Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 9:54 - পবিএ বাইবেল CL Bible (BSI)

54 অবিমেলেক তখন তাড়াতাড়ি তার অস্ত্রবাহকে ডেকে বলল, তোমার তরবারি বার করে আমাকে হত্যা কর, আমি চাই না যে লোকে বলুক, একটা স্ত্রীলোকের হাতে আমার মৃত্যু হয়েছে। তখন সে অবিমেলেকের বুকে তরবারি বসিয়ে দিল এবং তার মৃত্যু হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

54 তাতে সে শীঘ্র তার অস্ত্র-বাহক যুবককে ডেকে বললো, তুমি তলোয়ার খুলে আমাকে হত্যা কর; পাছে লোকে আমার বিষয়ে বলে, একটা স্ত্রীলোক ওকে হত্যা করেছে। তখন সে যুবক তাকে বিদ্ধ করলে তার মৃত্যু হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

54 তখন অবীমেলক তাড়াতাড়ি তার অস্ত্র-বহনকারীকে ডেকে বলল, “তুমি তরোয়াল টেনে বের করো ও আমাকে হত্যা করো, যেন তারা বলতে না পারে যে, ‘একজন স্ত্রীলোক তাকে হত্যা করেছে।’ ” অতএব তার দাস তাকে বিদ্ধ করল, ও সে মারা গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

54 তাহাতে সে শীঘ্র আপন অস্ত্রবাহক যুবককে ডাকিয়া কহিল, তুমি খড়গ খুলিয়া আমাকে বধ কর; পাছে লোকে আমার বিষয়ে বলে, একটা স্ত্রীলোক উহাকে বধ করিয়াছে। তখন সে যুবক তাহাকে বিদ্ধ করিলে সে মরিয়া গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

54 সেই মূহুর্তে অবীমেলক তাঁর ভৃত্যকে বললেন, “তরবারিটা বার করে আমাকে মেরে ফেল। তোমাকেই এ কাজটা করতে হবে। লোক যেন না বলে, ‘একটা স্ত্রীলোক আমাকে মেরে ফেলেছে।’” তাই হল। ভৃত্যটি তাঁকে তরবারির কোপে মেরে ফেলল। অবীমেলক মারা গেলন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

54 তাতে সে তাড়াতাড়ি নিজের অস্ত্রবাহক যুবককে ডেকে বলল, তুমি তরোয়াল বের করে আমাকে হত্যা কর; যদি লোকে আমার বিষয়ে বলে, একটা স্ত্রীলোক ওকে হত্যা করেছে। তখন সেই যুবক তাকে বিদ্ধ করলে সে মরে গেল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 9:54
17 ক্রস রেফারেন্স  

অবিমেলেক নিহত হয়েছে দেখে ইসরায়েলীরা নিজেদের দেশে ফিরে গেল।


তাঁকে বাধা দেওয়ার কেউ নেই। তাঁর অস্ত্রবাহক বলল, আপনার বিবেচনায় যা ভাল বোধ হয় করুন। আপনার মতই আমার মত। আমি আপনার সঙ্গেই আছি।


তখন সেই ঘাঁটির সৈন্যরা যোনাথন ও অস্ত্রবাহককে বলল, উপরে উঠে আয় আমাদের কাছে, মজা দেখাব তোদের। যোনাথন তাঁর অস্ত্রবাহককে বললেন, আমার পিছন পিছন এস, প্রভু পরমেশ্বর এদের ইসরায়েলীদের হাতে সমর্পণ করেছেন।


যোনাথন তখন পাহাড়ের গা বেয়ে উপরে উঠে গেলেন, তাঁর অস্ত্রবাকও তাঁকে অনুসরণ করল। যোনাথনের আকস্মিক আক্রমণে ফিলিস্তিনীরা ধরাশয়ী হতে লাগল। তিনি তাদের হত্যা করতে লাগলেন, তাঁর অস্ত্রবাহকও তাঁকে অনুসরণ করে তাদের বধ করতে লাগল।


যোনাথন ও তাঁর অস্ত্রবাহকের প্রথম আক্রমণেই প্রায় দেড় বিঘা পরিমাণ জায়গার মধ্যে প্রায় কুড়ি জন লোক নিহত হল।


শৌল তখন তাঁর সঙ্গের লোকদের বললেন, গুণে দেখ আমাদের মধ্যে থেকে কে বেরিয়ে গেছে। তারা গুণে দেখল যে যোনাথন ও তাঁর অস্ত্রবাহক তাদের মধ্যে নেই।


দাউদ শৌলের কাছে এসে তাঁর সেবায় নিযুক্ত হলেন। ক্রমে তিনি শৌলের প্রিয়পাত্র হয়ে উঠলেন এবং তাঁর অস্ত্রবাহকের পদে নিযুক্ত হলেন।


এইভাবে সেদিন শৌল, তাঁর তিনপুত্র, তাঁর অস্ত্রবাহক এবং তাঁর সমস্ত সৈন্য এক সঙ্গেই মৃত্যুবরণ করলেন।


আমি নিশ্চিতভাবে বুঝেছিলাম যে তিনি পড়ে গেলেই মারা যাবেন তাই আমি এগিয়ে গিয়ে তাঁকে হত্যা করলাম। তারপর তাঁর মুকুট ও হাতের বালা নিয়ে আমি এখানে আপনার কাছে এসেছি প্রভু।


শৌল তখন তাঁর অস্ত্রবাহককে বললেন, তোমার তরবারি বার করে আমাকে হত্যা কর। নইলে ঐ ম্লেচ্ছরা এসে আমাকে হেনস্তা করবে। কিন্তু তাঁর অস্ত্রবাহক এ কাজ করতে ভয় পেল। শৌল তখন নিজের তরবারি বার করে তার উপরে ঝাঁপিয়ে পড়লেন।


অস্ত্রবাহকটি শৌলকে এভাবে মরতে দেখে সেও নিজের তরবারির উপরে ঝাঁপিয়ে পড়ে মারা গেল।


দেবোরা বললেন, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাব, তবে এই অভিযানে তোমার কোন সুখ্যাতি হবে না, কারণ প্রভু একজন নারীর হাতে সিসেরাকে সমর্পণ করবেন। দেবোরা তখন বারাকের সঙ্গে কেদেশ-এ চলে গেলেন।


এমনি সময় তিনি পিছন দিকে মুখ ফিরাতেই আমাকে দেখে ডাকলেন। আমি বললাম, বলুন মহারাজ!


তিনি আমাকে বললেন, এস, আমাকে হত্যা কর। আমি মারাত্মকভাবে আহত, আমি মরণাপন্ন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন