Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 2:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 জেরুশালেম! আমার প্রিয়তমা সিয়োন-নন্দিনী, কি ভাবে দেব প্রবোধ তোমায়? কেমনে বা দিই সান্ত্বনা! এত দুঃখ কোথাও পেয়েছে কি কেউ? এই দুর্দশা তোমার সীমাহীন সাগরের মত, এতটুকু আশার আলো নেই কোথাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 অয়ি জেরুশালেম-কন্যে, আমি কি বলে তোমার কাছে সাক্ষ্য দেব? কিসের সঙ্গে তোমার উপমা দেব? অয়ি সিয়োন-কুমারী, আমি তোমার সান্ত্বনার জন্য কিসের সঙ্গে তোমার তুলনা দেব? কেননা তোমার আঘাত সমুদ্রের মত বিশাল, তোমার চিকিৎসা করা কার সাধ্য?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 আমি তোমাকে কী বলব? হে, জেরুশালেম-কন্যা, তোমাকে কার সঙ্গে আমি তুলনা করব? হে সিয়োনের কুমারী-কন্যা, কার সঙ্গে আমি তোমার তুলনা করব, যাতে আমি তোমাকে সান্ত্বনা দিতে পারি? তোমার ক্ষত সমুদ্রের মতোই গভীর। কে তোমায় আরোগ্য করতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 অয়ি যিরূশালেম-কন্যে, আমি কি বলিয়া তোমার কাছে সাক্ষ্য দিব? কিসের সহিত তোমার উপমা দিব? অয়ি সিয়োন-কুমারি, আমি তোমার সান্ত্বনার জন্য কিসের সহিত তোমার তুলনা দিব? কেননা তোমার ভঙ্গ সমুদ্রের ন্যায় বৃহৎ, তোমার চিকিৎসা করা কাহার সাধ্য?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 জেরুশালেমের জনগণ, আমি কাদের সঙ্গে তোমাদের তুলনা করব? সিয়োনের জনগণ, আমি কিসের সঙ্গে তোমাদের তুলনা করব? আমি কেমন করে তোমায় স্বাচ্ছন্দ্য দেব? তোমার ধ্বংস সমুদ্রের মতো বিশাল মনে হয় না কেউ তোমায় সারিয়ে তুলতে পারবে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 হে যিরূশালেমের মেয়েরা, তোমার বিষয়ে কি বলে সাক্ষ্য দেব? কিসের সঙ্গে তোমার উপমা দেব? সিয়োন কুমারী, সান্ত্বনার জন্য কিসের সঙ্গে তোমার তুলনা করব? কারণ তোমার ধ্বংস সমুদ্রের মতো বিশাল, তোমায় কে সুস্থ করবে?

অধ্যায় দেখুন কপি




বিলাপ 2:13
14 ক্রস রেফারেন্স  

কেঁদে বলে পথিক জনেরে, দেখ চেয়ে আমার যাতনা, কে আছে এমন দুঃখী আমার মত? নিদারুণ রোষে আমার এ দশা করেছেন স্বয়ং প্রভু পরমেশ্বর! ঊর্ধ্বলোক থেকে


প্রভু পরমেশ্বর লোকদের কাছে আমার দুঃখের কথা বলার আদেশ দিয়ে আমাকে এই কথা বলতে বললেন, দিবসরজনী আমার দুচোখে বয়ে যাক অশ্রুধারা, কান্না আমার যেন কখনও না থামে, কারণ আমার প্রজাদের ক্ষত কত গভীর, মারাত্মকভাবে আহত হয়েছে তারা।


গিলিয়দে কি কোনও স্নিগ্ধ প্রলেপ নেই? নেই কি সেখানে কোনও চিকিৎসক? তবে, কেন আমার স্বজাতির মানুষ সুস্থ হয় নি?


দাউদ বেলপেরাসীমে গিয়ে ফিলিস্তিনীদের যুদ্ধে পরাজিত করলেন। তিনি বললেন, প্রভু পরমেশ্বর বাঁধভাঙ্গা বন্যার মত সবলে আমার শত্রুদের ভাসিয়ে নিয়ে গেলেন। তাই এই স্থানটির নাম রাখা হল বেল-পেরাসীম।


নবীদের মাধ্যমে তুমি আমাদের ও আমাদের শাসকবর্গকে যে শাস্তি দেবে বলেছিলে, সেই অনুসারেই শাস্তি দিয়েছ। জেরুশালেমকে যে নির্মম শাস্তি তুমি দিয়েছ সে রকম শাস্তি পৃথিবীর আর কোন নগর পায়নি।


তার সম্পর্কে আমি, প্রভু পরমেশ্বর বলছি: হে সনহেরিব, সিয়োন কন্যা তোমাকে উপহাস করেছ, তাচ্ছিল্য করছে তোমায়।


তোমার ক্রোধে কেঁপে উঠেছে সারা দেশ, বিদীর্ণ হয়েছে তার বুক, দেশ এখন বিশৃঙ্খল, অস্থির।


প্রভু তার সম্পর্কে বলেছেনঃ সিয়োনের কুমারী কন্যা তোমায় ঘৃণা করে, উপহাস করে তোমায়! জেরুশালেম-দুহিতা তোমায় নিয়ে ঠাট্টা করে!


লোকেরা বলল, শীঘ্র আসতে বল তাদের, তারা এসে গেয়ে যাক আমাদের অন্ত্যেষ্টির গান, যতক্ষণ না আমাদের দুচোখ ভরে ওঠে জলে, অশ্রুসিক্ত হয়ে যায় আঁখিপল্লব।


হে প্রভু পরমেশ্বর, যিহুদীয়াকে কি তুমি ত্যাগ করলে একেবারে? সিয়োনের মানুষকে কি ঘৃণা কর তুমি? এমন মারাত্মকভাবে কেন তুমি আমাদের আঘাত করলে যা কোনদিন নিরাময় হবে না? আমরা চেয়েছিলাম শান্তি, কিন্তু কোন মঙ্গলই ঘটল না, আরোগ্য আশা করেছিলাম, পরিবর্তে এল আতঙ্ক।


সর্বাধিপতি প্রভু বলেন, যুদ্ধে নিহত ব্যক্তিদের এই দুর্গতি দেখে মিশররাজ ও তার সৈন্যবাহিনী সান্ত্বনা পাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন