Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 9:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 দ্রাক্ষালতা বলল, আমার যে ফলের রসে দেবতা ও মানুষের চিত্ত প্রফুল্ল হয় সেই ফল উৎপাদন করা ছেড়ে দিয়ে আমি কেন বৃক্ষসমাজের উপর কর্তৃত্ব করতে যাব?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 আঙ্গুরলতা তাদেরকে বললো, আমার যে রস আল্লাহ্‌ ও মানুষকে খুশি করে, তা ত্যাগ করে আমি কি গাছগুলোর উপরে দুলতে থাকব?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 “কিন্তু দ্রাক্ষালতা বলল, ‘আমার যে দ্রাক্ষারস মানুষ ও দেবতাদের আমোদিত করে, তা উৎপন্ন না করে, আমি কি গাছেদের উপর দুলবো?’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 দ্রাক্ষালতা তাহাদিগকে কহিল, আমার যে রস ঈশ্বর ও মনুষ্যগণকে প্রসন্ন করে, তাহা ত্যাগ করিয়া আমি কি বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 “দ্রাক্ষালতা বলল, ‘সকলেই আমার রসের গুনে খুশি। সে মানুষই হোক্ অথবা ঈশ্বর। তোমরা কি চাও আমি রসের জোগান বন্ধ করে অন্য গাছদের শাসন করি?’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 দ্রাক্ষালতা তাদেরকে বলল, আমার যে রস ঈশ্বরকে ও মানুষদেরকে খুশি করে, তা ত্যাগ করে আমি কি বৃক্ষদের ওপরে দুলতে থাকবে?

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 9:13
9 ক্রস রেফারেন্স  

ভোজ খেয়ে হাসি ফোটে মুখে, সুরা পানে স্ফূর্তি জাগে প্রাণে, তবে অর্থ না থাকলে এর কিছুই হয় না।


উৎপাদন করতে পারে নিজেদের খাদ্য, মানুষের চিত্ত বিনোদনের জন্য দ্রাক্ষারস, মুখশ্রীর উজ্জ্বলতার জন্য তৈল এবং দেহকে সুস্থ ও চিত্ত সবল করার জন্য তুমি উৎপন্ন কর খাদ্যদ্রব্য।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজমক পানীয় নৈবেদ্যরূপে এক হিনের অর্ধেক পরিমাণ দ্রাক্ষারস হোমানলে উৎসর্গ করবে।


এ ছাড়াও তোমরা হোম কিম্বা বলিরূপে উৎসর্গিত প্রত্যেক মেষশাবকের সঙ্গে পানীয় নৈবেদ্যস্বরূপ সিকি হিন পরিমাণ দ্রাক্ষারস নিবেদন করবে।


মরণারপন্ন ও দুঃখক্লিষ্ট লোকদের জন্যই সুরা প্রয়োজন,


এবং এর সঙ্গে এক হিনের তিন ভাগের এক ভাগ পরিমাণ দ্রাক্ষারস সৌরভজনক পানীয় নৈবেদ্যরূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করবে।


এর পরে গাছেরা দ্রাক্ষালতাকে বলল, তাহলে তুমি এসে আমাদের উপর রাজত্ব কর।


গাছেরা তখন সকলে মিলে কাঁটাঝোপকে বলল, এস, তুমি আমাদের রাজা হও।


প্রজ্ঞার নির্দেশে আমি স্থির করলাম, মদিরা পানে কি আনন্দ আমি তা-ও দেখব পরখ করে। ভেবেছিলাম, মানুষের ছোট্ট জীবনখানি এ পৃথিবীতে কাটিয়ে যাবার এই হল পথ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন