার রাজা ও নেতারা জাতিদের মধ্যে থাকে, যেখানে মোশির কোনো ব্যবস্থা নেই; এমনকি তার ভাববাদীরা সদাপ্রভুর থেকে কোনো দর্শন পায় না।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 2:9
27 ক্রস রেফারেন্স  

একের পর এক বিপর্যয় ঘটতে থাকবে, দুঃসংবাদ আসবে স্রোতের মত। এই পরিস্থিতিতে ইসরায়েলীরা যাবে দ্রষ্টা নবীদের কাছে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানতে। পুরোহিতদের উপদেশ দেবার মত কিছু থাকবে না, সমাজপতিরা পরামর্শদানে হবেন অক্ষম।


ইসরায়েলীরাও এমনিভাবে বহুদিন রাজা বা শাসনকর্তা, যাগযজ্ঞ, পুণ্যস্তম্ভ, এফোদ ও পারিবারিক বিগ্রহহীন হয়ে বাস করবে।


তারা আমাকে বলেছিল যে, বন্দীদশা থেকে অবশিষ্ট যারা রক্ষা পেয়েছিল তারা সেই প্রদেশে মহাকষ্ট এবং লাঞ্ছনা ভোগ করছে। জেরুশালেমের প্রাচীর ভেঙ্গে গেছে আর আগুনে তার সব দ্বারগুলি পুড়ে গেছে।


ইসরায়েল জাতি দীর্ঘদিন প্রকৃত ঈশ্বরবিহীন অবস্থায় জীবনযাপন করেছে,তাদের শিক্ষাদানের জন্য কোন পুরোহিত ছিল না, ছিল না কোন বিধান ওঅনুশাসনের শৃঙ্খলা।


ব্যাবিলনের সৈন্যবাহিনী যুদ্ধ থামিয়ে দুর্গের মধ্যে আত্মরক্ষা করছে। তারা বীর্যবানের সাহস হারিয়ে হয়ে গেছে অবলা নারীর মত। নগর-তোরণ ভেঙ্গে গেছে, গৃহগুলি জ্বলছে আগুনে।


আমরা আর দেখি না কোন পবিত্র নিদর্শন, নেই আর কোন প্রবক্তা নবী আমাদের মাঝে, এই দুরবস্থা চলবে আর কতকাল?


প্রভু তোমাদের এবং যে রাজাকে তোমরা নিযুক্ত করবে তাকে এমন এক জাতির অধীনে সমর্পণ করবেন যাদের তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা কেউ কখনও জান না এবং সেখানে তোমরা প্রভুকে পরিত্যাগ করে পাথর ও কাঠের তৈরী দেবতাদের পূজা করবে।


শিকারীর মত জাল ফেলে আমি তাকে ধরব, নিয়ে যাব ব্যাবিলনে, সেখানে আমি শাস্তি দেব তাকে। কারণ সে আমার কাছে অবিশ্বস্ত হয়েছে।


আমি ফাঁদ পেতে তাকে ধরব। তারপর তাকে নিয়ে যাব ব্যাবিলন নগরীতে। তবুও সেই জায়গা সে চোখে দেখতে পাবে না। সেখানেই তার মৃত্যু হবে।


স্বয়ং প্রভু পরমেশ্বরের অভিষিক্ত, আমাদের প্রাণশক্তিস্বরূপ যিনি, যাঁর উপর বিশ্বাসে নির্ভর করেছিলাম আমরা, তিনি আজ শত্রুর কুক্ষিগত, আমাদের আশা হল নির্মূল।


‘দূর হও, অশুচি তোমরা, স্পর্শ করো না আমাদের’, চীৎকার করে ওঠে সকলে। বাস্তুহারার মত তারা দেশে দেশে বেড়ায় ঘুরে, আশ্রয় দেয় না কেউ।


নগরীর জনগণ নিরুপায় ক্রীতদাসের মত বিতাড়িত আপন গৃহ থেকে। সুদূর নির্বাসনে বাস করতে বাধ্য হয়েছে তারা, নিজেদের মাতৃভূমি থেকে বিচ্যুত, পরিবেষ্টিত শত্রুদ্বারা, পথ নেই পালাবার।


তাঁর সৈন্যবাহিনী নগর-প্রাচীর ভেঙ্গে ফেলল।


ইতিমধ্যে ব্যাবিলনীয় সৈন্যবাহিনী রাজপ্রাসাদ, নাগরিকদের ঘরবাড়ি পুড়িয়ে দিল এবং জেরুশালেমের প্রাচীর ভেঙ্গে ফেলল।


সিদিকিয়ের রাজত্বকালের এগারো বৎসর চার মাস নয় দিনের দিন জেরুশালেমের প্রাচীর তারা ভেঙ্গে ফেলল।


কিন্তু প্রভু পরমেশ্বর বললেন, নবীরা আমার নামে মিথ্যা কথা বলেছে। আমি এই সব নবীদের পাঠাইনি বা কোনও কথা বলার আদেশও দিইনি। এমন কি কোন কথাও বলিনি তাদের সঙ্গে। যে দর্শনের কথা তারা বলে, সেই দর্শন তারা আমার কাছ থেকে পায়নি। তাদের ঐসব ভবিষ্যদ্বাণী তাদেরই কল্পনা, মনগড়া অর্থহীন কথা।


সেদেকিয়াহ্‌র চোখের সামনেই তাঁর ছেলেদের হত্যা করা হল। তারপর নেবুকাডনেজারের আদেশে সেদেকিয়াহ্‌র চোখ উপড়ে ফেলা হল এবং তাঁকে শৃঙ্খলিত করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হল।


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর জেরুশালেমের লোকদের বললেন, ঐ নবীদের কথা তোমরা শুনো না। তারা মিথ্যা আশায় তোমাদের মন ভরে দিচ্ছে। তারা তাদের কল্পিত কথা তোমাদের বলে, আমার কথা বলে না।


তাদের নগরসমূহের বিরুদ্ধে আন্দোলিত হবে তরবারি, ধ্বংস করবে তাদের তোরণের অর্গলগুলি, কারণ তারা স্বেচ্ছাচারী।


আমি ভেঙ্গে ফেলব দামাসকাসের তোরণ, আবেন উপত্যকার অধিবাসীদের, বেথ-এদনের রাজদণ্ডধারীদের উচ্ছেদ করব সমূলে। সিরিয়ার অবশিষ্ট অধিবাসীরা বন্দী হয়ে নির্বাসিত হবে কীর দেশে। প্রভুই বলেছেন এ কথা।


প্রভু যেমন তোমাদের প্রতি প্রসন্ন হয়ে তোমাদের লোকসংখ্যা বৃদ্ধি করেছিলেন ও তোমাদের সমৃদ্ধি দান করেছিলেন, ঠিক তেমনি ভাবেই তিনি তোমাদের ধ্বংস ও উচ্ছেদ সাধন করে প্রীতিলাভ করবেন। যে দেশ তোমরা এখন দখল করতে যাচ্ছ, সেখান থেকে তখন তোমরা সমূলে উচ্ছিন্ন হবে।


তাঁর হৃদয় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। শৌল তখন প্রভু পরমেশ্বরের কাছে এ বিষয়ে জানতে চাইলেন, কিন্তু প্রভু পরমেশ্বর স্বপ্ন, ঊরিম বা নবী কারও মাধ্যমেই তাঁকে কোন উত্তর দিলেন না।


নগরী আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভেঙ্গে পড়েছে নগর তোরণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন