Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 8:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তারপর গিদিয়োন তাঁর তিনশো সঙ্গী নিয়ে জর্ডনের ওপারে চলে গেলেন। তাঁরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু তবুও মিদিয়নীদের পিছনে তাড়া করে চললেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 গিদিয়োন ও তাঁর সঙ্গী তিন শত লোক জর্ডানে এসে পার হলেন; তাঁরা পরিশ্রান্ত হলেও তাড়া করে যাচ্ছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 গিদিয়োন ও তাঁর সঙ্গে থাকা 300 জন লোক ক্লান্ত অবস্থাতেও মিদিয়নীয়দের পশ্চাদ্ধাবন করতে করতে জর্ডন নদীর কাছে এসে তা পার হয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 গিদিয়োন ও তাঁহার সঙ্গী তিন শত লোক যর্দ্দনে আসিয়া পার হইলেন; তাঁহারা শ্রান্ত হইলেও তাড়া করিয়া যাইতেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 গিদিয়োন 300 জন লোক নিয়ে যর্দন নদীর ওপারে গেলেন। ওরা খুবই ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 গিদিয়োন ও তাঁর সঙ্গী তিনশো লোক যর্দনে এসে পার হলেন; তারা ক্লান্ত হলেও তাড়া করে যাচ্ছিলেন।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 8:4
10 ক্রস রেফারেন্স  

ভাল কাজে আমাদের যেন ক্লান্তি না আসে, কারণ নিরূৎসাহ হয়ে না পড়লে আমরা যথাসমে ফসল তুলব।


এই কারণেই আমরা হতাশ হই না। আমাদের দৈহিক সত্তা ক্ষয় পেলেও, আমাদের অন্তরাত্মা প্রতিদিন লাভ করছে নূতন সত্তা।


দাউদ চারশো লোক নিয়ে এগিয়ে গেলেন। বাকী দুশো লোক ক্লান্ত হয়ে পড়ায় নদী পার হতে না পেরে বেশোর নদী তীরেই রয়ে গেল।


তারা ওরেব ও সেব নামে দুইজন মিদিয়নী সামন্তকে বন্দী করে ওরেব পর্বতে ওরেবকে এবং সেবের দ্রাক্ষাকুণ্ডে সেবকে বধ করল এবং মিদিয়নীদের তাড়া করে গেল। ওরেব ও সেবের মুণ্ডু দুটি তারা জর্ডনের পূর্ব পারে গিদিয়োনের কাছে পাঠিয়ে দিল।


ঈশ্বরের শক্তিতে তোমরাই তো দুই মিদিয়নী সামন্ত রাজা এবং সেবকে হত্যা করেছ। কাজেই, তোমাদের তুলনায় আমি এমন কি আর করেছি। তাঁর এই কথায় ইফ্রয়িম গোষ্ঠীর লোকদের রাগ ঠাণ্ডা হল।


অবিয়াথর দাউদের কাছে এফোদ নিয়ে এলেন। দাউদ প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইলেন, আমি ঐ দস্যুদলের পিছনে তাড়া করে গেলে ওদের ধরতে পারব কি? প্রভু উত্তর দিলেন, ওদের পিছনে তাড়া করে যাও, ওদের নিশ্চয়ই ধরতে পারবে ও সবাইকে উদ্ধার করতে পারবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন