Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 2:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 জননীর কাছে শিশুরা কাঁদে, বলে, ‘কোথায় অন্ন, কোথায় জল?’ তারা পথের উপর লুটিয়ে পড়ে আহত জনের মত, তারপর ধীরে মাতার বক্ষে ঢলে পড়ে চিরনিদ্রায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 তারা নিজের নিজের মাকে বলে, গম ও আঙ্গুর-রস কোথায়? কেননা তারা নগরের চকে চকে তলোয়ারে বিদ্ধ লোকদের মত মূর্চ্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তারা তাদের মায়েদের বলে, “আমাদের জন্য খাবার ও দ্রাক্ষারস কোথায়?” কেননা তারা নগরের পথে পথে আহত মানুষের মতো মূর্ছিত হয়, তাদের মায়েদের কোলে তাদের প্রাণ ঢলে পড়ে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তাহারা আপন আপন মাতাকে বলে, গোম ও দ্রাক্ষারস কোথায়? কেননা তাহারা নগরের চকে চকে খড়্‌গবিদ্ধ লোকদের ন্যায় মূর্চ্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 সেই বালক-বালিকারা তাদের মায়েদের বলে, “কোথায় আছে রুটি আর দ্রাক্ষারস?” তারা মরে যেতে যেতে এই প্রশ্ন করে তারা তাদের মায়ের কোলে মারা যায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তারা তাদের মায়েদের বলে, “গম আর আঙ্গুর রস কোথায়?” কারণ শহরের রাস্তায় রাস্তায় আহত লোকদের মতো দুর্বল হয়ে যায়, তাদের মায়ের বুকে তাদের নিজেদের জীবন ত্যাগ করে।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 2:12
9 ক্রস রেফারেন্স  

তারপর আমি ব্যাবিলনরাজের বাহুদুটিতে শক্তি সঞ্চার করব এবং আমার তরবারি তার হাতে তুলে দেব। কিন্তু মিশররাজের হাত দুটি আমি ভেঙ্গে দেব, সে মৃত্যু যন্ত্রণায় তার শত্রুদের সামনেই আর্তনাদ করবে।


এই জন্য তাঁকে সম্মানের আসনে বসাব আমি, প্রতিষ্ঠিত করব তাঁকে মর্যাদার আসনে মহান ও বিক্রমশালীদের মাঝে। কারণ তিনি নিজে গ্রহণ করলেন বহুজনের পাপের দায়, করলেন তিনি স্বেচ্ছায় জীবনদান তাদের হয়ে। নিজেকে বসালেন তিনি অপরাধীর আসনে, তাদেরই ক্ষমার জন্য নিয়ত বিনতি তাঁর।


এখন আমি মরতে বসেছি, দুর্দশার দিন আমাকে গ্রাস করেছে,


যখন স্মরণে জাগে অতীতের কথা, অন্তর উজাড় করে দিই আমি, ভাবি: একদিন এই জনতার মাঝেই, ছিল আমার আসা যাওয়া শোভাযাত্রা করে আমি তাদের নিয়ে যেতাম ঈশ্বরের মন্দিরে। জয়ধ্বনি ও স্তবগানে মুখর ভক্তবৃন্দ পালন করত তোমার উৎসব।


হে আমার স্বজাতিবৃন্দ, তাঁরই উপর সর্বদা নির্ভর কর, তাঁরই কাছে উজাড় করে দাও হৃদয় তোমাদের, তিনিই আমাদের আশ্রয়। সেলা


তারা তোমাদের শস্য ও খাদ্য খেয়ে ফেলবে। তোমাদের পুত্রকন্যাদের হত্যা করবে, নিধন করবে তোমাদের পশুপাল। দ্রাক্ষাক্ষেত ও ডুমুর বাগান কেটে তছ্‌নছ্‌ করবে তারা। দূর্গ-প্রাকারে ঘেরা তোমাদের নিরাপদ আশ্রয় ঐ শহর তাদের সৈন্যদল এসে ধ্বংস করে দেবে।


তাদের শিশু সন্তানেরা আজ মৃতপ্রায় ক্ষুধায় তৃষ্ণায় একমুঠো অন্নের জন্য কোলের শিশুরা ভিক্ষা করে দুয়ারে দুয়ারে।


পথের বাঁকে বাঁকে সন্তানেরা তোমার পড়েছে লুটিয়ে মুর্ছিত বিবশ হয়ে যেন শিকারীর জালে আবদ্ধ হরিণ। মর্মে মর্মে অনুভব করছে তারা প্রভু পরমেশ্বরের রোষের তীব্র দহন।


নগরীর প্রজাগণ সামান্য খাদ্যের খোঁজে করেছে আর্তনাদ বাঁচার তাগিদে। সম্পদের বিনিময়ে তারা করেছে খাদ্য সংগ্রহ। সকরুণ ক্রন্দনে নগরী বলে, হে প্রভু পরমেশ্বর, দেখ আমায়, চেয়ে দেখ আমার দুদর্শা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন