Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 1:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 জেরুশালেমের সম্পদ গরিমা আজ লুপ্তপ্রায় অতীত মাত্র, শিকারীর তাড়া খাওয়া হতবল হরিণের মত নেতা ও নায়কগণ ক্ষুধায় অবসন্ন.

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আর সিয়োন-কন্যার সমস্ত শোভা তাকে ছেড়ে গেছে; তার নেতৃবর্গ এমন হরিণগুলোর মত হয়েছে, যারা চরাণি-স্থান পায় না; তারা শক্তিহীন হয়ে তাড়নাকারীদের আগে আগে গমন করেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সিয়োন-কন্যার মধ্য থেকে সমস্ত জৌলুস অন্তর্হিত হয়েছে। তার রাজপুরুষেরা এমন সব হরিণ হয়েছেন, যারা কোনো চারণভূমির সন্ধান পায় না। তারা শক্তিহীন হয়ে বিতাড়কদের আগে আগে পলায়ন করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর সিয়োন-কন্যার সমস্ত শোভা তাহাকে ছাড়িয়া গিয়াছে; তাহার অধ্যক্ষগণ এমন হরিণদিগের ন্যায় হইয়াছে, যাহারা চরাণি-স্থান পায় না; তাহারা শক্তিহীন হইয়া পশ্চাদ্ধাবকের অগ্রে অগ্রে গমন করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 সিয়োনের লোকদের সৌন্দর্য আর নেই। তার নেতারা হরিণের মতো। শক্তি না থাকলেও তারা ছুটে পালাচ্ছে। কারণ অনেকেই তাদের ধরার জন্য তাড়া করছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 এবং সিয়োনের মেয়ের সব সৌন্দর্য্য তাকে ছেড়ে গিয়েছে। তার নেতারা এমন হরিণের মত হয়েছে, যারা চরবার জায়গা পায় না; তারা শক্তিহীন হয়ে তাড়নাকারীদের আগে গিয়েছে।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 1:6
31 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর বলেছেন, হে মর্ত্যমানব, তাদের শক্তির উৎস ঐ মন্দির আমি তাদের কাছ থেকে কেড়ে নেব, যে মন্দির ছিল তাদের একান্ত গর্ব ও আনন্দস্বরূপ, যে মন্দির তারা দুচোখ ভরে দেখত, যেখানে যেতে তারা ভালবাসত। আমি কেড়ে নেব তাদের ছেলে মেয়েদের।


ইসরায়েলীদের এই কথা বলতে বলেছেনঃ তোমাদের শক্তির উৎস এই মন্দিরের জন্য তোমরা গর্বিত। এই মন্দিরকে দুচোখ ভরে দেখতে তোমরা ভালবাস, সেখানে যাওয়াতে তোমাদের পরম আনন্দ। কিন্তু প্রভু এই মন্দির অশুচি করবেন। তোমাদের যে বংশধরদের জেরুশালেমে রেখে এসেছ, তারা যুদ্ধে নিহত হবে।


তিনি প্রভু পরমেশ্বরের মন্দির, রাজপ্রাসাদ ও জেরুশালেমের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের সমস্ত ঘরবাড়ি পুড়িয়ে দিলেন।


তারপর সিদিকিয়ের চোখ দুটি উপড়ে ফেলা হল এবং তাঁকে শিকলে বেঁধে ব্যাবিলনে নিয়ে যাওয়া হল। মৃত্যুর সময় পর্যন্ত সিদিকিয় ব্যাবিলনের কারাগারেই বন্দী ছিলেন।


এবং শহর ও দুর্গসমূহ দখল করে নেবে। সেদিন তার যোদ্ধৃবর্গ ভয়ার্ত হয়ে উঠবে প্রসব বেদনাতুরা নারীর মত।


তারা শুনবে অশ্বখুরের আওয়াজ, আর ধাবমান রথের শব্দ, শুনবে রথচক্রের ঘর্ঘর ধ্বনি। এ মহাসঙ্কটে আতঙ্কে বিহ্বল পিতারা ভুলে যাবে আপন সন্তানদের প্রতি কর্তব্যের কথা, নিজেকে বাঁচাতে ফিরেও তাকাবে না তাদের দিকে।


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর যাদের জেরুশালেম থেকে ব্যাবিলনে বন্দীরূপে পাঠিয়েছিলেন, সেই সমস্ত ইহুদীদের বলছেন,


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, রাজা ও তার জননীকে তাদের সিংহাসন থেকে নেমে আসতে বল, কারণ তাদের মাথা থেকে সুন্দর মুকুট খুলে পড়ে গেছে।


আনন্দে মুখর হয়ে উচ্চকন্ঠে গাও স্তবগান হে সিয়োন নিবাসী! ইসরায়েলের পরম আরাধ্য পবিত্র ঈশ্বর অতি সুমহান, প্রজাদের মাঝে বসতি যে তাঁর, পেতেছেন সেথায় আসন।


তারপর সিয়োন পর্বত এবং সেখানে সমবেত জনমণ্ডলীর উপরে তিনি দিবসে বিস্তার করবেন মেঘপুঞ্জ এবং রাত্রে রচনা করবেন অগ্নিশিখায় উজ্জ্বল চন্দ্রাতপ।


যে নগরী একদিন সততার আবাস ছিল, সেই নগরীতে আজ ভ্রষ্টাচারী বারাঙ্গনার কার্যকলাপ চলছে! একসময় এই নগরী ধর্মনিষ্ঠ মানুষে পূর্ণ ছিল কিন্তু আজ সেখানে শুধু খুনীদের বাস।


পবিত্রতার আভরণে সজ্জিত হয়ে প্রভুর উদ্দেশে কর প্রণিপাত। হে পৃথিবী, তাঁর সম্মুখে সসম্ভ্রমে হও নতশির।


অপরূপ রূপে শোভিত সিয়োন, সেখান থেকে প্রকাশিত তাঁর পূর্ণ জ্যোতি।


প্রভু তার সম্পর্কে বলেছেনঃ সিয়োনের কুমারী কন্যা তোমায় ঘৃণা করে, উপহাস করে তোমায়! জেরুশালেম-দুহিতা তোমায় নিয়ে ঠাট্টা করে!


একজন কি করে পিছু ধাওয়া করে সহস্রজনের, দশসহস্রকে বিতাড়িত করে মাত্র দুজনে? যদি না পরাক্রমী প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের করতেন সমর্পণ শত্রু হস্তে।


প্রভু পরমেশ্বর তোমাদের শত্রু হস্তে পরাজিত করবেন। তোমরা তাদের আক্রমণ করতে গিয়ে দিশেহারা হয়ে পালাতে বাধ্য হবে। পৃথিবীর সমস্ত রাজ্যে তোমরা হবে বিভীষিকা স্বরূপ।


ব্যাবিলনীয়রা নগরের চারিদিক ঘিরে রাখা সত্ত্বেও নগরের সৈন্যরা রাজার সঙ্গে রাতের অন্ধকারে প্রাচীর ভেঙ্গে পালিয়ে গেল। রাজোদ্যানের পথে দুই প্রাচীরের মাঝখানের দ্বার দিয়ে তারা জর্ডন উপত্যকার দিকে পালাল।


কিন্তু ব্যাবিলনীয় সৈন্যরা রাজা সেদেকিয়াহ্‌র পিছনে তাড়া করে জেরিকোর সমতলভূমির কাছে তাঁকে ধরে ফেলল। তাঁর সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন